ইমানের আলো

ইমানের আলো আসসালামু আলাইকুম
-ভাইয়া/আপু🌸
-আমার এই ছোট পেজটিতে ঘুরে আসার আমন্ত্রণ রইল। ভালো লাগলে 𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 দিয়ে পেজটির সাথে থাকবেন। ধন্যবাদ🖤 ❤️‍🩹।।।,,,

শুধু ফরিয়াদ করা ছাড়া কিছুই বলার নাইহে আল্লাহ।
21/07/2025

শুধু ফরিয়াদ করা ছাড়া কিছুই বলার নাই
হে আল্লাহ।

তিনি চাইলে বাঁচতে পারতেন।একটা বোতাম টিপলেই ফিরতে পারতেন বাড়ি,কিন্তু ফিরলেন না Flight Lieutenant Towkir 💔থেকে গেলেন…শেষ ম...
21/07/2025

তিনি চাইলে বাঁচতে পারতেন।
একটা বোতাম টিপলেই ফিরতে পারতেন বাড়ি,
কিন্তু ফিরলেন না Flight Lieutenant Towkir 💔
থেকে গেলেন…
শেষ মুহূর্ত পর্যন্ত লড়লেন-
জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে।
নিচে ছিল স্কুল, ছিল শিশুরা।
তিনি জানতেন, তাঁর সিদ্ধান্তই বাঁচাতে পারে শত প্রাণ।
আজ আমরা শুধু একজন পাইলট হারাইনি,
হারিয়েছি এক সাহসী যোদ্ধা।
গত বছর চট্টগ্রামে এক মেধাবী অফিসার বিমান নদীতে নামিয়ে প্রাণ রক্ষা করেছিলেন।
এবার ভাগ্য সহায় ছিল না…
Towkir ভাই, আপনি বীর ছিলেন।
আপনার শূন্যতা কখনো পূরণ হবে না।
এই জাতি আপনাকে কোনোদিন ভুলবে না ❤️😔

21/07/2025
21/07/2025

তাকে ব্লেইম করা হচ্ছে কিন্তু কন্ট্রোলার রুম থেকে তাকে জানানো হয় "ইজেক্ট" করার জন্য। সে চাইলেই ইজেক্ট করে বেঁচে ফিরে আসতে পারতো বাট
সে ইজেক্ট করতে চায়নি।
উনি কিছুক্ষণ আগে মারা গেছেন 😭
চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন। কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল, শত শিশু।তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, বিমানটি সরাতে চেয়েছেন।😥
কিন্তু মৃত্যু তো আল্লাহর হাতে।
আল্লাহ সুবহানাহু তা'য়ালা তাকে জান্নাত নসিব করুক ❤️

Send a message to learn more

বাংলাদেশ, আইয়ামে জাহেলিয়াতের যুগে স্বাগতম। 💔Follow ইমানের আলো
11/07/2025

বাংলাদেশ, আইয়ামে জাহেলিয়াতের যুগে স্বাগতম। 💔
Follow ইমানের আলো

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ।মা আমাদের শরীরে গঠন করেন…আর বাবা আমাদের জীবনটা গঠন করেন।মায়ের গর্ভে ৯ মাস ছিলাম,বাবার...
11/07/2025

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ।
মা আমাদের শরীরে গঠন করেন…
আর বাবা আমাদের জীবনটা গঠন করেন।

মায়ের গর্ভে ৯ মাস ছিলাম,
বাবার কাঁধে চেপে ছিলাম ২৫ বছর।
তবুও কেন যেন বাবা সবসময় আড়ালেই থাকেন।

মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন,
আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন।
দুজনেই সমানভাবে ভালোবাসেন,
তবুও মা যেনো ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে,
আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট।

মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন,
বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেন।
মায়ের ভালোবাসা চোখে পড়ে,
বাবার ভালোবাসা হয়ত মাটির নিচের শিকড়ের মতো,
যা না দেখলে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান।

ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নিই,
দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি।
বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন,
শুধু চোখে থাকেন, মনে হয় কিছু বলতে চান,
কিন্তু বলেন না, যেন বলার অধিকারটাও কেমন হারিয়ে ফেলেছেন।

বাচ্চাদের আলমারি রঙিন জামায় ভর্তি,
মায়ের শাড়ির আলমারিও বেশ সমৃদ্ধ।
কিন্তু বাবার আছে মাত্র কয়েকটা জামা,
নিজের প্রয়োজন মেটাতে ভাবেনও না কখনো।
তবুও মুখে কোনো অভিযোগ নেই।

মায়ের গয়নার বাক্স ভর্তি সোনা-রুপা,
আর বাবার আঙুলে সেই একটাই আংটি,
যেটা তিনি বিয়ের সময় পরেছিলেন।
তবুও মায়ের গয়নাতে ঘাটতি থাকলে সে বলতেই পারেন,
কিন্তু বাবার নেই কোনো চাহিদা।

বাবা সকাল থেকে রাত পরিশ্রম করেন সংসারের জন্য,
মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন,
তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ দেখেই সব ক্লান্তি ভুলে যান।
স্বীকৃতি চান না, প্রশংসা চান না—
শুধু চান সবাই ভালো থাকুক।

যখন বাবা-মা দুজনেই বয়সের ভারে নুয়ে পড়েন,
তখন সন্তান ভাবে মা অন্তত ঘরের কাজে লাগেন,
কিন্তু বাবাকে বলে “বয়স হয়েছে, এখন আর কিছুই করতে পারেন না।”

হয়তো বাবাই সংসারের সেই নীরব মেরুদণ্ড,
যিনি সামনে থাকেন না, কিন্তু তার কারণেই পরিবারটা দাঁড়িয়ে থাকে।

তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না,
তিনি ইচ্ছে করেই সামনে আসেন না—
কারণ তিনি জানেন, তার ভালোবাসা প্রমাণ করতে হয় না।

collected

বাস এক্সিডেন্ট pls দ্রুত পোষ্ট শেয়ার করুন 😭১ জন স্পর্ট ডেড (মৃত)  😭বরযাত্রীর বাস এক্সিডেন্ট এর যাত্রীগুলো আমার পাশের গ্র...
11/07/2025

বাস এক্সিডেন্ট pls দ্রুত পোষ্ট শেয়ার করুন 😭
১ জন স্পর্ট ডেড (মৃত) 😭
বরযাত্রীর বাস এক্সিডেন্ট এর যাত্রীগুলো আমার পাশের গ্রাম আটপাড়া মনসুরপুর, শিমুলতলা, ইছাইল গ্রামের সবাই তাঁদের পাশে দাঁড়ান প্লিজ😭😭😭

ঘটনা স্থল: নেত্রকোনা মৌগাতি

অনেক আহত হয়েছে দ্রুত হাসপাতালে নিয়ে যান প্লিজ পোস্ট শেয়ার করুন 😭
Follow ইমানের আলো

তুমি যেদিকেই ফিরবে সেদিকেই আল্লাহ তা'আলা আছেন। ❤️
09/07/2025

তুমি যেদিকেই ফিরবে সেদিকেই আল্লাহ তা'আলা আছেন। ❤️

মা ❤️😌
07/07/2025

মা ❤️😌

ভালোবাসি “মা” ❤️😌🤗
07/07/2025

ভালোবাসি “মা” ❤️😌🤗

🌸🦋Alhamdulillah ☝️🖤
07/07/2025

🌸🦋
Alhamdulillah ☝️🖤

"ঘুম থেকে উঠে দেখি, বন্ধু সারারাত ঘুমায়নি — এখনো পড়ছে!জিজ্ঞেস করলাম, 'ঘুমাসনি?'ও শান্ত গলায় বললো, 'হ্যাঁ, ঘুমিয়েছি... টে...
07/07/2025

"ঘুম থেকে উঠে দেখি, বন্ধু সারারাত ঘুমায়নি — এখনো পড়ছে!
জিজ্ঞেস করলাম, 'ঘুমাসনি?'
ও শান্ত গলায় বললো, 'হ্যাঁ, ঘুমিয়েছি... টেবিলেই।'
হয়তো আপনি এখন পড়ছেন না, কিন্তু এভাবেই কেউ কেউ অমানবিক পরিশ্রম করে প্রতিদিন এক ধাপ এগিয়ে যাচ্ছে।"
লেখাটি সংগৃহীত

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইমানের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share