ইমানের আলো

ইমানের আলো আসসালামু আলাইকুম
-ভাইয়া/আপু🌸
-আমার এই ছোট পেজটিতে ঘুরে আসার আমন্ত্রণ রইল। ভালো লাগলে 𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 দিয়ে পেজটির সাথে থাকবেন। ধন্যবাদ🖤 ❤️‍🩹।।।,,,

ময়মনসিংহ টাউনহলে গত ১৭ তারিখ রাতে বৃষ্টিতে ২ বাচ্চা নিয়ে শুয়ে ছিলো এক মা। ময়মনসিংহ এবং ময়মনসিংহের বাহিরে অনেক মানুষের নজ...
19/09/2025

ময়মনসিংহ টাউনহলে গত ১৭ তারিখ রাতে বৃষ্টিতে ২ বাচ্চা নিয়ে শুয়ে ছিলো এক মা। ময়মনসিংহ এবং ময়মনসিংহের বাহিরে অনেক মানুষের নজরে এসেছে বিষয়টি।
অনেকে অনেক ভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন।

মূল বিষয় হচ্ছে, মহিলার স্বামী পাগল, আগে রিক্সা চালাতো এখন পাগল অবস্থায় ঘুরে ফিরে। মহিলার ২ ছেলে ১ মেয়ে বাচ্চা। বাড়ি মুক্তাগাছার চেচুয়া তে। ৩ ছেলে মেয়ে কে নিয়ে কষ্টে দিন রাত যাপন করতেছে।
গত ১৭ তারিখ রাতে একজন ওনাদের ছবি তুলে বিস্তারিত উল্লেখ করেন ফেসবুকে। সেই থেকে ব্যাপক সাড়া ফেলে সবার মনে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু যিনি দেশের বাহিরে থাকে ওনি পোস্ট টি দেখার পর আমাকে নক করে বিস্তারিত জানার চেষ্টা করে, এবং মহিলার সাথে বিস্তারিত কথা বলি যে, আপনাকে ব্যাবসা ধরিয়ে দিলে করতে পারবেন কি না?
ওনি ব্যাবসা করতে রাজি হয়।

ওনার ব্যাবসার জন্য, আজকে একটি

চায়ের ফ্যাক্স
ওজন মাপার মেশিন
চা পাতা
চিনি
লবঙ্গ
তেজপাতা
কালোজিরা কিনে দেওয়া হয়েছে।
এবং মহিলার জন্য জামা, বাচ্চাদের জন্য জামা কিনে দেওয়া হয়েছে।
আগামীকাল আরো কিছু বাজার করে দেওয়া হবে ইনশা আল্লাহ।

সমাজে প্রতিটি মানুষের বাঁচার অধিকার আছে, তাই এই ক্ষুদ্র চেষ্টা। এক আপুর যার মনে বাচ্চা এবং বাচ্চার মা কে দেখে মনে দাগ কেটেছে, এগুলো দেখার পরেই সবকিছু ম্যানেজ করা হয়।
ওনি যদি ব্যাবসায় ভালো করে তাহলে ওনাকে আরো কিছু সরঞ্জাম রক্তদানে আমরা ময়মনসিংহ থেকে কিনে দেওয়া হবে ইনশা আল্লাহ।
Cp

যৌবনে ছিলেন রূপসী, প্রাণবন্ত, স্বপ্নভরা এক নারী — নাসিমা বেগম।সুখের সংসার গড়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন স্বামীর ঘরে। ভেব...
19/09/2025

যৌবনে ছিলেন রূপসী, প্রাণবন্ত, স্বপ্নভরা এক নারী — নাসিমা বেগম।সুখের সংসার গড়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন স্বামীর ঘরে। ভেবেছিলেন, ভালোবাসা আর হাসিখুশিতে ভরে উঠবে দিনগুলো। কিন্তু জীবন তো সবসময় স্বপ্নের মতো হয় না।

অর্থনৈতিক সংকট, সংসারের টানাপোড়েন—সবকিছু সামলিয়ে সন্তানদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি। স্বামীও একদিন চলে গেলেন না-ফেরার দেশে। তখনো স্বপ্ন দেখতেন সন্তানদের নিয়ে—“ওরা একদিন আমার সুখ হবে।”

কিন্তু সেই সন্তানরাই যখন মাকে বোঝা ভাবলো, তখন ভেঙে পড়লো নাসিমার পৃথিবী।
৬৫ বছরের এক অসহায় মা—যাকে উলুবনের কাদার মধ্যে ফেলে রেখে গেল আপন রক্তের সন্তান!

দুদিন পর মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে পাওয়া গেলো।চোখে জল আসে, বুক ফেটে কান্না আসে—
👉 মা, যে আমাদের জন্য সবকিছু ত্যাগ করে,
👉 মা, যে আমাদের জন্ম দিয়ে বড় করেছেন,
👉 মা, যাকে ছাড়া পৃথিবী কল্পনা করা যায় না—
সেই মাকে আমরা কীভাবে ফেলে আসতে পারি?

♡
19/09/2025

নতুন বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাওনের সময় রোড এক্সিডেন্টে করে মৃত্যুবরণ করেন জামাইইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ...
18/09/2025

নতুন বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাওনের সময়
রোড এক্সিডেন্টে করে মৃত্যুবরণ করেন জামাই
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🥲 😭
Follow ইমানের আলো

Big dream.🤍
18/09/2025

Big dream.🤍

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছ...
18/09/2025

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)। মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম। বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না। এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম। কিন্তু যেই-সেই। মহিলার কোনো সাড়া-শব্দ নেই। আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।
আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না। দিবেন?
মহিলা বললো, না না। আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না। ও আমারে থুইয়া থাকা পারবো না।

হে আল্লাহ, পৃথিবীতে এমন অসংখ্য লোক আছে যাদের তুমি এভাবে না রাখলেও পারতে। তাছাড়া, এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শিখাতে চাও তাইবা আমরা কয়জনে শিখি? আল্লাহ, তুমি তাদেরকে ভালো রেখো।

Cp ইমানের আলো

আমি কিভাবে থাকবো! হে আমার সন্তান
18/09/2025

আমি কিভাবে থাকবো! হে আমার সন্তান

"নামাজের পথে মৃত্যু – এটি কোনো বেদনা নয়, বরং রবের কাছে ফিরে যাওয়ার মহৎ সম্মান।🌸হে আল্লাহ, আমাদের প্রবাসী ভাইকে শহীদের মর...
18/09/2025

"নামাজের পথে মৃত্যু – এটি কোনো বেদনা নয়, বরং রবের কাছে ফিরে যাওয়ার মহৎ সম্মান।🌸
হে আল্লাহ, আমাদের প্রবাসী ভাইকে শহীদের মর্যাদা দিন।"

✊✊✊
17/09/2025

✊✊✊

😅💔
17/09/2025

😅💔

Agree with him?
13/09/2025

Agree with him?

Address

Netrakona
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইমানের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share