75bangladesh.com

75bangladesh.com শোকের শক্তিতে এগিয়ে চলে...
খবরের অন্তরালের খবর বলে...

14/08/2025

আ"লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র-জনতার অবস্থান কী ঘটেছে?

14/08/2025

"ধানমন্ডি ৩২ এ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন যুবদলের নয়ন"

13/08/2025

পবিত্র কোরআন ছোঁয়ে প্রতারণা; বন্ধকী জমির টাকা আত্মসাৎ এর পায়তারা

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। পানির তলে মোমের বাতি বাও বাতাসে নিভেনা, বাবার নামে জিকির করলে ওজু গোসল লাগেনা। মাথায় ঝুপড়ি চুল রেখে এমন জিকিরে ফিকিরে গাঁজার নৌকা পাহারে চালিয়ে বনে গেছেন ফকির।

বাংলা বইকে জায়নামাজে পেচিঁয়ে পবিত্র কোরআন শরীফ ছোঁয়ে করেছে ভয়ঙ্কর প্রতারণা। এমন অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী বাদল ফকিরের বিরুদ্ধে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাদল ফকির ময়মনসিংহের চর নিলক্ষীয়া ইউনিয়নের বিজয় নগর গ্রামের বাসিন্দা। পীরালী বেশে পবিত্র কোরআন শরীফ অবমাননা করে পড়েছেন বিতর্কের মুখে। দফায় দফায় সালিস দরবার করে তার কাছ থেকে বন্ধকী জমির টাকা আদায় করতে ব্যর্থ হয়েছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবিষয়ে ভুক্তভোগী মোঃ এনামুল হক ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় বন্ধকী জমির টাকা আত্মসাৎ এর চেষ্টা ও মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, বাদল ফকিরের মা গত ৫ বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য জমি বন্ধক রেখে পার্শ্ববর্তী এনামুল হকের কাছে ২০ শতক জমি বন্ধক রেখে ১ লাখ ৬০ হাজার টাকা শর্ত সাপেক্ষে ধার নেয়। টাকা ফেরৎ দেওয়া পর্যন্ত জমির হালচাষ করবে মোঃ এনামুল হক। ধীরে ধীরে বাদল ফকির মাদকের সাথে জড়িয়ে নীতি নৈতিকতার অবক্ষয় হয়েছে। তার বাড়ীর পাশে উদ্রাঘরে চলে হরদম মাদকের আসর।

হঠাৎ বন্ধকী জমির টাকা ফেরৎ না দিয়ে বহিরাগত চিহ্নিত কিছু দুষ্কৃতিকারী সাথে নিয়ে দা লাঠির মহরা দিয়ে জোরপূর্বক বন্ধকী জমি নিজের দখলে নেয়।

সরেজমিনে গিয়ে বাদল ফকিরকে পাওয়া যায়নি। তবে তার মা-বাবা বক্তব্যে, বাদল ফকিরের টাকা ফেরৎ দেওয়ার বিষয়ে কোন সত্যতার প্রমান মিলেনি। টাকা দেওয়ার সময় পাশের ঘরের আমিনুল ইসলামকে প্রত্যক্ষ সাক্ষী মানা হয়েছে, তাৎক্ষনিক তাদের সামনে আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, টাকা লেনদেনের বিষয়ে আমি কিছুই জানিনা।

বাদল ফকিরের প্রতিবেশীদের সাক্ষাৎকারে টাকা ফেরৎ দেওয়ার কোন সত্যতা পাওয়া না গেলেও মাদকের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট উঠে এসেছে।

পবিত্র কোরআন শরীফ অবমাননা ও বহিরাগতদের মহরায় টাকা আত্মসাৎ করে জমি দখলে নেওয়ায় এলাকায় আলেম সমাজসহ স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে, বিরাজ করছে উত্তপ্ত পরিবেশ। যেকোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।

অভিযোগের তদন্তকারী এসআই কুমোদ লাল দে কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবীরুল ইসলাম আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন, সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা ওসি স্যারের কাছে উপস্থাপন করব। স্যারের সিদ্ধান্ত মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

13/08/2025

তবুও কেন বহাল তবিয়তে প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা?

পারিবারিক শিক্ষা থেকে অনিয়ম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলেও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সম্পুর্ন ব্যর্থ লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা।

জাল সনদে চাকুরীতে অভিযুক্ত প্রধান শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় অভিভাবকদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক ও এডহক কমিটির সভাপতি রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধানের কোন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি, বিভিন্ন প্রশ্নের উত্তরে ফুটে উঠেছে ছলচাতুরী আর মিথার বহিঃপ্রকাশ।

বিদ্যালয়ের কযেকটি দোকানে ভাড়া প্রধান শিক্ষকের বাবা বিদ্যালয়ের সাবেক রেক্টর ও চর নিলক্ষীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিক মাস্টারের লাঠিয়াল বাহিনীরা এখন পর্যন্ত ভোগদখল করে খাচ্ছে এ তথ্য এডহক কমিটির সভাপতির কাছে গোপন করেছেন প্রধান শিক্ষক, যা মতবিনিময় সভায় প্রাক্তন শিক্ষার্থী মাহমুদুল হাসান রাসেলের তথ্য উপস্থাপনে সত্যতা মিলেছে।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মহসিন আলম প্রধান শিক্ষকের জাল সনদে চাকুরিতে যোগদানের ডকুমেন্টস উপস্থাপন করেছেন যা তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহনে আস্বস্ত করেছেন এডহক কমিটির সভাপতি।

প্রধান শিক্ষক তাদের পারিবারিক দ্বন্দ্বে বিভিন্ন সময় শিক্ষার্থীদের অংশগ্রহনে মানববন্ধন করে থাকেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী দৈনিক নতুনসময় পত্রিকার ময়মনসিংহ ব্যুরো চীফ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বলের এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা, এক্ষেত্রে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের দিয়ে কোন প্রকার মানববন্ধন করাতে পারবেন না বলে নির্দেশ প্রদান করেছেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান।

বিদ্যালয় পরিচালনায় প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পার এহেন বিতর্কিত কর্মকাণ্ডে বিস্মিত হয়েছেন উপস্থিত অভিভাবকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সচেতন অভিভাবকদের মাঝে প্রশ্ন উঠেছে ছলচাতুরী, অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলে এখনো কেন বহাল তবিয়তে প্রধান শিক্ষক?

13/08/2025

লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি দায় চাপিয়ে এক শিক্ষকের বক্তব্যের প্রতিবাদে শিক্ষকদের প্রতি অভিভাবক নুর মোহাম্মদের ক্ষোভ প্রকাশ! অভিভাবকের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা।

শেরপুরের আকরামকে পি/টি/য়ে হ/ত্যা করেছে ভারত! ম/র/দেহ ফেরতের চেষ্টা
13/08/2025

শেরপুরের আকরামকে পি/টি/য়ে হ/ত্যা করেছে ভারত! ম/র/দেহ ফেরতের চেষ্টা

নালিতাবাড়ীতে অগ্রণী ব্যাংকের উদ্যোগে দেড় শতাধিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
13/08/2025

নালিতাবাড়ীতে অগ্রণী ব্যাংকের উদ্যোগে দেড় শতাধিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ

৬০ টাকা কেজির চাল খাদ্যবান্ধবে ১৫ টাকায় পাওয়া যাবে ; খাদ্য উপদেষ্টা
13/08/2025

৬০ টাকা কেজির চাল খাদ্যবান্ধবে ১৫ টাকায় পাওয়া যাবে ; খাদ্য উপদেষ্টা

তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৩০
13/08/2025

তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৩০

শুধু শাস্তি দিয়ে দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয় : দুদক চেয়ারম্যান
13/08/2025

শুধু শাস্তি দিয়ে দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয় : দুদক চেয়ারম্যান

৬টার পর সচিবালয়ে অবস্থান করা যাবে না, মিছিল-সমাবেশ নিষিদ্ধ
13/08/2025

৬টার পর সচিবালয়ে অবস্থান করা যাবে না, মিছিল-সমাবেশ নিষিদ্ধ

13/08/2025

ময়মনসিংহে প্রাইভেট-ক্লিনিক ডায়গনোস্টিক সেন্টারে র‌্যাবের অভিযান

সুত্রঃ সময় টিভি

Address

২নং স্ট্রিট কর্পোরেশন
Mymensingh
২২০০

Alerts

Be the first to know and let us send you an email when 75bangladesh.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 75bangladesh.com:

Share

Category