
17/06/2025
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:(i) চলো কোথাও একটু ঘুরে আসি।(ii) ট্রেনটা এখনই এসে পড়বে।(iii) নদীর বুকে চর জেগেছে।(iv) এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না।(v) বিপদ কখনও একা আসে না।(vi) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়।(vii) আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে।(viii) হে বন্ধু, বিদায়।
Visit the post for more.