চিরকুট মহল

চিরকুট মহল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চিরকুট মহল, Mymensingh.
(3)

:)^°
~🌼🤍 পরিচয় গোপন রেখে মনের সুপ্ত অনুভুতি প্রিয় মানুষের কাছে জানাতে চিরকুট মহলে নক করুন 🤍🌼~
:)^°



🌼°^(:𝗗𝗼 𝗙𝗼𝗹𝗹𝗼𝘄:)^°🌼
🖤🍁

 #রিপ্লাই_চিঠি 💌🌼💌 #চিঠি_নং_২২💌এই যে অচেনা মানবী,আপনার চিঠিটা ছোট হলেও মনে হয় এটা যেন এক দীর্ঘ উপন্যাসের মতো। যেখানে সত্...
15/10/2025

#রিপ্লাই_চিঠি 💌🌼
💌 #চিঠি_নং_২২💌

এই যে অচেনা মানবী,

আপনার চিঠিটা ছোট হলেও মনে হয় এটা যেন এক দীর্ঘ উপন্যাসের মতো। যেখানে সত্যি আর কল্পনা মিলেমিশে এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। পড়তে পড়তে মনে হচ্ছিল, আপনি হয়তো সত্যিই ভিন গ্রহের কেউ… যিনি নিজের মনের ভাষাটা পৃথিবীর ভাষায় প্রকাশ করতে জানেন না, কিন্তু অনুভূতির ঢেউ দিয়ে বুঝিয়ে দেন।

এইযে হৃদয় হরিণী!

হৃদয়ের ডোরে যতনে বেঁধেছি তোমায়,
থেকে যাও আমার ভবের শহরে,
আমি নাহয় এক কাঙাল বেশে,
তোমার মোহেই রয়ে যাব অনন্তকাল!!

এই যে 'চন্দ্র মল্লিকা'

আপনার টাইপিং স্পিড স্লো নাকি হৃদয়ের খুব গভীর থেকে লেখার জন্য এতো দেরি হলো এতো সুন্দর একটা হৃদয় স্পর্শী চিঠি দিতে.?

ওগো অপরিচিতা'

আপনি এতো অল্প সময়ে আমাকে প্রিয় বলে সম্ভোধন করলেন! জানেন আজ পর্যন্ত কেউ বলেনি আমি তার প্রিয় মানুষ ❤️‍🩹 কারো পছন্দের শীর্ষ তালিকায় আমি কখনো নিজের নাম লেখাতে পারিনি!যখন'ই ভেবেছি না এই মানুষটা আমাকে ভালোবাসে, ঠিক তখনই তারা আমাকে ভুল প্রমাণ করেছে!এই জীবনে এত মানুষ আসলো আবার শীতের কুয়াশার মতো হারিয়ে গেল!☺️❤️‍🩹

কে তুমি?---
তুমি কি চম্পক-কলি?
গোলাপ মতি
তুমি কি মল্লিকা যুথী ফুল্ল কুমুদিনী?তুমি কি সন্ধ্যার তারা, সুধাংশু সুধা-ধারা
পারিজাত পুষ্পকলি
বিশ্ব বিমোহিনী
অথবা শিশির স্নাতা, অর্ধস্ফুট, অনাঘ্রাতা
প্রণয়-পীযূষ ভরা, সোনার নলিনী!তুমি কি বসন্ত-বালা, অথবা প্রেমের ডালা,
প্রাণের নিভৃত কুঞ্জ,
তুমি কি আমার সেই
হৃদয়-মোহিনী?
সেই যদি,--কেন দূরে? এস, এই হৃদি-পুরে
এস' প্রিয়ে প্রাণময়ী,
এস' সুহাসিনী!

আপনি ভিন গ্রহের মানুষ হোন বা পৃথিবীর, আপনার চিঠি আমার মনকে আপনার গ্রহে আকৃষ্ট করছে। যেখানে একাকীত্বও সুন্দর লাগে। আর হ্যাঁ, আপনার গ্রহের ঠিকানা দিতে ভুলবেন না কিন্তু ....

ইতি
চিরকুট মহল 💌

🌸 পরিচয় গোপন রেখে মনের সুপ্ত অনুভূতি প্রিয় মানুষের নিকট পাঠিয়ে দিন আমাদের মাধ্যমে 💌🕊️

💌 #চিঠি_নং_২১💌প্রিয়, চিরকুট মহল🥰❤️আমার হৃদয়ের অন্তঃস্থলের ভালোবাসা নিও💝🥀। হঠাৎ এক ঝড়ো বাতাসের মতোই তোমার সাথে আমার দে...
15/10/2025

💌 #চিঠি_নং_২১💌

প্রিয়, চিরকুট মহল🥰❤️
আমার হৃদয়ের অন্তঃস্থলের ভালোবাসা নিও💝🥀। হঠাৎ এক ঝড়ো বাতাসের মতোই তোমার সাথে আমার দেখা 🥰🥀 প্রথম আলাপন🥰😘। তুমি মানো আর নাইবা মানো ☺️🌺 আমি তোমাকে আমার প্রিয় একজন হিসেবেই মানি😍🌷। হয়তো বা হাজার কথা হয় নি😊🌹 হয়তোবা একসাথে চলা হয় নি 😊🌹 তবুও তুমি আমার সেই প্রিয় একজন টাই🥰🌷। আবার হয়তো কথা হবে কোনো এক নিরলস বিকেল এর আভায় 🤗💜 সেদিন এর অপেক্ষায় রইলাম 🥰🤗 সম্ভব হলে খুঁজে নিও এই আমায়🤗😊☺️🌷
ইতি ,,,
তোমার অপরিচিতা🤗🥰
💝💝🥀P💝💝🥀

🌸 পরিচয় গোপন রেখে মনের সুপ্ত অনুভূতি প্রিয় মানুষের নিকট পাঠিয়ে দিন আমাদের মাধ্যমে 💌🕊️

💌 #চিঠি_নং_২০💌প্রিয় শিউলি🌸   প্রথমেই জানাই তোমায় শরতের সকালের মৃদু হাওয়ার সাথে শিউলি ফুলের মিষ্টি সুবাস🪶   শরতের আকাশের ...
14/10/2025

💌 #চিঠি_নং_২০💌

প্রিয় শিউলি🌸
প্রথমেই জানাই তোমায় শরতের সকালের মৃদু হাওয়ার সাথে শিউলি ফুলের মিষ্টি সুবাস🪶

শরতের আকাশের মতো আমার মনের অবস্থা। তোমার অনুপস্থিতিতে বিষন্নতায় ঘেরা আমার মনের আকাশ🌧️বিষন্নভরা দুঃখ গুলো মাঝে মাঝে বৃষ্টি হয়ে ঝরে পরে আমার দুটি আঁখি দিয়ে😥

মাঝে মাঝে মনের মধ্যে এক অজানা কারনে একটা রোদের টুকরো ঝলমল করে উঠে🥰 মনে হয় এই তো আর কিছু দিন_আমি তোমায় দুচোখ ভরে দেখতে পাব। মাঝে মাঝে মনে হয় আমাদের এই দূরত্ব সুখের ছোয়া হয়ে নেমে আসুক ☺️

তোমাকে দেখব এটাই বা আমার কাছে কম কি। তোমার আমার দেখাটাই আমাদের প্রেমের পূর্ণতা হয়ে থাক। আমাদের এই দেখা টুকু হয়ে থাকবে বকুল ফুলের মতো। এই স্মৃতিটুকু মালা গেঁথে রেখে দিব আমার হৃদয় পটে_শুকিয়ে গেলেও গন্ধ ছড়াবে আজীবন।

পরিশেষে
দেখা হোক আমাদের কোনো এক ঝরা পাতার দেশে🍂

ইতি
তোমার প্রিয় বকুল 🌼

🌸 পরিচয় গোপন রেখে মনের সুপ্ত অনুভূতি প্রিয় মানুষের নিকট পাঠিয়ে দিন আমাদের মাধ্যমে 💌🕊️

💌 #চিরকুট_Post_No_19💌এই ছোট্ট জীবনে কিসের এতো দুঃখ আপনার.? জানেন তো ; এই সার্থপর দুনিয়ায় কেউ কাউকে দুঃখ পেতে দেখলে, তারা...
13/10/2025

💌 #চিরকুট_Post_No_19💌

এই ছোট্ট জীবনে কিসের এতো দুঃখ আপনার.? জানেন তো ; এই সার্থপর দুনিয়ায় কেউ কাউকে দুঃখ পেতে দেখলে, তারা আরো দুঃখ দিতে আসে,,,, আপনার এই দুঃখ টা প্রকাশ করতে দেখে আপনাকে দূর্বল মনে করে আরো বেশি দুঃখ দিবে 😅
এই ছোট্ট জীবনে সুখ -দুঃখ নিয়েই বাচতে হবে ❤️‍🩹তবে কেন দূঃখ নিয়ে এতো অভিযোগ!
দুঃখ থাকলে সেটা নিজের ভিতরেই রেখে এক ওপর ওয়ালার কাছেই প্রকাশ করেন 🙂 দেখবেন এটাতেই সান্তি।
আচমকা এরকম এক অদ্ভুত চিঠি পেয়ে অবাক হয়েছেন নিশ্চয়ই, আমাকে চিনবেন না,,, আপনার কমেন্ট টা দেখে একটু লেখতে ইচ্ছে হলো তাই লিখলাম,,,,
ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।।
আজ তবে আসি 🙂 টা টা 🤗
ভালো থাকবেন,,, সব সময় হাসি খুশি থাকবেন 🙂
ইতি
অপরিচিত

🌸 পরিচয় গোপন রেখে মনের সুপ্ত অনুভূতি প্রিয় মানুষের নিকট পাঠিয়ে দিন আমাদের মাধ্যমে 💌🕊️

~•{🌼 #চিরকুট_নং_১৮🌼}•~হাতে লেখা চিঠি 💌🌸 পরিচয় গোপন রেখে মনের সুপ্ত অনুভূতি প্রিয় মানুষের নিকট পাঠিয়ে দিন আমাদের মাধ্যমে ...
12/10/2025

~•{🌼 #চিরকুট_নং_১৮🌼}•~

হাতে লেখা চিঠি 💌

🌸 পরিচয় গোপন রেখে মনের সুপ্ত অনুভূতি প্রিয় মানুষের নিকট পাঠিয়ে দিন আমাদের মাধ্যমে #চিরকুট_মহল 🌸]

~•{🌼 #চিরকুট_নং_১৭🌼}•~প্রিয়......             আমি তোমাকে অনেক ভালোবাসি!তোমার হাঁসি তোমার কান্না তোমার রাগ তোমার অভিমান ...
12/10/2025

~•{🌼 #চিরকুট_নং_১৭🌼}•~
প্রিয়......

আমি তোমাকে অনেক ভালোবাসি!তোমার হাঁসি তোমার কান্না তোমার রাগ তোমার অভিমান অভিযোগ সব কিছুই আমার কাছে স্পেশাল!😌
আমি তোমার সাথে যেনে না জেনে অনেক ভুল করেছি আমাকে মাফ করে দিও! তুমি মাফ না করলে আমি কোথায় যাবো? তুমি আমাকে গুছিয়ে তোমার বুকে রেখে দাও প্রিয়.....
অগোছালো জীবন টাকে গুছালো করতে একটা তুমিইইই যথেষ্ট!
অনেক ভালোবাসি তোমাকে প্রিয়.......

🌸 পরিচয় গোপন রেখে মনের সুপ্ত অনুভূতি প্রিয় মানুষের নিকট পাঠিয়ে দিন আমাদের মাধ্যমে #চিরকুট_মহল 🌸]

12/10/2025

𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵🌼🤍

~•{🌼 #চিরকুট_নং_১৬🌼}•~প্রিয় বাবা😅আমি তোমার অকৃতজ্ঞ ছেলেটা যাকে তুমি একলা করে রেখে চলে গেছো,😭বয়স যখন ৭+৮ তখন থেকেই তোমা...
12/10/2025

~•{🌼 #চিরকুট_নং_১৬🌼}•~
প্রিয় বাবা😅

আমি তোমার অকৃতজ্ঞ ছেলেটা যাকে তুমি একলা করে রেখে চলে গেছো,😭

বয়স যখন ৭+৮ তখন থেকেই তোমার শূন্যতা বুঝতে পারতাম তবে বুঝেও বুঝতাম না 😭😭

আর এখন আমি যখন বড় হয়ে গেছি তোমাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা রাতে প্রতিবার খাবারের নোকমা তে চোখের পানি দিয়ে মনে পড়ে 😭

যদিও কখনোই তোমাকে দেখা হয়নি, তোমার ভালোবাসা পাওয়া হয়নি,
তাও তোমার কথা মনে পড়ে সব সময় মনে হয় এই বুঝি আমার বাবা আমার সামনে।

যানো বাবা যখন দেখি অন্যের বাবারা তাদের সন্তান কে বুকে টেনে নিচ্ছে যখন আমার বুকটা ছিঁড়ে কলিজাটা দরপর করে আমি কিছুই করতে পারি না,
তবে কান্না করে মনের কষ্ট দূর করি,

বাবা তুমি যেখানেই থাকো যেমনি থাকো তোমার জন্য দোয়া করি ভালো থেকো 😭😭

MISS YOU BABA 😭

🌸 পরিচয় গোপন রেখে মনের সুপ্ত অনুভূতি প্রিয় মানুষের নিকট পাঠিয়ে দিন আমাদের মাধ্যমে #চিরকুট_মহল 🌸]

১০০ টা মেসেজ? না একটা চিঠি?আমি চোখ বন্ধ করে ১ টা চিঠি ই নিবো! ১০০ টা মেসেজ এর চেয়ে এক পেইজের একটা চিঠির দাম আমার কাছে বে...
11/10/2025

১০০ টা মেসেজ? না একটা চিঠি?

আমি চোখ বন্ধ করে ১ টা চিঠি ই নিবো! ১০০ টা মেসেজ এর চেয়ে এক পেইজের একটা চিঠির দাম আমার কাছে বেশি। চিঠি তে খুব করে আবেগ প্রকাশ করা যায়। চিঠি বারবার পড়তে ভালো লাগে অনেক। চিঠি লিখতেও শান্তি,চিঠি পাইতেও শান্তি! চিঠি একটা ভালোবাসা!❤️

~•{🌼 #চিরকুট_নং_১৫🌼}•~প্রিয় শামি,স্বর্ণের দাম বেড়ে গেসে এজন্য হয়ত ভয়ে আপনি আমাকে বিয়ে করতে আসছেন না। আমার স্বর্ণ লা...
11/10/2025

~•{🌼 #চিরকুট_নং_১৫🌼}•~
প্রিয় শামি,

স্বর্ণের দাম বেড়ে গেসে এজন্য হয়ত ভয়ে আপনি আমাকে বিয়ে করতে আসছেন না। আমার স্বর্ণ লাগত না আপনিই আমার স্বর্ণ। আমি বউ সেজে বসে আছি আপনি পালকি নিয়ে আসেন।

ইতি,
আপনার ঝগরাইট্টা বউ😒

🌸 পরিচয় গোপন রেখে মনের সুপ্ত অনুভূতি প্রিয় মানুষের নিকট পাঠিয়ে দিন আমাদের মাধ্যমে #চিরকুট_মহল 🌸]

~•{🌼 #চিরকুট_নং_১৪🌼}•~শুধু চিঠি চিঠি করি; এর কারণ হলো - আমার মন মাসিকতা অনেকটা ৯০ দশকের সেই চিঠির যুগের মতো 😌চিঠি লিখতে ...
11/10/2025

~•{🌼 #চিরকুট_নং_১৪🌼}•~

শুধু চিঠি চিঠি করি; এর কারণ হলো - আমার মন মাসিকতা অনেকটা ৯০ দশকের সেই চিঠির যুগের মতো 😌
চিঠি লিখতে পারি না তেমন কিন্তু লেখার চেষ্টা করি,,,,, আবার কেউ দেয় ও না আমাকে চিঠি,,, 😓
চিঠি পেতেই ভালো লাগে আমার ✉️🕊️আজকাল কার ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের যুগে ঠিক চিঠির আবেগ বোঝানো যাবেনা। এখন মানুষ প্রয়োজনীয় লেখা টুকুও কাগজে লিখতে চাইনা মোবাইল এ টাইপ করে ....সেখানে হাতে লেখা চিঠি তো দূরের কথা ।আসলে চিঠির যুগটা এখন আর নেই আমাদের, এতো মধুর একটা মাধ্যম হারিয়ে গেছে হাজারো মাধ্যমের ভীড়ে । চিঠি শুধু একটা কাগজের টুকরায় লেখা কয়েকটা বাক্য না। চিঠিতে থাকে আবেগ, হাজারো অনুভূতি আর অপেক্ষা। কারো কাজল চোখের জল, অপেক্ষার প্রহর শেষ হওয়ার ব্যাকুলতা, চিঠিতে জড়িয়ে থাকে প্রিয় মানুষের গন্ধ, স্পর্শ।
চিঠি একটা আবেগ।
চিঠিতে যত গভীরভাবে মনের ভাব প্রকাশ করা যায় আর কিছুতে বোধহয় যায়না।।💌

মুলত এসব কারণেই আমার চিঠি দিতে/পেতে ভালো লাগে 😌💌

🌸 পরিচয় গোপন রেখে মনের সুপ্ত অনুভূতি প্রিয় মানুষের নিকট পাঠিয়ে দিন আমাদের মাধ্যমে #চিরকুট_মহল 🌸]

~•{🌼 #চিরকুট_নং_১৩🌼}•~দীর্ঘ চিঠি,লিখতে ইচ্ছা করে না।হাত থামিয়ে বার বার চোখের পানি মুছতে হয়।কয়েক ফোঁটা হয়ত গাল বেয়ে পড়ে ড...
11/10/2025

~•{🌼 #চিরকুট_নং_১৩🌼}•~
দীর্ঘ চিঠি,
লিখতে ইচ্ছা করে না।
হাত থামিয়ে বার বার চোখের পানি মুছতে হয়।কয়েক ফোঁটা হয়ত গাল বেয়ে পড়ে ডায়েরির পৃষ্ঠা গুলোতে।অথচ আমার দীর্ঘ চিঠিগুলোতে থাকবে না তোমার নাম,তোমার ঠিকানা।
তুমি নামক মানুষটা আজ বড্ড অপরিচিত।নাম,ঠিকানা দেয়াও বারণ।অথচ তোমাকে ভালোবাসার কারণ আমি আজও জানি না।যেমন তুমি এখন আর জানো না আমি তোমায় ভালোবাসি, তেমনি আমিও এই ভালোবাসার কারণ খুঁজে পাইনি।বিচ্ছেদের এত সময় পার হয়েছে,তাও আমার ভালোবাসা আজীবনের মতন তোমার কাছেই থাকলো🙂

🌸 পরিচয় গোপন রেখে মনের সুপ্ত অনুভূতি প্রিয় মানুষের নিকট পাঠিয়ে দিন আমাদের মাধ্যমে #চিরকুট_মহল 🌸]

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিরকুট মহল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share