Nishi’s Diary

Nishi’s Diary হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"�
অর্থাৎ:-আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট �ヅ

09/04/2025

তারপর সেল্ফ রেসপেক্টের কথা ভেবে আপনার কাছে আর এক্সপেক্টেশন রাখলাম না। আপনার অজান্তেই অভিযোগের সকল বার্তা ডাক বাক্স থেকে উঠিয়ে নিলাম। ভালো থাকুন।

09/04/2025

যেদিন থেকে মা আর মাথায় হাত বুলিয়ে দেয় না মূলত সেদিন থেকেই আমি বড় হয়ে গেছি।😅

09/04/2025

ভালো দিনগুলো যেন কোনো নিষ্ঠুর পরিহাস। তারা আসে, আমার হৃদয়ে আশার প্রদীপ জ্বালায়, তারপর হঠাৎ নিভে যায়—আমাকে শূন্যতার অতল গহ্বরে ফেলে দিয়ে। আমি তাই সুখকে স্পর্শ করতে সাহস পাই না, কারণ আমি জানি, এর মূল্য আমাকে বিষণ্নতার দীর্ঘ বন্দিত্ব দিয়ে চুকাতে হবে।

সুখ আমার কাছে কোনো আশীর্বাদ নয়, বরং এক নিষ্ঠুর প্রতিশ্রুতি—যে প্রতিবারই আমাকে আশা দেখিয়ে আরও গভীর অন্ধকারে ফেলে দেয়। তাই ভালো দিন এলেও আমার ভয় হয়, কারণ আমি জানি, তার পরেই শুরু হবে অপেক্ষারত বিষাদের উনত্রিশটি দীর্ঘ রাত।

09/04/2025

আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দেবে!
চাপে পড়ে সবকিছু মানতে মানতে একসময় দেখবেন,সবাই ঠিকঠাক আছে কিন্তু আপনি আর সেই আপনি নেই!

সবশেষে সমাপ্তি টা এরকমই হয় যে- যাদের জন্য নিজেকে এত পরিবর্তন করবেন,
ঠিক তারাই আপনাকে দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে যে আপনার এত কিছুর কোনো মূল্যই নেই তাদের কাছে।🖤

09/04/2025

মায়াবতী, তুমি মুক্তি চেয়েছিলে নিরন্তর...
আমি? আমি তো বাঁধন চেয়েছিলাম অবিরাম।
তোমার ডানায় ছিলো আকাশের টান,
আর আমার হৃদয়ে ছিলো মাটির বন্ধন।

19/12/2024

খারাপ ব‍্যবহার করে দূরে সরায় বারবার, তাই বলে ভেবো না অন্তরে রাখি না তোমায়!☺

কথা হলেও তুমি আমার কথা না হলেও তুমি শুধুই আমার!😊

19/12/2024

যোগাযোগ নেই, আবার অভিযোগও নেই! তবুও দোয়া করি সে যেন ভালো থাকে! যার খারাপ থাকার কারণ ছিলাম আমি!

19/12/2024

কি দরকার মানুষের?

মানুষের দরকার একটা মানুষ যাকে "Home in a person" বলা যায়। যার কাছে সব কথা বলা যায়। যার কাছে কাঁদা যায়, প্রচন্ড মন খারাপে যার কাছে দৌঁড়ে যাওয়া যায়, যাকে কোনো কারণ ছাড়াই জড়িয়ে ধরা যায়, যাকে দেখলেই ঠোঁটে হাঁসি ফোটে, যে চোখের ভাষা বোঝে, যে মন বোঝে, মন খারাপ বোঝে, যে প্রয়োজন বোঝে, যে কষ্ট বোঝে, যে কখনো ছেড়ে যাবে না।

এমন মানুষই মানুষের দরকার।
শুধু এমন একজনই দরকার।
© last chapter

29/11/2024

চোখের সামনে তরতাজা বাপ বুড়ো হচ্ছে, মায়ের চা'মড়ায় ভাজ পরতাছে, আপন মানুষের সঙ্গে দূরত্ব বাড়ছে, বন্ধুরা দূরে সরে যাচ্ছে। দায়িত্ব কাঁধে ভর করতেছে, একা হয়ে যাচ্ছি। এই হাসি, এই কান্না। হুটহাট মন খারাপ। ডি'প্রে'শন। বাস্তবতা শরীর থেকে ঘাম বের করছে। জীবন কোথায় নিয়ে যাচ্ছে আমি জানিনা, একদমই জানিনা। 💔

28/11/2024

গাজওয়াতুল হিন্দের জন্য মেয়েদের জন্য প্রস্ততি....!!❤️‍🩹
রক্ত দেখে একদম ভয় পাওয়া চলবে না।এখন থেকেই প্রস্ততি গ্রহণ করুন।তেলাপোকা দেখে ভয় পাবেন কেন আপনি..!? আত্মরক্ষা করার জন্য মনে সাহস আনুন।প্রয়োজনে বাসায় মুরগি জবাই দেন।একজন দ্বীনি মুজাহিদা হিসেবে নিজেকে গড়ে তুলুন।
এখনই সময় প্রতিবাদ করার।
আমাদের বিজয় হবেই ইনশাআল্লাহ...!! ✊❤️‍🩹

হয়তো শ|রিয়|হ, নয়তো শ|হ|দাত। এই দ্বীন আমার, এই জমিনও আমার!©️
28/11/2024

হয়তো শ|রিয়|হ, নয়তো শ|হ|দাত।
এই দ্বীন আমার, এই জমিনও আমার!
©️

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nishi’s Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share