Dreamers of 71

Dreamers of 71 আগেই ভালো ছিলাম ✊

এই পেজটি পাকিস্তান এবং বাংলাদেশ থেকে পরিচালনা করা হচ্ছে যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে বিভ্রান্ত তৈরি করছে।  https://www.f...
24/06/2025

এই পেজটি পাকিস্তান এবং বাংলাদেশ থেকে পরিচালনা করা হচ্ছে যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে বিভ্রান্ত তৈরি করছে।
https://www.facebook.com/share/p/15UyHKMEgu/?mibextid=oFDknk

ভারতের দালাল কারা দেখেন😶
23/06/2025

ভারতের দালাল কারা দেখেন😶

19/05/2025

বৈষম্যবিরোধী ব্যানারে কিছু ব্যক্তি ধানমন্ডিতে একটি বাড়িতে ডা/কা/তি করতে গেলে, পুলিশ তাদের বাধা দেয়। তখন তারা পুলিশের প্রতি হু/ম/কি/স্বরূপ আচরণ করতে থাকে এবং দাবি করে যে, যাদের বাড়িতে ডা/কা/তির চেষ্টা হয়েছিল, তারাই নাকি দোষী। তাদের গ্রেপ্তারের জন্য চাপ দিতে থাকে।
পুলিশ প্রথমে বিষয়টি শান্তভাবে মীমাংসার চেষ্টা করে এবং অনেক সময় ধরে তাদের বোঝাতে থাকে। এ সময় তারা নিজেদের একজন ‘ছাত্র’ বলে পরিচয় দেয়। কিন্তু পুলিশের বারবার সতর্কতা সত্ত্বেও তারা তর্কে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায়, পুলিশ তাদের গ্রেফতার করে।

18/05/2025

same same but difference 🫤🥒🫦

আওয়ামী লীগ পার্টি অফিস দখলমুক্ত করেছে যুবলীগ।
18/05/2025

আওয়ামী লীগ পার্টি অফিস দখলমুক্ত করেছে যুবলীগ।

18/05/2025

জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির মালামাল গোপনে সরানোর সময় দুই জামায়াত নেতাকে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। শনিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার বালিজুড়ি বাজারে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

18/05/2025

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য যদি নুসরাত ফারিয়াকে আটক করা হয় তাইলে বঙ্গমাতার চরিত্রে অভিনয়ের জন্য তিশাকে কেন আটক করা হচ্ছে না???

নুসরাত ফারিয়ার নিঃশর্ত মুক্তি চাই।

চট্টগ্রামের সমন্বয়ক লিজারে বহিষ্কার করে দিলো🫦
17/05/2025

চট্টগ্রামের সমন্বয়ক লিজারে বহিষ্কার করে দিলো🫦

17/05/2025

ইউনুস কি খ্রিষ্ট ধর্ম ত‍্যাগ করে আবার ইসলাম ধর্মে ফিরে এসেছেন? যদি এখনো খ্রিষ্ট ধর্ম ত‍্যাগ না করে থাকেন তাহলে মাথায় টুপি পড়ে ঈদগাহ মাঠে হাজির হয়েছিলেন কেন?

প্রফেসর ইউনূস ১৯৭০ সালে খ্রিষ্ট ধর্মাবলম্বী রুশ তরুণী ভেরা ফরোস্টেনকো কে প্রথম বিয়ে করেন। বিয়ের সময় ইউনুস ইসলাম ধর্ম ত‍্যাগ করে খ্রিষ্ট ধর্ম গ্রহন করেছিলেন এবং ঐ সময় তার নাম থেকে মুহাম্মদ শব্দ টি বাদ দিয়েছিলেন।

ইউনুসের মেয়ে মনিকা জন্মসূত্রে একজন খ্রিষ্টান নাগরিক ।বিদেশী নাগরিকত্ব ও রাশিয়ান ডোনারদের কাছ থেকে বিপুল পরিমাণের অর্থ ভাগিয়ে নেওয়ার উদ্দেশ্য ইউনুস ভেরা ফরোস্টেনকো কে বিয়ে করে খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেছিলেন। যদিও স্বার্থ উদ্ধার হওয়ার পর ইউনুস তার প্রথম স্ত্রী কে ডিভোর্স দেন।

পরবর্তীতে আফরোজী ইউনুস নামে ভারতীয় এক মহিলাকে বিয়ে করেন। যদিও জনগণের কাছে ভারত বিদ্বেষী কথাবার্তা বলে মানুষের মগজ ধোলাই করার চেষ্টা করেন অথচ ভারতকে শশুরবাড়ী বানিয়েছেন। ইঊনুস পরিবারের সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ড. কলিমুল্লাহ সাহেব গতকাল একটি টকশো তে ইউনুসের ধর্ম নিয়ে প্রশ্ন তোলায় আমার মনে কিছুটা কৌতূহল জাগলো। তাই অনলাইন ঘাটাঘাটি করে এই বিষয়ে কিছু তথ‍্যও পেলাম।

ইসলাম ধর্ম ত‍্যাগ করে খ্রিষ্ট ধর্মে যোগ দেওয়ার বিষয়টি ইউনুসের গ্রামের লোকজন, আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই জানতো।

বাংলাদেশের মানুষের কাছে ঐ সময় ইউনুস কোন আলোচনার বিষয় না থাকায় ব‍্যাপার টি মানুষের নজরে আসে নি।

কিন্তু বর্তমানে ড. ইউনুস অবৈধ হলেও একটি মুসলিম রাষ্ট্রের প্রধান এবং আন্তর্জাতিক খেলোয়াড়! এছাড়া জামায়াতীরা ইউনুস কে বিশ্বের প্রভাবশালী মুসলিম হিসেবেও দাবি করে থাকেন!

এছাড়া জামায়াতী বুদ্ধিজীবী (কবুতরের বিষ্টা দিয়ে করোনা ভাইরাসের ভ‍্যাকসিন আবিস্কার করে যিনি সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিয়েছিলেন) সেই ছাতা বিজ্ঞানী কাজী ইব্রাহিম হুজুর কিছুদিন আগে প্রফেসর ইউনুস কে নবী দাবি করে বলেছেন, ইউনুস আল্লাহর পাঠানো নবুয়ত প্রাপ্ত শাসক এবং তার পদত‍্যাগ দাবি করা সম্পূর্ণরূপে হারাম। ( নাউজুবিল্লাহ )

সুতরাং নব‍্য নবুয়ত প্রাপ্ত ( নাউজুবিল্লাহ ) ও বিশ্বের প্রভাবশালী এই মুসলিম শাসক সত‍্যিকার অর্থেই কি একজন মুসলমান! নাকি খ্রিষ্ট ধর্মাবলম্বী সেটা জাতির বৃহত্তর স্বার্থে পরিস্কার হওয়া প্রয়োজন।

জুয়েল তালুকদার
সিডনি,অস্ট্রেলিয়া

16/05/2025

বোতল উপদেষ্টাকে নিয়ে মজা দাদাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রে/ফ/তার করা হোক।।

CNN

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর নতুন একটি ৭০০ মিটার 'রেল কাম রোড' সেতু নির্মাণ প্রকল্পে খরচ ধরা হয়েছে ১১ হাজার ৫...
16/05/2025

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর নতুন একটি ৭০০ মিটার 'রেল কাম রোড' সেতু নির্মাণ প্রকল্পে খরচ ধরা হয়েছে ১১ হাজার ৫৬০ কোটি টাকা! যার কিলোমিটার প্রতি ব্যয় প্রায় পদ্মা সেতুর সমান দাঁড়িয়েছে।

২০১৮ সালে এই সেতুর জন্য প্রস্তাবিত বাজেট ছিল মাত্র, এক হাজার ১৬৩ কোটি টাকা, যা অবিশ্বাস্যভাবে প্রায় ১০ গুণ বেড়েছে!

যারা ইনিয়ে-বিনিয়ে পদ্মা সেতুতে দুর্নীতির গন্ধ খুঁজতেন, এবার তাদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়!

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dreamers of 71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share