
10/12/2024
জীবনে ছোট ছোট সুখ খোঁজা অনেক গুরুত্বপূর্ণ...!
সেটা হতে পারে একটা ভালো বই,প্রিয় কবিতা অথবা একটা সুন্দর স্মৃতি! হতে পারে পছন্দের কোন ফুলের গন্ধ,সূর্যাস্ত বা সূর্যোদয়, বৃষ্টির একদম আগের মিষ্টি ঠান্ডা বাতাসটা কিংবা এক কাপ চা। আবার ধরুন নিজের একটা অ্যাচিভমেন্ট ই নাহয় সেলিব্রেট করলেন,সেটা যত ছোটই হোক।ছোট ছোট সুখ হতে পারে কিছু মিষ্টি কথাবার্তা কিংবা একটা আলিঙ্গন! হতে পারে বারান্দায় থাকা প্রিয় গাছটার সাথে কিছুক্ষণ গল্প করা, বৃষ্টির পর মাটির সোঁদা গন্ধ, ঝুম বৃষ্টিতে ছাদে ভিজতে চলে যাওয়া অথবা হতে পারে সেটা রাতে চাঁদ দেখতে দেখতে চাঁদের আলোয় একটু হাঁটা। আবার হুট করে আশপাশের কোন গাছ থেকে কোনো পাখির সুরেলা কথাবার্তা কানে ভেসে আসে,এটাও একটা সুখ। প্রিয় কারো জন্য কিছু একটা রান্না করা,একটা চিঠি লেখা কিংবা নদীর পাড়ে বসে ঢেউ দেখা,ঘাসের উপর শুয়ে নীল আকাশ দেখা,একটা শান্ত গাছের নীচে বসে একটু সময় কাটানো,এই সবই জীবনের আনন্দের ছোট ছোট টুকরো।এগুলো আমাদের প্রতিদিনের জীবনে হয়তো খুব বেশি বড় বা বিশেষ কিছু না,বরং নিছকই ছোট ছোট মুহূর্ত, কিন্তু কেন জানি অনেক বড় সুখের অনুভূতি এনে দেয়। এসব ছোট ছোট সুখ না থাকলে বোধহয় বাঁচা আরও মুশকিল হয়ে যেতো!💫