27/11/2024
দুঃখের নদী
※
আমি চেয়ে থাকি সেই জীবনবৃক্ষে—
যাকে ঘিরে আছে হাজারো দুঃখের কাঁটা
শুধু দেখতে চাই সেই সুখফুলকে—
যাকে পেয়ে জীবনবৃক্ষ একটু হাসি দিবে
ভুলে যাবে সারাজীবনের যুক্ত থাকা কাঁটার কথা
নতুন করে দেখবে একটু বাঁচার স্বপ্ন।
কখনো ঝঞ্ঝাবায়ু ডালপালা ভেঙে দিতে আসবে
দাঁড়িয়ে যাবে সেই ফুল, প্রতিবাদ করে যাবে অহর্নিশ
কখনো খুনসুটি,কখনোবা একটু অভিমান—
বাড়িয়ে দিয়ে যাবে সম্পর্কের মজবুতি!
যদিও—
জীবনবৃক্ষের পাশ দিয়েই বয়ে যায় দুঃখের নদী
বর্তমানের চেয়ে কাঁদিয়ে যায় ভুলে ভরা আদি
অগণিত মানুষ লেগে থাকে নদীকে সাগর বানাতে
এগিয়ে যাওয়ার ব্যত্যয় ঘটিয়ে পিছিয়ে দিতে
আসলে—
এসবের মাঝেই কাটে কাঁটাযুক্ত বৃক্ষের জীবন
সইতে হয় একে একে জন্ম থেকে মরণ।
আহমাদুল্লাহ আশরাফ ।। ২৭-১১-২০২৪