01/07/2025
আমি ৫২-র ভাষা আন্দোলন দেখিনি...
আমি দেখিনি ৬৯-এর গণঅভ্যুত্থান,
আমি দেখিনি ৭১-এর সেই রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ।
❌
কিন্তু আমি ২০২৪ সালের জুলাই-আগস্টের সেই বিপ্লব দেখেছি —
🥲 চোখের সামনে দেখেছি আশার মৃত্যু, আর জাগরণের সূচনা।
ভুলবার নয়...
আমি ভুলিনি, ভুলবোও না।
৭১ আমাদের শেকড়,
আর জুলাই আমাদের অনুপ্রেরণা।
🌺 জুলাই-আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি।
🤲 আল্লাহ যেন তাঁদের জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন।
#জুলাই_বিপ্লব #স্মৃতির_পাতা #শ্রদ্ধা #বাংলার_ইতিহাস #ভুলিনি_ভুলবো_না