28/06/2025
১০ বছর আগের প্রেম vs এখনকার প্রেম — আকাশ পাতাল ফারাক!
১০ বছর আগের প্রেম ছিল বাটন ফোনে কয়েক সেকেন্ডের কণ্ঠস্বর, হঠাৎ দেখা এক পলকে বুক ধড়ফড়।
চিঠি, ডায়েরি, লুকিয়ে কথা — ধরা পড়লে তো রক্ষা নাই!
বাবা-মার চোখে প্রেম ছিল 'অপরাধ'। লজ্জা, ভয়, সীমাবদ্ধতা ছিল — কিন্তু সেই প্রেমে একধরনের গভীরতা ছিল।
আর এখন?
হাতে স্মার্টফোন, সারারাত ভিডিও কল, ইনবক্সে মন খারাপের গল্প, একসাথে ঘোরা-ফেরা —
আর বাবা-মা? অনেকেই চুপ।
লাখ টাকা খরচ করে সন্তানকে মানুষ করছেন, অথচ সম্পর্কের নামে দিনরাত চলছে "ওপেন রিলেশনশিপ"।
ভালোবাসা কখনোই ভুল না —
কিন্তু ভালোবাসার নামে যখন দায়িত্বহীনতা আসে, লজ্জা-সংকোচ হারিয়ে যায়, তখন সেটা হয়ে যায় এক ধরনের "নেশা"।
যেমন একজন নেশাগ্রস্ত মানুষকে ফেরানো কঠিন, ঠিক তেমনই আবেগে অন্ধ প্রেম থেকেও ফেরানো কঠিন।
সব প্রেম মানেই খারাপ না —
তবে সম্পর্কের নামে যদি পরিবারের মান-সম্মান, ভবিষ্যতের চিন্তা সব ভুলে যাই —
তাহলে প্রশ্ন তুলতেই হয় —
এটা প্রেম, না বিপদ ডেকে আনা?
---
#সময়ের_প্রেম #সমাজের_চোখে #ভালোবাসা_না_নেশা #নতুন_প্রজন্ম #বিবেক_জাগাও