Labib

Labib বল বীর
বল উন্নত মম শির ✊
(1)

07/09/2025

“দাবায় রাখতে পারবা না”

06/09/2025

তুমি যে নূরেরও নবী প্রিয় মুহাম্মদ (সা:)

এক নজরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কিছু উন্নয়ন 1. পদ্মা সেতু2. মেট্রোরেল3. কর্ণফুলী টানেল4. এলিভেটেড এক্সপ্রেস...
02/09/2025

এক নজরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কিছু উন্নয়ন
1. পদ্মা সেতু

2. মেট্রোরেল

3. কর্ণফুলী টানেল

4. এলিভেটেড এক্সপ্রেসওয়ে

5. বঙ্গবন্ধু স্যাটেলাইট

6. রূপপুর পারমাণবিক কেন্দ্র

7. ডিজিটাল বাংলাদেশ

8. ঘরে ঘরে বিদ্যুৎ

9. ১০০ অর্থনৈতিক অঞ্চল

10. শিক্ষা উপবৃত্তি

11. নারীর ক্ষমতায়ন

12. মাতৃত্বকালীন ভাতা

13. ইউনিয়ন ডিজিটাল সেন্টার

14. গ্রামীণ সড়ক উন্নয়ন

15. সামাজিক নিরাপত্তা বেষ্টনী

16. কৃষি ভর্তুকি

17. ভ্যাকসিন কার্যক্রম (কোভিড)

18. কমিউনিটি ক্লিনিক

19. মাতৃমৃত্যু হার হ্রাস

20. গার্মেন্টস খাত সম্প্রসারণ

কত শত উন্নয়নের পরও যারা শেখ হাসিনাকে চায় না তারা নব্য রাজাকার, দেশের শত্রু। তারা দেশ কে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেশকন্যা দেশে ফিরে আসবেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন। আবার আগের মতো দেশ চলবে এবং ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলবেন।

পিঠ যখন দেয়ালে ঠেকে যায় প্রতিরোধ তখন আবশ্যক হয়ে ওঠে। গত বছর এ রকম সময় আওয়ামী লীগ মিছিল করতো বিএনপি-জামাতের নজর এড়িয়ে, লো...
02/09/2025

পিঠ যখন দেয়ালে ঠেকে যায় প্রতিরোধ তখন আবশ্যক হয়ে ওঠে।

গত বছর এ রকম সময় আওয়ামী লীগ মিছিল করতো বিএনপি-জামাতের নজর এড়িয়ে, লোকালয় থেকে দূরে। আমরা অপেক্ষা করেছি মব থামার জন্য, কিন্তু মব থামে নি। রাষ্ট্রও আমাদের নিরাপত্তা দেয় নি। এরপর যা করার আমরা তাই করছি।

আমাদের মিছিলের সামনে, পেছনে ও আশেপাশে এখন তিন স্তরের নিরাপত্তা বলয় থাকে। কোনো জঙ্গী মব করতে আসলে মবের বিপরীতে ভবের মার দেওয়ার প্রস্তুতি থাকে। আমরা যুদ্ধে নেমেছি, যুদ্ধ মানে যুদ্ধ। পয়েন্ট অফ নো রিটার্ন।

আওয়ামী লীগ নিরীহ গোবেচারাদের দল নয়। আওয়ামী লীগ এই বদ্বীপের সবচেয়ে দুঃসাহসী মানুষের দল। কোথায় কোন রাজনীতি করতে হবে আওয়ামী লীগ তা জানে।

প্রতিরোধের দিন শুরু হয়ে গেছে। মব পার্টিরা মব করার আগে বিষয়টা মাথায় রেখো।

01/09/2025

" তোমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা ভুলে যাও। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।"
- কর্মীদের প্রতি জননেত্রী শেখ হাসিনা ,

31/08/2025

অশান্ত, অস্থির, অনিশ্চিত!
তিনটি 'অ' র খেলা চলছে পুরোদমে!

শোক হোক শক্তি! বঙ্গবন্ধুই আমাদের প্রেরণা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
31/08/2025

শোক হোক শক্তি!
বঙ্গবন্ধুই আমাদের প্রেরণা।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

31/08/2025

চবির ঘটনায়, পুলিশের অবস্থান পরিস্কার। মারামারি থামাতে গিয়ে নিজেরা আহত, নিহত বা কোন পক্ষের শত্রু হওয়ার প্রয়োজন নাই। বরং মারামারি থামলে তোমরা থানায় আসো। মামলা করো, আমরা প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহন করবো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী আর এলাকাবাসীকে মুখোমুখি দাড় করিয়েছে শিবির। খেলা দেখছে সরকার। এই হলো দেশের অবস...
31/08/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী আর এলাকাবাসীকে মুখোমুখি দাড় করিয়েছে শিবির। খেলা দেখছে সরকার। এই হলো দেশের অবস্থা।

১৯৭৪ সালে পাকিস্তানে ওআইসি সম্মেলনে লাহোরের শালিমার গার্ডেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (মাঝখানে) আলজেরিয়ার রাষ্ট্রপতি...
31/08/2025

১৯৭৪ সালে পাকিস্তানে ওআইসি সম্মেলনে লাহোরের শালিমার গার্ডেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (মাঝখানে) আলজেরিয়ার রাষ্ট্রপতি হুয়ারি বুমেদিন (একেবারে বামে), পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো (বামে) এবং সৌদি আরবের যুবরাজ সুলতান (সর্বডানে)।

মনোবিদ্যা বলে একটি কক্ষে মানুষের জ্ঞান ও ব্যক্তিত্ব নির্ধারণ করে কে সেই ঘরে নেতা হবে, বক্তা হবে আর কারা শ্রোতা হবে, অনুসারী হবে।

31/08/2025

শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রতিযোগিতার প্রয়োজন নেই। বরং নিজেকে আদর্শবাণ হিসেবে গড়ে তুলতে পারাটাই শ্রেষ্ঠত্ব।

আরিফ গত ১ বছর আত্নগোপনে। বাবা অসুস্থ। তাই দেখতে এলেন। কে জানত এই আসা হবে শেষ আসা!ভোলায় নিজ বাড়ির গেটের সামনে নৃশংসভাবে খ...
30/08/2025

আরিফ গত ১ বছর আত্নগোপনে। বাবা অসুস্থ। তাই দেখতে এলেন। কে জানত এই আসা হবে শেষ আসা!

ভোলায় নিজ বাড়ির গেটের সামনে নৃশংসভাবে খুন করা হয়েছে ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সাইফুল্লাহ আরিফ।

নিহতের পিতা বশির আহমেদসহ রাতে পরিবারের সবাই একসাথে খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। ভোরে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে তিনি বাড়ির মূল গেটের সামনে আরিফের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশেপাশের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।

কি এক নির্মমতার দেশ! কি এক নৃশংসতার দেশ!!

আরিফ হত্যার বিচার একদিন বাংলাদেশে হবে। আরিফ ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেবো না।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Labib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share