09/10/2025
কে জানতো সাত মাসের সেই প্রিম্যাচুউর বাচ্চাটা মায়ের দুধ ছাড়া,মায়ের আদর যত্ন ছাড়া শুধুমাত্র বোতল ফিডিং করে,দাদির যত্নে বেচে থাকবে।
আমার আদরের ছোট্ট বোন লামিয়া তাসমীম রুসা।আম্মুর হার্টের প্রব্লেম ছিলো তাই বাচ্চা নেওয়া নিষিদ্ধ ছিলো নাহলে আম্মুর লাইফ রিস্ক হবে।কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিলো ভিন্ন।আম্মু কনসিভ করার পর লাইফ রিস্কের কথা ভেবে অনেক চেষ্টা করা হয়েছিলো Abortion করার কিন্তু ডাক্তার রাজি হোননি।শেষ মেশ তাকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেওয়া হলো কিন্তু সে যে সুস্থ স্বাভাবিক ভাবে পৃথিবীতে বেচে থাকবে তার আশা কেউ করেনি।কারণ আম্মুর রেগুলার একগাদা মেডিসিন খেতে হতো।
সাত মাসের শুরুতে লেবার পেইন শুরু হলে দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানকার ডাক্তারেরা রিস্ক নিতে রাজি হয়নি তাই রংপুর মেডিকেলে রেফার করে।রংপুরে যাওয়ার পথেই এম্বুলেন্সে তার জন্ম হয়।আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক ঠাক ই ছিলো কিন্তু তার জন্মের ৭ দিন এর মাথায় আম্মু স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়।তারপর থেকেই আজ পর্যন্ত সে দাদির কাছেই মানুষ হচ্ছে।আজ তার বয়স ৯ বছর।আলহামদুলিল্লাহ সে আজো বেচে আছে শুধু তাকে জন্ম দেওয়া মানুষ টাই আজ আল্লাহর কাছে চলে গেছে।তার বয়স যখন ৩ বছর তখন আম্মু স্ট্রোক করে মারা যান।কিন্তু সে এতোটাই অভাগী যে মায়ের যত্ন তো দূর,মায়ের মুখের কোনো কথাও সে শিখতে পারেনি।আম্মু প্যারালাইজড হওয়ার পর ঠিকঠাক ভাবে কথা বলতে পারতো না।
যাই হোক আল্লাহর অশেষ রহমতে আমার বোন আজও বেচে আছে।আল্লাহর পর সমস্ত প্রসংশা আমার দাদির যিনি সেই ৭ দিনের বাচ্চাকে এ পর্যন্ত বড় করেছেন।
সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার হায়াত বাড়িয়ে দেন আমার ছোট্ট বোনটাকে আরও বড় করতে পারেন।আমার আম্মুকে যেন আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
আমার ছোট্ট পরীটা যেন জীবনে অনেক বড় হতে পারে দোয়া করবেন সবাই।