Marketer SanZida

Marketer SanZida আসসালামু আলাইকুম 🤲💝

👉Freelancer 💻

🌍Digital Mareketer🌑

🌐Social Media ✅

⚫ Entrepreneur✳️

"হারার ভয় পেছনে ফেলে যারা লড়াই করে, তারাই একদিন জয়ী হয়। ✨  জিততে হলে সাহসিকতার পথ বেছে নিতে হয়, কারণ ভয় জিততে দেয় না—চেষ...
21/07/2025

"হারার ভয় পেছনে ফেলে যারা লড়াই করে, তারাই একদিন জয়ী হয়। ✨
জিততে হলে সাহসিকতার পথ বেছে নিতে হয়, কারণ ভয় জিততে দেয় না—চেষ্টা দেয়।" 💪🔥

োমার_হবে

অসৎ সঙ্গ মানুষকে সময় নষ্ট করায়, স্বপ্ন হারায়, ভবিষ্যৎ অন্ধকার করে।""আর সৎ সঙ্গ? তারা তোমাকে শেখায়, গড়তে সাহায্য করে, স্ব...
15/07/2025

অসৎ সঙ্গ মানুষকে সময় নষ্ট করায়, স্বপ্ন হারায়, ভবিষ্যৎ অন্ধকার করে।"
"আর সৎ সঙ্গ? তারা তোমাকে শেখায়, গড়তে সাহায্য করে, স্বপ্ন ছুঁতে অনুপ্রাণিত করে।"
"সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ—তুমি কোন পথ বেছে নেবে?"

*

10/07/2025

রেজাল্ট খুব ভালো মানেই লাইফ সাকসেস না। লাইফ সাকসেসের জন্য দরকার লাইফ স্কিল। একটু খারাপ রেজাল্ট হলেও স্কিল দিয়ে তুমি সেরাদের সেরা হতে পারো। 👌
SSC পরীক্ষার্থীদের শুভকামনা।

🌱 স্বপ্ন যদি নিজের হয়,তবে লড়াইটাও হতে হবে নিজের।নিজের উপর যদি বিশ্বাস রাখো 💖—একদিন সেই স্বপ্নই বাস্তব হয়ে দাঁড়াবে তোমার ...
09/07/2025

🌱 স্বপ্ন যদি নিজের হয়,
তবে লড়াইটাও হতে হবে নিজের।
নিজের উপর যদি বিশ্বাস রাখো 💖—
একদিন সেই স্বপ্নই বাস্তব হয়ে দাঁড়াবে তোমার সামনে, রঙিন সত্যি হয়ে। 🌈🌟

👑 তোমার গল্প, তোমার নিয়মে— শুরু হোক আজ, ঠিক এই মুহূর্ত থেকে!
নিজেকেই বানাও নিজের সাফল্যের স্থপতি। 🛠️🚀

08/07/2025

**"একটি স্কিল, একটি সুযোগ, একটি নতুন জীবন!
যেখানে চাকরি নেই, সেখানে সুযোগ তৈরি করো।
শুধু ইচ্ছাই নয়, এখন সময় নিজের ক্যারিয়ার গড়ার!"**

**"নিজেকে বদলাতে চাও? তবে আজই শুরু করো!  স্বপ্ন দেখো বড় কিছু হওয়ার, আর কাজ করো নীরবভাবে,  যাতে তোমার সাফল্য একদিন সবাইকে...
07/07/2025

**"নিজেকে বদলাতে চাও? তবে আজই শুরু করো!
স্বপ্ন দেখো বড় কিছু হওয়ার, আর কাজ করো নীরবভাবে,
যাতে তোমার সাফল্য একদিন সবাইকে চমকে দেয়।
সময় লাগবে ঠিকই, কিন্তু হার মানলে কিছুই হবে না।
জয় একদিন হবেই—শুধু লেগে থাকতে হবে নিজের উপর বিশ্বাস নিয়ে।
কারণ, যে মানুষটা আজ চেষ্টা করছে, কাল সে-ই অন্যদের অনুপ্রেরণা হবে!"**




*"স্কিল শিখুন, নিজের মূল্য বাড়ান। আজকের শেখা হতে পারে আগামী দিনের সফলতার চাবিকাঠি। চাকরি নয়, গড়ুন নিজের ক্যারিয়ার!"*    ...
03/07/2025

*"স্কিল শিখুন, নিজের মূল্য বাড়ান। আজকের শেখা হতে পারে আগামী দিনের সফলতার চাবিকাঠি। চাকরি নয়, গড়ুন নিজের ক্যারিয়ার!"*


নতুন যাত্রার শুরু, স্বপ্নপূরণের পথে প্রথম পদক্ষেপ। 💼✨     #নতুনশুরু
01/07/2025

নতুন যাত্রার শুরু, স্বপ্নপূরণের পথে প্রথম পদক্ষেপ। 💼✨

#নতুনশুরু

🔥 বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য দারুণ সুখবর!আজ থেকে প্রথমবারের মতো বাংলাদেশে চালু হলো Google Pay 🇧🇩আন্তর্জাতিক লেনদেন...
24/06/2025

🔥 বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য দারুণ সুখবর!
আজ থেকে প্রথমবারের মতো বাংলাদেশে চালু হলো Google Pay 🇧🇩
আন্তর্জাতিক লেনদেন এখন আরও সহজ, দ্রুত ও নিরাপদ।

ফ্রিল্যান্সিং ইনকাম রিসিভ করা এবং গ্লোবাল মার্কেটপ্লেসে সংযুক্ত থাকা এখন আগের চেয়ে আরও সহজ।
এটি নিঃসন্দেহে বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় এক নতুন মাইলফলক।

📌 স্কিল থাকলে সুযোগের অভাব হয় না—এবার সেই সুযোগ আরও সহজলভ্য!
💻🌍 চলুন এগিয়ে যাই স্মার্ট পেমেন্টের যুগে।

**"নীরবতায় লুকিয়ে থাকে শক্তি,  ভাবনার গভীরে জন্ম নেয় নতুন স্বপ্ন।  নিজেকে গড়ার এই যাত্রায়, প্রতিটি মুহূর্তেই আছে এক অন্য...
14/06/2025

**"নীরবতায় লুকিয়ে থাকে শক্তি,
ভাবনার গভীরে জন্ম নেয় নতুন স্বপ্ন।
নিজেকে গড়ার এই যাত্রায়, প্রতিটি মুহূর্তেই আছে এক অন্যরকম গল্প।"**

যুক্তরাজ্য প্রবাসী আহমেদাবাদের নাগরিক ভূমি চৌহান যানজটের কবলে পড়ে নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে বিমানবন্দরে আসেন। যে কারন...
12/06/2025

যুক্তরাজ্য প্রবাসী আহমেদাবাদের নাগরিক ভূমি চৌহান যানজটের কবলে পড়ে নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে বিমানবন্দরে আসেন। যে কারনে আর লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ধরতে পারেননি। নিজের দুর্ভাগ্য ভেবে মন খারাপ করে দুপুর দেড়টা নাগাদ ফিরে যান বাড়িতে! আর দুষতে থাকেন যানজটকে! খানিক বাদেই আসে বিমানের দুর্ঘটনার খবর, যেখানে থাকার কথা ছিল তার!

প্রিয় বন্ধু, আপনি প্রতিনিয়ত ভাগ্যকে দোষারোপ করছেন, কিংবা আশেপাশের অনেক কিছুকে দোষারোপ করছেন। নিজের অবস্থান নিয়ে আপনি সন্তুষ্ট না। আপনি কি জানেন আপনার এই অপ্রাপ্তি হয়তো আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে!
স্রষ্টার পরিকল্পনা সবচেয়ে উত্তম, যা বোঝার মতো জ্ঞান মানুষের ক্ষুদ্র মস্তিষ্কে নাই।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marketer SanZida posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share