
22/08/2025
হেলেঞ্চা, হিঞ্চা, হিঞ্চে, হিংচা, হাড়হাচ, হিলোচী, হেলচী, হিমলোচিকা (সংস্কৃত ভাষায়), তিতির ডগা, তিতির শাক, তিতির ডাটা, তিতা ডাটা এক প্রকার সপুষ্পক উদ্ভিদ। কোথাও হারহস, কোথাও হিংজা আবার কোথাও এলিচি শাক বলা হয়। এর বৈজ্ঞানিক নাম Enhydra fluctuans যা Asteraceae পরিবারভুক্ত।
❤️হেলেঞ্চার ও/ষু/ধি গুণ:
❤️ডাযরিয়িা, অধিক পা/ত/লা পা/য়/খা/না হলে: যদি কারো অধিক পা/ত/লা পা/য়/খা?না বা ডা/য়/রি/য়া হয়, ম/লে গো/টা হয় না, তাহলে এক চা-চামুচ হেলেঞ্চার রস গরম করে সকাল-বিকাল দু’বেলা খাবেন।
❤️চ/র্ম রোগ, খো/স-চু/ল/কা/নিতে: সাধারণত বর্ষাকালে এই উপসর্গ বেশী দেখা দেয়। এই অবস্থা হলে প্রত্যহ তিন চা-চামুচ হেলেঞ্চার রস একটু গরম করে খাবেন,খোস-চুলকানি কমে যাবে।
❤️ঘা/মা/চি হলে: গ্রীষ্মকালে অধিক ঘা/মা/চি হলে, হেলেঞ্চা শাক, ডাঁটাসহ বেটে গায়ে মাখলে ঘামাচি কমে যাবে।
❤️অরুচিতে: কারো জিভে যেন একটা সর পড়ে আছে, তার ফলে মুখে কোনো স্বাদ নেই এবং অরুচি ভাব। এই অবস্থায় রো/গী/কে দুই হা-চামুচ হেলেঞ্চার রস গরম করে দিন কতক খেতে দিন। যথেষ্ট উপকার পাবেন।
❤️হাত-পায়ে জ্বা/লা/য়: এই উপসর্গ সাধারণত বর্ষা ও শরৎকালে দেখা যায়। এই অবস্থায় দুই চা-চামুচ হেলেঞ্চার রস আধা কাপ কাঁচা দুধের সঙ্গে খাবেন। হাত-পা জ্বালা কমে যাবে কয়েকদিনের মধ্যেই।
❤️ হেলেঞ্চা শো/থ নিরাময়ে বেশ উপকারী। জ্ব/র বা টাই/ফ/য়ে/ডে/র কারণে দীর্ঘদিন দূর্বলতার পার অরুচি হলে ক্ষুধা সৃষ্টিতে এবং পিত্ত বিঘ্নতায় বেশ উপকারী।
❤️ধ/ব/ল, ব্র/ঙ্কা/ই/টি/স রোগেও হেলেঞ্চা বেশ উপকারী।
অন্যকে জানার জন্য দয়া করে শেয়ার করে সহযোগিতা করুন। (সংগৃহিত)