22/06/2025
আলহামদুলিল্লাহ
মুফতি মনির কাসেমীর সঙ্গে ময়মনসিংহ-২ আসনের এমপি পদপ্রার্থীর সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ২২ জুন ২০২৫ : দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মনির হোসাইন কাসেমী দা.বা.-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী মাওলানা খায়রুল ইসলাম মন্ডল।
আজ রোববার দুপুরে বারিধারা মাদরাসায় এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাৎকালে জাতীয় ও স্থানীয় নানা বিষয়ে আলোচনা হয়। ইসলামপন্থী রাজনীতি, শিক্ষার সম্প্রসারণ, সামাজিক নৈতিকতা ও যুবসমাজের অবক্ষয় রোধসহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজীজুল হক ইসলামাবাদী ও হেফাজতে ইসলাম বারিধারা জোনের সহ-সভাপতি মাওলানা আবুল হাসান প্রমূখ।
এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা জোনায়েদ আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস কালীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান, তারাকান্দা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান, তারাকান্দা উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি আতিকুর রহমানসহ স্থানীয় ইসলামী আন্দোলন ও অন্যান্য ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ।
এ সময় মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, "জাতির ভবিষ্যৎ গড়তে হলে রাজনীতিকদের শিক্ষার সাথে সাথে নৈতিকতা ও দ্বীনি জ্ঞানের সমন্বয় প্রয়োজন। আমরা চাই জনপ্রতিনিধিরা নীতিনিষ্ঠ, ধর্ম এবং জনবান্ধব হোক।"
এমপি পদপ্রার্থী জেলা জমিয়তের তারাকান্দা উপজেলা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম মন্ডল এ সময় মুফতি মনির কাসেমীর দোয়া ও পরামর্শ কামনা করেন।