ABDUL HAMID

My Official page ABDUL HAMID (Rayhan) (আমার দরবারে আপনাকে সুস্বাগত) My profile Abdul Hamid

মুদাররিস: ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কাওমি মাদ্রাসা, ধামরাই, ঢাকা।

আল্লাহু আকবর ☝️

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

04/07/2025

পবিত্র মুহররম উপলক্ষে! হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান।

৩০ পারা গ্রুপ..
হাফেজ আব্দুর রহমান। (শুনানি বিভাগ)
ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কাওমি মাদ্রাসা, ধামরাই ঢাকা। ৭ মুহররম ১৪৪৭ হি. / ১৯ আষাঢ় ১৪৩২ বাংলা / ০৩ জুলাই ২০২৫ ইং

03/07/2025

হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান!
(৩০ পারা গ্রুপ) হাফেজ ইমামুল হক (শুনানি বিভাগ)
ছাত্র, ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কাওমি মাদ্রাসা, ধামরাই ঢাকা।

মুহররম উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠান!
৭ মুহররম ১৪৪৭ হি. / ১৯ আষাঢ় ১৪৩২ / ০৩ জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার।

03/07/2025

৩০ পারা গ্রুপ...
হিফজুল কোরআন প্রতিযোগিতা। হাফেজ শাহরিয়ার মোহাম্মদ আলিফ \\ ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কাওমি মাদ্রাসা (শুনানি বিভাগ) ধামরাই ঢাকা।

মুহররম উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠান!
৭ মুহররম ১৪৪৭ হি. / ১৯ আষাঢ় ১৪৩২ / ০৩ জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার।

03/07/2025

হিফজুল কোরআন প্রতিযোগিতা। (৩০ পারা গ্রুপ) হাফেজ জিহাদ হাসান \\ ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কাওমি মাদ্রাসা (শুনানি বিভাগ) ধামরাই ঢাকা।

মুহররম উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠান!
৭ মুহররম ১৪৪৭ হি. / ১৯ আষাঢ় ১৪৩২ / ০৩ জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার।

আজ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশ। আমি এর সফলতা কামনা করছি।হযরত পীর সাহেব চরমোনাইয়ের (দা...
28/06/2025

আজ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশ। আমি এর সফলতা কামনা করছি।

হযরত পীর সাহেব চরমোনাইয়ের (দা.বা.) আমন্ত্রণে আজকের এই মঞ্চে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দলের শীর্ষ নেতারা একসাথে দাঁড়ানোর কথা রয়েছে।

যদি তা সত্য হয়, তাহলে এ জাতীর জন্য এরচেয়ে আনন্দের খবর আর হতে পারে না। আগামী নির্বাচনে সব ইসলামী দলের ভোটের বাক্স যদি হয় একটি। তাহলেই বহুল প্রত্যাশিত ইসলামী বিপ্লব প্রকৃতার্থে তরান্বিত হবে ইনশাআল্লাহ।

28/06/2025

ইসলামি আন্দোল এর সম্মেলনে যাওয়ার সময় রোড এক্সিডেন্টে অনেক মানুষ মরা গেছেন ইন্না-লিল্লাহ! আল্লাহ সবাইকে শহীদের মর্যাদা দান করুন। বিস্তারিত কমেন্টে...

28/06/2025

ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কাওমি মাদ্রাসা হিফজুল কুরআন (শুনানি বিভাগ) ধামরাই, ঢাকা।
Quran Telawat \\ Hafez Abdur Rahman

26/06/2025

ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কাওমি মাদ্রাসার (শুনানি বিভাগের) প্রধান জিম্মাদার উস্তাদ জ্বী’র কন্ঠে মনোমুগ্ধকর তেলাওয়াত।

এশার নামাজের এক অংশ! ১ মুহাররম ১৪৪৭ হি. / ১২ আষাঢ় ১৪৩২/ ২৬ জুন ২০২৫ ইং

26/06/2025

সফলতার দুই বছর উপলক্ষে Qawmi Cyber Expert Team কে জানাই শুভকামনা 💗🔥

24/06/2025

উপযুক্ত শাস্তি দিতেই হবে...!

আলহামদুলিল্লাহ
22/06/2025

আলহামদুলিল্লাহ

মুফতি মনির কাসেমীর সঙ্গে ময়মনসিংহ-২ আসনের এমপি পদপ্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২২ জুন ২০২৫ : দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মনির হোসাইন কাসেমী দা.বা.-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী মাওলানা খায়রুল ইসলাম মন্ডল।

আজ রোববার দুপুরে বারিধারা মাদরাসায় এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে জাতীয় ও স্থানীয় নানা বিষয়ে আলোচনা হয়। ইসলামপন্থী রাজনীতি, শিক্ষার সম্প্রসারণ, সামাজিক নৈতিকতা ও যুবসমাজের অবক্ষয় রোধসহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজীজুল হক ইসলামাবাদী ও হেফাজতে ইসলাম বারিধারা জোনের সহ-সভাপতি মাওলানা আবুল হাসান প্রমূখ।

এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা জোনায়েদ আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস কালীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান, তারাকান্দা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান, তারাকান্দা উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি আতিকুর রহমানসহ স্থানীয় ইসলামী আন্দোলন ও অন্যান্য ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ।

এ সময় মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, "জাতির ভবিষ্যৎ গড়তে হলে রাজনীতিকদের শিক্ষার সাথে সাথে নৈতিকতা ও দ্বীনি জ্ঞানের সমন্বয় প্রয়োজন। আমরা চাই জনপ্রতিনিধিরা নীতিনিষ্ঠ, ধর্ম এবং জনবান্ধব হোক।"

এমপি পদপ্রার্থী জেলা জমিয়তের তারাকান্দা উপজেলা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম মন্ডল এ সময় মুফতি মনির কাসেমীর দোয়া ও পরামর্শ কামনা করেন।

22/06/2025

হে যুবক!
যুদ্ধের দামামা বেজে উঠেছে গোটা পৃথিবীতে, যুদ্ধ ফরজ অতএব প্রস্তুতি গ্রহণ করো।

Address

Mymensingh

Website

https://www.youtube.com/@RayhanAkanda10

Alerts

Be the first to know and let us send you an email when ABDUL HAMID posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share