শেখ ফজিলাতুননেছা মুজিব হল,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ

  • Home
  • শেখ ফজিলাতুননেছা মুজিব হল,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ

শেখ ফজিলাতুননেছা মুজিব হল,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ This is one of the girls hostels of Bangladesh Agricultural University, Mymensingh, Dhaka, Bangladesh.

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ আবাসিক ছাত্রী হল।২০১০ সালের নভেম্বর মাসে এই হলের যাত্রা শুরু...

ময়মনসিংহে নদী সংখ্যা কত?অনলাইন ঘেঁটে যা জানলাম—সরকারি তথ্য অনুসারে, ময়মনসিংহ জেলায় প্রায় ৬২টি নদ-নদী চিহ্নিত রয়েছে।অপরদি...
15/07/2025

ময়মনসিংহে নদী সংখ্যা কত?

অনলাইন ঘেঁটে যা জানলাম—

সরকারি তথ্য অনুসারে, ময়মনসিংহ জেলায় প্রায় ৬২টি নদ-নদী চিহ্নিত রয়েছে।
অপরদিকে বৃহত্তর ময়মনসিংহ বিভাগে প্রায় ১৮২টি নদী ও উপনদী।
যার মধ্যে অনেক নদীই এখনো জীবন্ত, আবার হারিয়েও যাচ্ছে অস্তিত্ব সংকটে।

চলুন উল্লেখযোগ্য নদী সমূহের ঠিকুজি জেনে নেওয়ার চেষ্টা করি

১. পুরাতন ব্রহ্মপুত্র নদ

ময়মনসিংহ জেলার সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ নদী ব্রহ্মপুত্র।
একসময় প্রধান ব্রহ্মপুত্র হিসেবে প্রবাহিত হলেও ভৌগোলিক পরিবর্তনের ফলে এটি এখন “পুরাতন ব্রহ্মপুত্র” নামে পরিচিত।

প্রবাহিত: ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গফরগাঁও ইত্যাদি।

২. কংশ / কংস নদী

উৎপত্তি গারো পাহাড় থেকে।
ফুলপুর ও ধোবাউরা হয়ে নেত্রকোনার দিকে প্রবাহিত।
এই নদী গারো জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির অন্যতম অংশ।

৩. সুতিয়া নদী

ত্রিশাল ও ভালুকা অঞ্চলের কৃষির জন্য গুরুত্বপূর্ণ।
ধানচাষ ও শাকসবজির উৎপাদনে অবদান রাখছে।

৪. কাঁচামাটিয়া নদী

ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলায় প্রবাহিত।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।

৫. ধনু নদী

বড় হাওর অঞ্চলের পানি নিস্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ময়মনসিংহ ও কিশোরগঞ্জ অঞ্চলের সংযোগ নদী এটি।

৬. শীলা নদী

ত্রিশাল ও গফরগাঁও উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া আরেকটি নদী।
এর শাখা নদী ও খালগুলো কৃষির জন্য সহায়ক।

৭. নিতাই নদী

ধোবাউরা অঞ্চলে প্রবাহিত একটি গারো পাহাড় নির্ভর নদী।

অন্যান্য নদ-নদী তালিকা (সংক্ষেপে)

বংশাই, বাউলাই, ঘোড়াউত্রা, বোথাই, বানার, রাংরা, মানাখালী, ঝিনাই, নারসুন্দা, খয়রাত, গুনাই, জাদুকাটা, মাহাডেবা, চেলাখালি, শীরখালি, মুরাদ, সিমাহালী, পাগলা, বনুয়া, সোনাভান, বল্লভপুর খাল, শিয়ালডোবা, টিনের খাল, তেতুলিয়া, মানস, খাজুরিয়া, কাঞ্চন, রাঞ্জন, শ্রীধরখালী, চরপাড়া খাল ইত্যাদি।

এছাড়াও রয়েছে আরো অনেক ছোট বড় খাল ও বিল—যেগুলো মৌসুমিভেদে রূপ নেয় নদীর।

06/07/2025

বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্যাডার সংখ্যা (৪৪তম বিসিএস)।বিশ্ববিদ্যালয়ের নাম ক্যাডার সংখ্যা (প্রাপ্ত তথ্যমতে)⬇️

১. ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) : ১৫৩ জন
২. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) : ৬৭ জন
৩. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) : ৫৭ জন
৪. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) : ৫৫ জন
৫. রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): ৬২ জন
৬. জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) : ২৬ জন
৭. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) : ২৪ জন
৮. বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি):১৮ জন
৯. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি):১৩ জন
১০. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি): ১০ জন
১১. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি): ৯ জন
১২. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট): ৪০+জন
১৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি): ৮ জন
১৪. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি): ৪ জন
১৫. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি): ৪ জন
১৬. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) : ৪ জন
১৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) : ৩ জন
১৮. ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) :১০ জন
১৯. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) : ১ জন
২০.খুলনা বিশ্ববিদ্যালয় : ১৬ জন
-

📌 নোট: বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ-এর পূর্ণ তথ্য প্রকাশ পাওয়া যায়নি। এটা সাময়িক তথ্যের উপর ভিত্তি করে তৈরি।তাই সংখ্যা পরিবর্তনশীল & পরিমার্জনযোগ্য।তথ্য সংগ্রহ :The Daily Campus

03/07/2025

এই যে ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট,
এর মধ্যে গবেষণায় ব্যয় হবে মাত্র ১৫ কোটি ৩৩ লাখ টাকা যা মোট বরাদ্দের প্রায় ৪%।অন্যদিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে বাজেট মাত্র ৭৫ লাখ টাকা। মোট বাজেটের প্রায় ৭৭.৫% (৩০১ কোটি ১৬ লাখ টাকা) ব্যয়িত হবে বেতন ভাতা ও বিশেষ সুবিধা বাবদ (১৮৩ কোটি ৬৬ লাখ টাকা) এবং পেনসন ও অবসর সুবিধা বাবদ (১১৭ কোটি ৫০ লাখ টাকা)

30/06/2025

24/06/2025

দেশে প্রথমবারের মতো Google Pay চালু হচ্ছে আজ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when শেখ ফজিলাতুননেছা মুজিব হল,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share