Sifat Unfiltered

Sifat Unfiltered Tanvir Shahid
(3)

16/06/2025

শালারা আসলেই দুইডা দুই ভাই। জমজ ভাই।

12/06/2025

আমি গরমে আর পারতাছিনা। পারতাছিনা মানে একদম ই পারতাছিনা।

লাইফের প্রতিটা ধাপ ই গুরুত্বপূর্ণ। কোনটা রেখে কোনটায় যাওয়া যায় না
11/06/2025

লাইফের প্রতিটা ধাপ ই গুরুত্বপূর্ণ। কোনটা রেখে কোনটায় যাওয়া যায় না

11/06/2025

আর্জেন্টিনার খেলা দেইখা একটু হতাশ ই হইলাম। রাত্রেই নিজের দেশের হইয়া হাইরা ঘুমাইতে গেলাম। আর সকাল টাও হইলো জয়হীন। অবশ্য জিতলেও খুব একটা খুশি লাগতো না। কারণ মন এখনো কালকে নিজের দেশের ম্যাচেই পড়ে আছে। বাংলাদেশের ফুটবল কখনো এতটা ভাবাবে, এতটা টান টান উত্তেজনা দিবে এইটুকুই তো ভাবতে পারিনাই আগে৷
তবে পুরো ম্যাচের মধ্যে ফাহিমের অই ছক্কা মারা শট টাই চোখে ভেসে উঠতেছে। ম্যাচের অই সময় অই মুহুর্তে অই শট টা যদি পোস্ট বরাবর ও মারতো, তাও একটু বক্সের ভিতর অন্তত এজটু কাপঝাপ হইতো। বক্সের আগ পর্যন্ত ভালো খেলেও বক্সে অইভাবে ঢুকতে পারেনাই। প্রোপার স্ট্রাইকারের অভাব স্পষ্ট।। চোখে আংগুল দিয়া দেখাইয়া দিছে। আর রাকিব রে নিয়া খুশি হমু না রাগ করমু এইটা নিয়া ভাবতে ভাবতেই গেলো। ও যেমনে বাম সাইড দিয়া বল নিয়া উঠে, স্পীড দেইখা খুব ভালো লাগে৷ কিন্তু ওর বানানো বল গুলা সে নিজেও কাজে লাগাতে পারেনা, অন্যরাও পারেনা। আর একটা সুযোগ পাইছিল একদম গোলপোস্টর সামনে। ফলাফল জিরো।

আর সবচেয়ে মিস করছি আমি জিকো কে। দুইটা গোল ই মিতুল প্রথম সেইভ করছে কিন্তু প্রোপারলি ক্লিয়ার কর‍তে না পারায় খেসারত দিতে হইছে। বাংলাদেশের মতো টিমের ডিফেন্ডারদের ভুল হবে এইটাই স্বাভাবিক। তবে অই জায়গায় জিকো থাকলে অন্যরকম হতেও পারতো। ঘুরাইয়া পেচাইয়া না বলি - Zico is far better than Mitul.

তবে খেলা যথেষ্ট ভালো ছিলো। এমন ম্যাচ খেলে হারলেও পরের ম্যাচের সমর্থন এর কমতি হবেনা। ফালতু ক্রিকেটের পিছনে, ফালতু ক্রিকেটারদের পিছনে এত বছর সময় নষ্ট কইরাও কিছু পাইনাই। ওরা ব্যাট বল দিয়া খেলেনাই। আমাদের আবেগ দিয়ে খেলছে। তো ফুটবলের এই নবজাগরণে আমরা সমর্থন দিতেই পারি। ভালো কিছুর আশা রাখতেই পারি। একদিনেই ভালো কিছু আসে না।

, ,

10/06/2025

ম্যাচ টা হেরে গেলাম। তবে উন্নতি লক্ষ্যনীয়। এক/দুই দিনে তো আর সফলতা আসেনা। সমর্থন করতে থাকেন। বিশ্বাস রাখেন। ইনশাআল্লাহ বাংলাদেশের ফুটবলে সুদিন ফিরবে।
এখন সবচেয়ে জরুরি যেইটা, সেইটা হইলো ফিনিশিং এ উন্নতি করা। আশা করি খুব তাড়াতাড়ি ফিনিশিং এর দুর্বলতা কাটবে ইনশাআল্লাহ।

তবে খেলা যথেষ্ট ভালো ছিলো ফিনিশিং বাদে। বাংলাদেশের খেলা যে এত ডমিনেটিং ছিলো, এইটাই অনেক ভাই।

10/06/2025

ইয়েস! গোল! রাকিব ভালো হয়ে গেছে।

10/06/2025

আহ রাকিব! তুমি কি কোনদিন ও ভালো হবেনা?

10/06/2025

বাংলাদেশের ফুটবলে একটা নবজাগরণের যে জোয়ার উঠছে, এইটা জলোচ্ছ্বাসে পরিণত হউক। চলেন সবাই

10/06/2025

দুইডা কথা মনে রাখবেন
১) লোভে পাপ, পাপে মৃত্যু
২) পাপ বাপেরেও ছাড়েনা

09/06/2025

দুইডা কথা মনে রাখবেন -
১) ঘুমে ধরেনা
২) ঘুমে ধরলেও আমরা ঘুমাই না

08/06/2025

গুস্তু খাইতে খাইতে ফাডায়া হালছি

Big shout out to my newest top fans! 💎 Abu Kawsar, Bi Las, Rajkishor Gour, Ajmal Hussain, Nion Ahmed, Royel Sikdar, Sahi...
07/06/2025

Big shout out to my newest top fans! 💎 Abu Kawsar, Bi Las, Rajkishor Gour, Ajmal Hussain, Nion Ahmed, Royel Sikdar, Sahin Alam

Drop a comment to welcome them to our community,

Address

Mymensingh
2216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sifat Unfiltered posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share