11/06/2025
আর্জেন্টিনার খেলা দেইখা একটু হতাশ ই হইলাম। রাত্রেই নিজের দেশের হইয়া হাইরা ঘুমাইতে গেলাম। আর সকাল টাও হইলো জয়হীন। অবশ্য জিতলেও খুব একটা খুশি লাগতো না। কারণ মন এখনো কালকে নিজের দেশের ম্যাচেই পড়ে আছে। বাংলাদেশের ফুটবল কখনো এতটা ভাবাবে, এতটা টান টান উত্তেজনা দিবে এইটুকুই তো ভাবতে পারিনাই আগে৷
তবে পুরো ম্যাচের মধ্যে ফাহিমের অই ছক্কা মারা শট টাই চোখে ভেসে উঠতেছে। ম্যাচের অই সময় অই মুহুর্তে অই শট টা যদি পোস্ট বরাবর ও মারতো, তাও একটু বক্সের ভিতর অন্তত এজটু কাপঝাপ হইতো। বক্সের আগ পর্যন্ত ভালো খেলেও বক্সে অইভাবে ঢুকতে পারেনাই। প্রোপার স্ট্রাইকারের অভাব স্পষ্ট।। চোখে আংগুল দিয়া দেখাইয়া দিছে। আর রাকিব রে নিয়া খুশি হমু না রাগ করমু এইটা নিয়া ভাবতে ভাবতেই গেলো। ও যেমনে বাম সাইড দিয়া বল নিয়া উঠে, স্পীড দেইখা খুব ভালো লাগে৷ কিন্তু ওর বানানো বল গুলা সে নিজেও কাজে লাগাতে পারেনা, অন্যরাও পারেনা। আর একটা সুযোগ পাইছিল একদম গোলপোস্টর সামনে। ফলাফল জিরো।
আর সবচেয়ে মিস করছি আমি জিকো কে। দুইটা গোল ই মিতুল প্রথম সেইভ করছে কিন্তু প্রোপারলি ক্লিয়ার করতে না পারায় খেসারত দিতে হইছে। বাংলাদেশের মতো টিমের ডিফেন্ডারদের ভুল হবে এইটাই স্বাভাবিক। তবে অই জায়গায় জিকো থাকলে অন্যরকম হতেও পারতো। ঘুরাইয়া পেচাইয়া না বলি - Zico is far better than Mitul.
তবে খেলা যথেষ্ট ভালো ছিলো। এমন ম্যাচ খেলে হারলেও পরের ম্যাচের সমর্থন এর কমতি হবেনা। ফালতু ক্রিকেটের পিছনে, ফালতু ক্রিকেটারদের পিছনে এত বছর সময় নষ্ট কইরাও কিছু পাইনাই। ওরা ব্যাট বল দিয়া খেলেনাই। আমাদের আবেগ দিয়ে খেলছে। তো ফুটবলের এই নবজাগরণে আমরা সমর্থন দিতেই পারি। ভালো কিছুর আশা রাখতেই পারি। একদিনেই ভালো কিছু আসে না।
, ,