17/05/2025
মানুষ খুব আশ্চর্যজনক ও বোকা। সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে। সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা চিন্তা করে। সে এমন ভাবে জীবন অতিবাহিত করে, যেন সে কখনো মরবেই না, কিন্তু সে এমন ভাবে মরে যেন সে কখনো জন্মায়ই নি।