24/05/2025
শুভ জন্মদিন আব্বা জান🥳❤
আমার ছোট্ট SAFWNA এর দেখতে দেখতে এক বছর পূর্ণ হয়ে গেলো আলহামদুলিল্লাহ্।২০২৪ মে ২৪তারিখ আমাদের ঘর আলো করে তুমি এলে বাবা।আজকের দিনটি তোমার জন্য খুবই স্পেশাল।আজ থেকে ১বছর আগে আল্লাহ্ তোমায় আমাকে দান করেছেন।এই দিনটি শুধু তোমার আর আমার❤
বাবা, তুমি আমার হৃদয়ে ফুটা বসন্তের ফুল, তুমি আমার চাদঁ,আসমান থেকে পাওয়া; স্বপ্ন দিয়ে বুনা,স্বর্গ থেকে আসা পৃথিবীর সবচেয়ে সুখের উৎস হলে তুমি❤তোমার মাঝেই আমার সব সুখ।
তোমার সাথে কাটানো সুখের স্মৃতিগুলো সবসময় আমাকে রোদ্দুরের মতো উষ্ণতা দিয়েছে। তবে আজ মনে হচ্ছে বিষাদময় কুয়াশায় আমি নিজেকে হারিয়ে ফেলছি!🥺থেমে তো কিছুই থাকবে না;শুধু মনে থাকবে তোমার সাথে কাটানো মধুর স্মৃতি গুলো🥰
তোমার আসার খবর শুনে মা দীর্ঘ নয়টা মাস কতটা অপেক্ষা কাটিয়েছে শুধু তোমায় দেখার জন্য। যে মুহুর্তে তুমি এই পৃথিবীর আলো দেখেছিলে ঠিক সে মুহুর্তটাই তোমার মায়ের জীবনে সেরা অনুভূতি✨ তারপর কিভাবে যেন জীবন থেকে ১টি বছর চলে গেল টেরই পেলাম না।তোমাকে দেখার পর জীবন নিয়ে আর কোন আফসোস নেই।আল্লাহ যেন সকল পূর্ণতায় আমাকে পরিপূর্ণ করে দিয়েছে❤তোমাকে পাওয়ার পর আর কষ্ট আমাকে ছুতেই পারে না। অথচ দেখ সময় কত দ্রুত চলে যাচ্ছে। এই সময় গুলো আটকে রাখতে পারলে ভালো লাগতো।
কেবল তোমার ১বছর পূর্ণ হলো আর এখনই মা সেই ছোট সাফওয়ান কে খুব বেশি মিস করি।এখন সে এক পা দু'পা করে হাঁটতে পারে।আস্তে আস্তে তুমি বড় হয়ে যাচ্ছো বাবা।
আল্লাহ'র কাছে দোয়া করি তোমাকে যেন তিনি সবসময় সুস্থ,সুন্দরও ভালো রাখে। তোমার জীবন যেন সুখ ও সাফল্য দিয়ে ভরিয়ে দেন।সকল বিপদ আপদ থেকে যেন তোমাকে রখা করে তোমাকে নেক হায়াত দান করেন🤲😇
আমরা সব সময় তোমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখব। তোমার সকল পদক্ষেপে আমরা তোমার পাশে থাকবো। তুমি মায়ের বেঁচে থাকার কারণ বাবা 🥺❤
মা!তোমায় অনেক ভালোবাসে 🦋❤
❤শুভ জন্মদিন আমার ছোট সোনা💝🌸