TA NI YA TAN

TA NI YA TAN আসসালামু আলাইকুম

স্বপ্নের হাত ধরে একদিন সাফল্যের চূড়ায় উঠবো🙂

ইনশাআল্লাহ!!!

05/05/2025

শুভ সন্ধ্যা

নিঃশব্দে ঝরে যাওয়া কামিনী ফুলের মতো, ঝরে যাক জীবনের ক্লান্তি আছে যতো।🌸
03/05/2025

নিঃশব্দে ঝরে যাওয়া কামিনী ফুলের মতো, ঝরে যাক জীবনের ক্লান্তি আছে যতো।🌸

আমার কেউ একজন থাকুক!আমায় একটুখানি বুঝুক। হাজারো মানুষের ভিড়ে হারিয়ে গেলে হন্ন্য হয়ে খুঁজুক। 😊যে আমাকে বুঝবে,বোঝাবে,ভু...
27/01/2025

আমার কেউ একজন থাকুক!
আমায় একটুখানি বুঝুক।
হাজারো মানুষের ভিড়ে হারিয়ে গেলে
হন্ন্য হয়ে খুঁজুক। 😊

যে আমাকে বুঝবে,বোঝাবে,ভুল পথে গেলে শাসন করবে।
দুষ্টু মিষ্টি ঝগড়া করবে,কিন্তু কখনো ছেড়ে যাবে না।

আমার কেউ একজন থাকুক!
যে আমাকে বিশ্বাস করবে,সম্মান করবে, গুরুত্ব দিবে,আমার যত্ন নিবে,অনেক বেশি ভালোবাসবে।🥀

আমার কেউ একজন থাকুক!
যে কখনো আমার বিশ্বাস ভাঙ্গবেনা,
যাকে মুক্ত পাখির মত উড়তে দিলেও
অন‍্য ডালে বাসা বাঁধবে না।

আমার কেউ একজন থাকুক!
যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা য়ায় ।
যার উপরে ভরসা করা যায়‌।
যার কাছে মন খুলে সব কিছু শেয়ার করা যায়!

আমার কেউ একজন থাকুক!
তবে সে শুধু আমার থাকুক।

28/11/2024

...যেই শহরে প্রতিনিয়ত ভালোবাসার সংজ্ঞার পরিবর্তন হয় সেই শহরে কাউকে ভালোবেসে বিশ্বাস করাটা অনেক কঠিন ....🖤✨🥀💔

It's hard to believe someone in love in the city where the definition of love changes every day 💔🥀✨🖤

27/11/2024

ইট পাথরের কংক্রিটের এই শহরে শীত আসে শূন্যতা নিয়ে,
অপূর্ণতা আর অপ্রাপ্তির হাহাকারে ব্যাস্ত থাকে এই জঞ্জালে ভরা মিথ্যাে কথার শহর 😅💔

26/11/2024

আমি তো জন্মেছিলাম ফুলের ন্যায় পবিত্র অন্তর নিয়ে। সেই অন্তর আজ দূষিত হয়েছে নফসের ধোঁয়ায় পড়ে!😅💔

"নারীকে,ভাঙা এতো সহজ হলেও-জুড়ে দেওয়া ওতোটা সহজ না।কারণ তারা অন্যের দ্বারা ভাঙে ঠিকই তবে অন্যের দ্বারা জুড়ে না।বরং ভেঙে য...
26/11/2024

"নারীকে,
ভাঙা এতো সহজ হলেও-
জুড়ে দেওয়া ওতোটা সহজ না।
কারণ তারা অন্যের দ্বারা ভাঙে ঠিকই
তবে অন্যের দ্বারা জুড়ে না।
বরং ভেঙে যাওয়ার পর নিজের মতো বাঁচে-
নিরবতায়, একাকী, নিঃসঙ্গতায়!
কারণ সে ভাঙার আগে
তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে
তাকে যেনো ভাঙা না হয়,
কিন্তু তার চেষ্টার ফল শূণ্য হলে
সে বাধ্য হয় ওই ভাঙন থেকে
নিজেকে সরিয়ে আনতে!🙂

বাস্তবতা

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when TA NI YA TAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share