Da'wah ila Allah

Da'wah ila Allah "যারা ধৈর্য ধারণ করে এবং সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।"
— (সূরা হুদ, ১১:১১)

প্রাথমিক বিদ্যালয়ে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হোক, এটা বহুকাল ধরে গণমানুষের প্রাণের দাবি ছিল। সেই দাবি আজও বাস্ত...
15/09/2025

প্রাথমিক বিদ্যালয়ে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হোক, এটা বহুকাল ধরে গণমানুষের প্রাণের দাবি ছিল। সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি।

অথচ প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।

এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়? কত পার্সেন্ট মানুষ স্কুলে গানের শিক্ষক চায়? বরং অধিকাংশ অভিভাবক চায়, বিদ্যালয়ে যেন তাদের সন্তানকে গান শেখানো না হয়।

এদেশের প্রায় সকল অভিভাবক সন্তানের জন্য প্রাইভেট ধর্মীয় শিক্ষক রাখেন কিংবা সন্তানকে মক্তবে পাঠান। সরকার যদি স্কুলে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত, তাহলে অভিভাবকদের এই বাড়তি খরচ ও ঝামেলা পোহাতে হতো না। শিক্ষার্থীদেরও সময় বেঁচে যেত।

প্রাথমিক শিক্ষার পেছনে রাষ্ট্র প্রতি মাসে শত শত নয়; বরং হাজার কোটি টাকা ব্যয় করছে। অথচ শিক্ষার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। একদিকে অভিভাবকদের আস্থা হারাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো, অপরদিকে কিশোর গ্যাং-এর মতো ভয়াবহ অপরাধ দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে।

এমতাবস্থায় প্রয়োজন শিক্ষার মান উন্নয়ন এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ। সেটা না করে কাদের খুশি করার জন্য গানের শিক্ষক নিয়োগে প্রজ্ঞাপন জারি করা হলো?

সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান—গণ-আকাঙ্ক্ষা উপেক্ষা করে বাইরে থেকে আমদানি করা কালচার চাপিয়ে দেয়ার চিরাচরিত পথ পরিহার করুন। দেশের মানুষ এসবের পরিবর্তন চায়।

©️Ahmadullah

20/06/2025

কিম-জং-উন কে নিয়ে যা বললেন আবু ত্বহা আদনান

17/06/2025

জিহাদের রাস্তা আপনার জন্য কেউ খুলে দিবে না।

05/06/2025

ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যম কি?

শয়তানের মাঝে ছিল পরিপূর্ণ দ্বীনদারিত্ব।নফসের ধোঁকায় হয়ে গেল অভিশপ্ত। আমাদের শত্রু নফস এবং শয়তান দুটোই। তাহলে বুঝুন আমাদ...
29/05/2025

শয়তানের মাঝে ছিল পরিপূর্ণ দ্বীনদারিত্ব।
নফসের ধোঁকায় হয়ে গেল অভিশপ্ত। আমাদের শত্রু নফস এবং শয়তান দুটোই। তাহলে বুঝুন আমাদের দ্বীন কতটা বিপদগ্রস্ত

তরবাবি বিক্রি করে আমরা জায়নামাজ কিনে নিয়েছি। ইজ্জত লুণ্ঠন হচ্ছে আর আমরা দোয়া করেই চলেছি।
28/05/2025

তরবাবি বিক্রি করে আমরা জায়নামাজ কিনে নিয়েছি। ইজ্জত লুণ্ঠন হচ্ছে আর আমরা দোয়া করেই চলেছি।

26/05/2025

মুসলিমরা সর্বদা শরীয়া প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে আসিফ আদনান Asif Adnan

25/05/2025

আমাদের জীবনের উদ্দেশ্য কি??
জাকির নায়েক (হাফি:)

24/05/2025

রাখাল রাহা প্রকাশ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা-কে নিয়ে ভয়ংকর কটুক্তি করলো। এ নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ হলো।
মামলা করার চেষ্টা হলো, প্রথমে মামলা নিলো না। তারপর গতকাল রাষ্ট্র সেই মামলা খারিজ করে দিলো।
এ ঘটনার পর বাংলাদেশের প্রতিষ্ঠিত ইসলামী শক্তিগুলো- রাজনৈতিক কিংবা সামাজিক, কে কী পদক্ষেপ নিয়েছে?
কারা কারা বিবৃতি দিয়েছে?
কারা নিন্দা জানিয়েছে?
কারা এই বিষয়ে কাজ করছে?
একটা স্পষ্ট ঈমানী ইস্যুতে যারা নীরব—এমন বিষয়েও যারা বোল্ড এবং আপসহীন উদ্যোগ নিতে পারে না, সেখানে "অ-ইসলামী" ইস্যুতে এককভাবে সফল জাতীয় আন্দোলন তারা গড়ে তুলবে—এগুলো অলীক কল্পনা।
বাস্তবতা বুঝতে ব্যর্থ হলে বিশ্লেষণ ভুল হবে, এবং কৌশলও ভুল হবে।
আর আমাদের কিছু ভাই বলেন ইসলামী শক্তিগুলোর উচিৎ ছিল আওয়ামী লীগ নিষিদ্বের জন্য যুগপত আন্দোলন না করে, নিজেরা আলাদা শাপলায় আন্দোলন করা।
দেশের ইসলামী অঙ্গনের অবস্থা নিয়ে অনেকে বিপজ্জনক ডিলিউশানের মধ্যে আছেন।
©️Asif Adnan

23/05/2025

Address

Mymensingh
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Da'wah ila Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share