Fahim Ahmed

Fahim Ahmed Fahim Ahmed মানেই ইসলামিক চিন্তা ও অনুপ্রেরণার প্রতিদিনের ঠিকানা।

বাংলাদেশের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে 🙂
21/06/2025

বাংলাদেশের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে 🙂

ঠিক যেন ভেসে বেড়ানো শুক্রাণু! আসলেই এটা ইরানের অত্যাধুনিক ও অভিনব মিসাইল।গতকাল ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অদ্ভুত রকম মি...
19/06/2025

ঠিক যেন ভেসে বেড়ানো শুক্রাণু!
আসলেই এটা ইরানের অত্যাধুনিক ও অভিনব মিসাইল।
গতকাল ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অদ্ভুত রকম মিসাইল লঞ্চ করেছে। তোলপাড় বিশ্ব মিডিয়া। যা দেখে দখলবাজ ও হামলাবাজ ইসরাইল সহ অস্ত্র ব্যবসায়ী পশ্চিমা দেশসমুহ তাজ্জব বনে গেছে। ব্যাপক আলোচিত হচ্ছে সমাজ মাধ্যমে। এই রহস্যময় মিসাইল গুলো কি, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন -এগুলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল। যার রেঞ্জ ছয় হাজার কিলোমিটার ! পরীক্ষামূলক ভাবে ICBM টেস্ট করেছে ইরান। উল্লেখ্য,গত পরশুদিন চীন থেকে তিনটে রহস্যময় কার্গো পৌঁছেছিল ইরানে। এগুলো কী সেই কার্গোরই কোন নুমনা ? হতেও পারে। ঘোর জল্পনা!

19/06/2025
17/06/2025

সোশ্যাল মিডিয়ায় যতই সুন্দর পোস্ট দাও,
‌আল্লাহর কাছে আমলনামা সুন্দর হওয়াটাই আসল!
‌তাই শুধু স্ট্যাটাসে নয়—
‌নিজেকে বাস্তবেও একজন ভালো মুসলিম বানাও।

12/06/2025

এখনো কুরআনে সন্দেহ আছে? তাহলে ভিডিওটা দেখো!”

ইউটিউবে ইসলামি ভিডিও দেখতে গিয়ে বারবার বিরক্তিকর ও অনুপযুক্ত বিজ্ঞাপনে পড়েছেন?তাহলে এবার সময় হয়েছে বদলানোর।মাহফিল অ্যাপ...
12/06/2025

ইউটিউবে ইসলামি ভিডিও দেখতে গিয়ে বারবার বিরক্তিকর ও অনুপযুক্ত বিজ্ঞাপনে পড়েছেন?
তাহলে এবার সময় হয়েছে বদলানোর।

মাহফিল অ্যাপ –
✅ বিজ্ঞাপনহীন (No Ads)
✅ সম্পূর্ণ হালাল কনটেন্ট
✅ কুরআন, হাদীস, ওয়াজ, দোয়া ও ইসলামি লেকচারের বিশাল সংগ্রহ

আপনি নির্ভার মনে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবেন— বিনা কোনো হারাম বিজ্ঞাপন ও মনোযোগ ভাঙা ঝামেলা ছাড়া।

🕌 মুসলিমদের জন্য এক বিশ্বস্ত ও পবিত্র অ্যাপ
👉 এখনই ডাউনলোড করুন মাহফিল অ্যাপ
📥 [অ্যাপ ডাউনলোড লিংক]

🔁 শেয়ার করুন, যেন অন্যরাও হালাল পথে চলার এই সুযোগ পায়।

10/06/2025

সত্য কথা বললে শত্রু বাড়ে, মিথ্যা বললে বন্ধু বাড়ে। কিন্তু আয়নার সামনে দাঁড়ানোর সাহস শুধু সত্যবাদীদেরই থাকে।

08/06/2025

ভিডিও টা Ai দিয়ে তৈরি করলাম 🙂।
কেমন হলো জানাবেন 😁

গরুর রান সেই স্বাদ 😋 নোট : Ai দিয়ে তৈরি 🙂যাই হোক ঈদ মোবারক 🫂
08/06/2025

গরুর রান সেই স্বাদ 😋 নোট : Ai দিয়ে তৈরি 🙂
যাই হোক ঈদ মোবারক 🫂

06/06/2025

যে যত বেশি আল্লাহকে চেনে,
‌সে তত কম অভিযোগ করে।
‌কারণ তার অন্তর জানে—
‌যা কিছু ঘটে, তা আল্লাহর হিকমতের মাধ্যমেই ঘটে।

01/06/2025

তুমি যত চুপচাপ আল্লাহর জন্য বদলে যাচ্ছো,
‌আল্লাহ তোমার সেই চুপ থাকা ভালোবাসেন।
‌কারণ তুমি এখন গোপনে গড়ে তুলছো এক সুন্দর ভবিষ্যৎ।

Address

Mymmensingh Shader
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share