Amra 3Jon

Amra 3Jon Welcome to Amra 3 jon.. �
(1)

সুন্দর হওয়াটা গুরুত্বপূর্ণ  নয়,,🖤কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়াটাই সৌন্দর্য🥰🌸
29/11/2024

সুন্দর হওয়াটা গুরুত্বপূর্ণ নয়,,🖤
কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়াটাই সৌন্দর্য🥰🌸

27/11/2024

কাজ কিছু না পারলে অন্যদের মা বলে।
-সমস্যা নেই আস্তে আস্তে সব শিখে যাবে।

আর আমার মা বলে,, কি করবি শশুর বাড়ি গিয়া? এক দরজা দিয়া নিবো, অন্য দরজা দিয়ে বের করে দিবো। 😒🥹

27/11/2024

2024 সাল প্রারাই শেষ হতে যাচ্ছে 🤗
যদি কারো সাথে খারাপ ব্যবহার করে থাকি 😔
তাহলে এসে ক্ষমা চেয়ে যাবেন ,কারণ দোষ আপনাদেরেই ছিলো!🥴
আমার কোনো দোষ নেই সব আপনাদের ☺️😂🤣😎

সরিষা ফুল❤️🌸
27/11/2024

সরিষা ফুল❤️🌸

26/11/2024

জীবনের ধারাপাত খুব অদ্ভুত! জীবন যেটা দেয় সবসময় তা হয়তো চাই না, কিন্তু পরবর্তীতে বুঝি যে জীবন বোধহয় ভালোই করেছিল। কিন্তু সময়ে মানতে পারিনা।

জীবনের প্রতিটা ধাপ সে সফল বা অসফল হোক তবে কিন্তু শিখিয়ে যায় অনেক কিছু, কখনও দায়িত্ব, কখনও শক্ত হতে, কখনো বা চুপিচুপি সরে এসে নিজেকে ভালো রাখা, আবার কখনও শূন্যতার মাঝে পূর্ণতা খুঁজতে শেখায়।😊🥀

জীবনে যত বাস্তবতার সাথে অভিযোজিত হতে পারবেন ততই কিন্তু জীবন সুখের হবে। কারণ আবেগের পাখা লাগিয়ে উড়ে যাওয়া গল্পগুলো, কল্পনাতেই শ্রেয়। জীবনের পথচলায় আবেগী মানেই কষ্টকে আমন্ত্রণ করা।🙂

তাই জীবনে টিকে থাকতে লড়তে হবে, বাস্তবতার লালচোখ দেখে হেরে গিয়ে থেমে গেলে চলবে না।🖤🌸

ভালোবাসা তৈরি হয় ভালোলাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে,  আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থ...
24/11/2024

ভালোবাসা তৈরি হয় ভালোলাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। ❤️🫶🥰

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amra 3Jon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share