25/10/2025
উচাখিলা ইউনিয়নের মরিচার চর নামাপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় ৮ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হলেও, ৪ বছর বয়সী আরেক শিশু এখনো নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান চলছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।