Md. Faruk Hossen Mondol

Md. Faruk Hossen Mondol আমি কৃষকের কথা বলি। কৃষি ও পরিবেশ নিয়ে কাজ করতে ভালবাসি।

ঈশ্বরগঞ্জ পৌর শিশু পার্কে ছেলে ও মেয়েকে নিয়ে বিকাল বেলায়। ধন্যবাদ সাবেক পৌর প্রশাসক জনাব ইকবাল হোসেন মহোদয়কে যিনি ঈশ্বরগ...
07/07/2025

ঈশ্বরগঞ্জ পৌর শিশু পার্কে ছেলে ও মেয়েকে নিয়ে বিকাল বেলায়। ধন্যবাদ সাবেক পৌর প্রশাসক জনাব ইকবাল হোসেন মহোদয়কে যিনি ঈশ্বরগঞ্জে এত সুন্দর একটা আয়োজন করে গেছেন।

খুবই উপকারী তথ্য। যিনি ফুটিয়ে তুলেছেন তার প্রতি ভালোবাসা।
07/07/2025

খুবই উপকারী তথ্য। যিনি ফুটিয়ে তুলেছেন তার প্রতি ভালোবাসা।

05/07/2025

Mustafizur
The experienced.
Congratulations team Bangladesh for winning against Srilanka.

অনুশীলন স্টাডি হোম (উচাখিলা)  এর আয়োজনে মরহুম শহীদুল আলম স্যারের স্মরণে ক্রিকেট ফ্যাস্টিভ্যালে প্রিয় ছাত্রদের সাথে।
05/07/2025

অনুশীলন স্টাডি হোম (উচাখিলা) এর আয়োজনে মরহুম শহীদুল আলম স্যারের স্মরণে ক্রিকেট ফ্যাস্টিভ্যালে প্রিয় ছাত্রদের সাথে।

🐾 কুকুর মিলনের সময় "আটকে যাওয়া" কেন ঘটে?জনসচেতনতার জন্য একটি বার্তাপশু চিকিৎসক ও প্রাণীবিজ্ঞানীরা প্রকৃতিতে এমন অনেক বিষ...
02/07/2025

🐾 কুকুর মিলনের সময় "আটকে যাওয়া" কেন ঘটে?
জনসচেতনতার জন্য একটি বার্তা
পশু চিকিৎসক ও প্রাণীবিজ্ঞানীরা প্রকৃতিতে এমন অনেক বিষয় পর্যবেক্ষণ করেন যা অনেকের কাছে অদ্ভুত বা অস্বস্তিকর মনে হতে পারে — যেমন, কুকুর মিলনের সময় “আটকে” যাওয়া।
দুঃখজনকভাবে, এই প্রাকৃতিক আচরণটি অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেন এবং তখন অনেকেই নিষ্ঠুর আচরণ করেন — কুকুরকে লাথি মারা, আঘাত করা বা জোরপূর্বক আলাদা করার চেষ্টা করেন।

🧠 কিন্তু চলুন জেনে নিই, আসলে কী ঘটে তখন?

কুকুরের প্রজনন প্রক্রিয়ায় একাধিক ধাপ থাকে। এর মধ্যে একটি ধাপ হলো “টাই” বা আটকে থাকার ধাপ। এই সময় পুরুষ কুকুরের পুরুষাঙ্গের একটি অংশ (Bulbus glandis) ফুলে যায়, আর একই সময়ে স্ত্রী কুকুরের যৌন অঙ্গে পেশি সংকোচন ঘটে — ফলে দু’জন স্বাভাবিকভাবেই আটকে যায়।

⏱ এই অবস্থা ৫ থেকে ৪৫ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। এটা দেখতে অস্বাভাবিক মনে হলেও এটি একেবারে স্বাভাবিক এবং কুকুরদের জন্য বেদনার নয়। এই সময়টাতে প্রজননের জন্য প্রয়োজনীয় তরল নির্গত হয়।

❌ জোরপূর্বক আলাদা করলে কী হতে পারে?
🔴 উভয় কুকুরের দেহে পেশি ছিঁড়ে যেতে পারে
🔴 স্ত্রী কুকুরের প্রজননতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি বন্ধ্যাত্ব হতে পারে
🔴 পুরুষ কুকুরের অভ্যন্তরীণ অঙ্গ যেমন কিডনি পর্যন্ত ক্ষতির আশঙ্কা থাকে

✅ আমাদের অনুরোধ:
দয়া করে হস্তক্ষেপ করবেন না।
কুকুররা তাদের স্বাভাবিক প্রজনন আচরণ অনুসরণ করছে। তারা কাউকে ক্ষতি করছে না।

যদি সত্যিই আপনি পশুপ্রেমী হন — যেমন আপনি অনলাইনে কিউট কুকুরের ছবি শেয়ার করেন — তবে বাস্তব জীবনেও তাদের প্রতি সদয় হোন।

🕊️ প্রকৃতিকে তার নিজস্ব নিয়মে চলতে দিন।

📣 মনে রাখুন:
সচেতনতা ও সহানুভূতি — এ দুটোই সবচেয়ে বড় মানবতা।
সব প্রাণীর প্রতি সদয় হোন।
প্রচারে
প্রফেসর ইমদাদুল হক প্রাণী সেবা কেন্দ্র ও ভেটেরিনারি ডায়াগনোস্টিক সেন্টার

25/06/2025

আগামী ২৬ জুন ২০২৫ অনুষ্ঠিতব্য সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা

আমার ছাদ বাগানের দুধ মরিচ গাছটি বড় হচ্ছে।
19/06/2025

আমার ছাদ বাগানের দুধ মরিচ গাছটি বড় হচ্ছে।

দেশি জাতের কাকরুল।
18/06/2025

দেশি জাতের কাকরুল।

ছাদ বাগানে লেবুর ফলন।
18/06/2025

ছাদ বাগানে লেবুর ফলন।

ছাদ বাগানের ছোট গোলাপ।
17/06/2025

ছাদ বাগানের ছোট গোলাপ।

14/06/2025

আলহামদুলিল্লাহ। তীব্র গরমের পর এভাবেই স্বস্তির বৃষ্টি আমাদের শীতল করেছে। সকাল সাড়ে আটটা থেকে ময়মনসিংহে বৃষ্টি হচ্ছে।

14/06/2025

আজ সকালের মেঘে ঢাকা আকাশ। স্বস্তির বৃষ্টি আসার আগের মূহুর্তে।

Address

Ishwarganj
Mymensingh
2280

Alerts

Be the first to know and let us send you an email when Md. Faruk Hossen Mondol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Faruk Hossen Mondol:

Share