Samia Isra Trera

Samia Isra Trera cat is an emotion....��

14/02/2025

11/02/2025
বয়স বাড়ার সাথে সাথে, আমি ধীরে ধীরে একটা জিনিস বুঝতে পারলাম, আমি আসলে কারো ভাগ্য পরিবর্তন করতে পারবো না।  এমনকি কারো ভাগ্...
07/02/2025

বয়স বাড়ার সাথে সাথে,
আমি ধীরে ধীরে একটা জিনিস বুঝতে পারলাম,
আমি আসলে কারো ভাগ্য পরিবর্তন করতে পারবো না।
এমনকি কারো ভাগ্য পরিবর্তনের দায়িত্বও আমাকে দেয়া হয়নি।
আমি শুধু একজন মানুষের মঙ্গলের জন্য চেষ্টা করতে পারি,
তার জন্য দোয়া করতে পারি।

ভাগ্য নিয়ে একটা সুন্দর জাপানি গল্প আছে...
জাপানের তাকামায়া গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন।
কৃষক লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল।
কৃষি কাজে, ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলা ফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন।

একদিন ঘোড়াটি হারিয়ে গেলো।
তাকে আর খুঁজে পাওয়া গেলো না।
কৃষকের স্ত্রীর খুব মন খারাপ।কিন্তু কৃষক লোকটির কোন অস্থিরতা নেই। তার কোন আফসোস নেই।
হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোন দুঃচিন্তা নেই। তাকে দেখে মনে হচ্ছে কোন কিছুই যেন হারায়নি।

আসে পাশের প্রতিবেশীরা এসে বললো,
"তোমার কি দুর্ভাগ্য ! একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেলো "

এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বললো , "হতে পারে "
তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরোও তিনটি বন্য ঘোড়া।

কৃষকের বাড়িতে অনেক আনন্দ।

শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি, তার সাথে আবার আরোও তিনটা ঘোড়া।

প্রতিবেশীরা আবার দেখতে আসলো , সবাই লোকটিকে বলতে থাকলো ,
"তোমার কি সৌভাগ্য , হারানো ঘোড়া ফিরে পেয়েছো সেই সাথে আবার তিনটা বাড়তি ঘোড়া "

কৃষক আগের মতই হাসি মুখে বললো , "হতে পারে"

দুই দিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ায় চড়তে চেষ্টা করে। কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায়।
এবং পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে।
এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করলো।
কৃষককে দুঃখ করে বললো ,
"এমন করে ছেলের পা ভেঙে গেলো , সত্যিই বড় দুর্ভাগ্য ! "

কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বললো , "হতে পারে"

পরদিনই কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে।

কিন্তু কৃষকের ছেলের ভাঙা পা দেখে তাকে না নিয়েই চলে গেলো।

এইবার প্রতিবেশিরা এসে সবাই বললো ,
"তোমারতো দেখছি অনেক বড় সৌভাগ্য , ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না "

মৃদু হেসে কৃষকের একই উত্তর , "হতে পারে "

এই বৃদ্ধ কৃষকের কথাই সত্যি।
এই জীবনে ভালো -মন্দ সবকিছুকেই মেনে নিতে হয়।

দিনের আলোকে যেমন করে ভালোব৷

✅জীবনে অনেক বই পড়েছি, কিন্তু সেগুলো থেকে যা শিখেছি তার বেশিরভাগই মনে রাখতে পারিনি। তাহলে এত বই পড়ার উপকারিতা বা প্রয়ো...
07/02/2025

✅জীবনে অনেক বই পড়েছি, কিন্তু সেগুলো থেকে যা শিখেছি তার বেশিরভাগই মনে রাখতে পারিনি। তাহলে এত বই পড়ার উপকারিতা বা প্রয়োজনীয়তা আছে কী? কখনও ভেবে দেখেছেন, আমরা যা পড়ি তার বেশিরভাগই কেন ভুলে যাই?

একদিন, এক ছাত্র তার অধ্যাপকের কাছে একই প্রশ্ন করেছিল। অধ্যাপক তখন কোনো উত্তর দিলেন না, নীরব রইলেন।

কয়েকদিন পর, অধ্যাপক এবং সেই ছাত্র নদীর ধারে হাঁটতে গেলেন। অধ্যাপক ছাত্রকে একটি ছিদ্রযুক্ত কলসি দেখিয়ে বললেন, "এই কলসি দিয়ে নদী থেকে জল আনো।"

ছাত্র হতভম্ব হয়ে গেল! সে ভাবল, "এটা তো অসম্ভব! ছিদ্রযুক্ত কলসিতে জল রাখা যাবে কীভাবে?"

কিন্তু সে তার অধ্যাপকের কথা ফেলতে পারল না। তাই সে কলসিটি নিয়ে নদীর দিকে দৌড়াল, জল ভরল, এবং ফিরে আসতে লাগল। কিন্তু কয়েক কদমের মধ্যেই সব জল গলে মাটিতে পড়ে গেল।

সে আবার চেষ্টা করল। কিন্তু প্রতিবারই জল গলে পড়ে গেল, এবং সে বারবার ব্যর্থ হল। একসময় হতাশ হয়ে সে অধ্যাপকের কাছে ফিরে এল এবং বলল, "আমি ব্যর্থ হয়েছি, এই কলসি দিয়ে জল আনা সম্ভব নয়। দয়া করে আমাকে ক্ষমা করুন।"

অধ্যাপক মৃদু হেসে বললেন, "তুমি ব্যর্থ হওনি। এবার কলসিটির দিকে তাকাও।"

ছাত্র অবাক হয়ে দেখল, কলসিটি একদম পরিষ্কার হয়ে গেছে! ময়লা-ধুলো সব ধুয়ে গেছে, আর এখন কলসিটি দেখতে একেবারে নতুনের মতো!

অধ্যাপক বললেন, "তোমার সাথেও বই পড়ার সময় ঠিক একই ঘটনা ঘটে। তোমার মনও এই কলসিটির মতো। বইয়ের তথ্যগুলো জলের মতো। তুমি যা পড়ো, তার সব কিছু মনে রাখতে পারো না। কিন্তু সেটা কি খুব জরুরি? না, কারণ প্রতিটি বই তোমার মনকে নতুন ধারণা, জ্ঞান, অনুভূতি, এবং সত্যের আলোয় আলোকিত করে।"

"প্রতিবার যখন তুমি বই পড়ো, তখন তোমার চিন্তাধারা বিশুদ্ধ হয়, তোমার মন পরিষ্কার হয়, আর তুমি এক নতুন মানুষ হয়ে ওঠো। এটিই বই পড়ার আসল উদ্দেশ্য।"

📌I have read countless books in my life, yet I hardly remember most of what I learned from them. So, what’s the point of reading so many books?

One day, a student asked his professor the same question. The professor didn’t respond immediately; instead, he remained silent.

A few days later, they met by a river. The professor handed the student a pot full of holes and said, "Fetch some water from the river using this pot."

The student was puzzled. He knew that carrying water

Address

Mymensingh

Telephone

+8801717827916

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samia Isra Trera posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share