25/10/2025
ব্রাহ্মণবাড়িয়ায় লড্ডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সং"ঘ"র্ষে
মো. নাসির উদ্দিন (৬৫) নামে একজন নি"হ"ত হয়েছে। এ ঘট"নায় আ"হ"ত হয়েছেন আরো ২০ জন। শনিবার সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত নাসির ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের সাচ্চু গ্রুপের বি"রো"ধ চলে আসছিল। এরই জের ধরে আজ ভোরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সং"ঘ"র্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সং"ঘ"র্ষে প্রতিপক্ষের আ"ঘা"তে সাচ্চু গ্রুপের নাসির উদ্দিন নি"হ"ত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নি"য়"ন্ত্রণে আনে। ফের সং"ঘ"র্ষ এড়াতে এলাকায় অ"তি"রিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । নি"হ"তের ম"রদে"হ ম"য়'নাত"দন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ম'র্গে প্রেরন করা হয়েছে।