PHD বাংলা

PHD বাংলা সত্য ও নিরপেক্ষতার সাথে সবসময় PHD বাংলা।
দেশ ও দেশের বাহিরের সকল আপডেট এখন আপনার - হাতের মুঠোয়।

ব্রাহ্মণবাড়িয়ায় লড্ডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সং"ঘ"র্ষেমো. নাসির উদ্দিন (৬৫) নামে একজন নি"হ"ত হয়েছে। এ ঘট"নায় আ"হ...
25/10/2025

ব্রাহ্মণবাড়িয়ায় লড্ডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সং"ঘ"র্ষে

মো. নাসির উদ্দিন (৬৫) নামে একজন নি"হ"ত হয়েছে। এ ঘট"নায় আ"হ"ত হয়েছেন আরো ২০ জন। শনিবার সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত নাসির ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের সাচ্চু গ্রুপের বি"রো"ধ চলে আসছিল। এরই জের ধরে আজ ভোরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সং"ঘ"র্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সং"ঘ"র্ষে প্রতিপক্ষের আ"ঘা"তে সাচ্চু গ্রুপের নাসির উদ্দিন নি"হ"ত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নি"য়"ন্ত্রণে আনে। ফের সং"ঘ"র্ষ এড়াতে এলাকায় অ"তি"রিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । নি"হ"তের ম"রদে"হ ম"য়'নাত"দন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ম'র্গে প্রেরন করা হয়েছে।

আমাদের প্রিয় সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ ভাইয়ের শ্রদ্ধেয় মাতা আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন...
25/10/2025

আমাদের প্রিয় সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ ভাইয়ের শ্রদ্ধেয় মাতা আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন — ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।

ময়মনসিংহে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কোনও মাত্রাই নিরাপদ নয়, সিসা দূষণ ব...
24/10/2025

ময়মনসিংহে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কোনও মাত্রাই নিরাপদ নয়, সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে ইউনিসেফ-এর সহযোগিতায় ময়মনসিংহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।

শুক্রবার বিকেল ৪টায় টাউন হল মোড় থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল ৫টা ৩০ মিনিটে ব্যাটবল চত্বরে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়। এ কার্যক্রমে ৪০ জনের বেশি অংশগ্রহণ করেন — যাদের মধ্যে ছিলেন ইয়ুথনেট গ্লোবালের স্বেচ্ছাসেবী, পিওর আর্থ ও ইউনিসেফের প্রতিনিধি, বিভিন্ন যুব ও সুশীল সমাজ সংগঠন, স্থানীয় এনজিও, শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড — এবং মুখর ছিল “সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে”সহ নানা স্লোগানে। উপস্থিতরা জানান, সিসা দূষণের বিপর্যয় থেকে শিশু ও জনস্বাস্থ্য রক্ষায় জরুরি ভিত্তিতে আইন প্রয়োগ ও মনিটরিং জোরদার করার এখনই সময়।

অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশে প্রায় ৬০ শতাংশ শিশু উচ্চমাত্রার সিসা দূষণের ঝুঁকিতে রয়েছে — যার ফলে শিশুদের মেধা ও স্বাস্থ্যের ভয়াবহ ক্ষতি হচ্ছে। একইসঙ্গে গর্ভবতী নারী ও প্রাপ্তবয়স্কদের জন্যও সিসা ব্যাপক ঝুঁকি তৈরি করছে।

বক্তারা জোর দিয়ে বলেন — “সিসা দূষণ রোধে সব মহলের সমন্বিত ও জরুরি উদ্যোগ ছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা সম্ভব নয়।”

ময়মনসিংহে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত কমেন্টে,,
24/10/2025

ময়মনসিংহে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত কমেন্টে,,

শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করলেন -জেলা প্রশাসক মফিদুল আলমময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম এক অনন...
24/10/2025

শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করলেন -জেলা প্রশাসক মফিদুল আলম

ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তিনি গফরগাঁও উপজেলার ভারইল-গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে খুদে শিক্ষার্থীদের সঙ্গে একই বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করেন।

শ্রেণিকক্ষে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তিনি তাদের পড়াশোনার অগ্রগতি, শেখার পদ্ধতি ও শিক্ষকদের পাঠদানের ধরন গভীরভাবে লক্ষ্য করেন। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পাঠদানের মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলো, সহকারী শিক্ষা অফিসারসহ স্থানীয় শিক্ষকবৃন্দ।

বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও আনন্দটাই আসল বিষয়। মাঠপর্যায়ে গিয়ে তাদের পাশে বসে শেখার আনন্দ ভাগ করে নিতে পারা আমার জন্য অত্যন্ত তৃপ্তিকর। শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও খুদে শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তিনি খোলা মনে পাঠদান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার মান উন্নয়নে বাস্তবভিত্তিক পরামর্শ দেন।

স্থানীয় শিক্ষকদের মতে, জেলা প্রশাসকের এই উদ্যোগ শিক্ষাপ্রেম ও মাঠপর্যায়ে প্রশাসনের সম্পৃক্ততার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

গফরগাঁওয়ে বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন -জেলা প্রশাসক মুফিদুল আলমগতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর...
24/10/2025

গফরগাঁওয়ে বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন -জেলা প্রশাসক মুফিদুল আলম

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম গফরগাঁও উপজেলার বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারি দপ্তরসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ, নথিপত্র পর্যালোচনা এবং কর্মকর্তাদের কার্যক্রমের মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী পরিদর্শনকালে জেলা প্রশাসক গফরগাঁও থানা, ভারইল-গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভারইল কমিউনিটি ক্লিনিক, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি উপজেলা ভূমি অফিসের পুরাতন রাজকাচারির সংস্কার কাজ, উপজেলা পরিষদ প্রাঙ্গণের দুটি অভ্যন্তরীণ রাস্তা, এবং উপজেলা পরিষদের ঐতিহ্যবাহী পুকুরঘাটের টাইলসকরণ ও বেঞ্চ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি এবং জনগণের কাছে তা আরও সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সেবার মান নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারক করা হচ্ছে।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সবসময় সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনস্বার্থই প্রশাসনের কেন্দ্রবিন্দু।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলো সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের এই পরিদর্শনের মাধ্যমে উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমে আরও গতি আসবে এবং চলমান উন্নয়নকাজগুলো দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ময়মনসিংহ স্টেশন থেকে ছেরে আসা রেলীমোরে আসামাত্রই বলাকা কম্পিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আ/গু/ন লাগে। কিন্ত দ্রুত আ/গু/...
23/10/2025

ময়মনসিংহ স্টেশন থেকে ছেরে আসা রেলীমোরে আসামাত্রই বলাকা কম্পিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আ/গু/ন লাগে। কিন্ত দ্রুত আ/গু/ণ নিয়ন্ত্রণে চলে আসে। ট্রেনের ড্রাইভার তাৎক্ষণিক আ/গু/ণ নিবিয়ে ফেলে৷

23/10/2025

বন্ধুত্বের টানে আমেরিকার স্থানীয় এক যুবক এসেছেন বাংলাদেশে। দীর্ঘদিন আমেরিকায় বসবাস করলেও শৈশবের বন্ধুর ডাকে সাড়া দিয়ে ফিরে এসেছেন তিনি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিলশা গ্রামে।

ময়মনসিংহ নগরীতে বন্ধু সংঘ মন্দিরে শ্যামা পূজার মূর্তির হাত ভাংচুর এর খবর পেয়েই স্পটেই সরাসরি উপস্থিত হোন ময়মনসিংহ জেলার ...
23/10/2025

ময়মনসিংহ নগরীতে বন্ধু সংঘ মন্দিরে শ্যামা পূজার মূর্তির হাত ভাংচুর এর খবর পেয়েই স্পটেই সরাসরি উপস্থিত হোন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আবদুললাহ্ আল মামুন। এ সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি
23/10/2025

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি

23/10/2025

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ

Address

Mymensingh
2201

Website

https://youtube.com/channel/UCg9WUQ5T3KHvpS2tf

Alerts

Be the first to know and let us send you an email when PHD বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PHD বাংলা:

Share