Search of Anik

Search of Anik সবার কাছে অনুপ্রেরণা এবং ভালোবাসা প্রত্যাশী আমি।
ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে চালায় আমার উদ্দেশ্য।

29/04/2025

আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার অবগতির জন্য জানানো যাচ্ছে যে...
এটি আমার একটি নতুন পেজ আপনারা ফলো দিয়ে সবাই পাশেই থাকবেন।।।

28/04/2025

**গল্প: অনিক আর দোলার জীবন**

মেঘলা এক বিকেলে ঢাকার একটি ছোট্ট কফিশপে বসে ছিল অনিক। জানালার পাশে তার পছন্দের সিট। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, আর সে তার ল্যাপটপে কিছু লিখতে ব্যস্ত। এমন সময় হঠাৎ এক ঝলক সুগন্ধি আর কেউ একজন তার পাশের চেয়ারে বসে পড়ল।

"এসিট খালি?"—একটি মিষ্টি কণ্ঠস্বর শুনে অনিক মাথা ঘুরিয়ে দেখল। চুলে হালকা ভেজা, গোলাপি সালোয়ার-কামিজে মিষ্টি এক মেয়ে দাঁড়িয়ে আছে।

"হ্যাঁ, বসতে পারেন," অনিক হাসল।

মেয়েটি নিজেকে পরিচয় দিল—"আমি দোলা।"

এভাবেই শুরু হলো তাদের পরিচয়। দোলা ছিল গ্রাফিক ডিজাইনার, আর অনিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দুইজনই আলাদা জগতের, কিন্তু কথায় কথায় মিলে গেল তাদের ভাবনা। কফির কাপ ফাঁকা হতে না হতেই তারা আবিষ্কার করল—একই গান পছন্দ, একই লেখকের বই ভালো লাগে, আর দুজনেই রেইনি ডে-তে কফিশপে বসে সময় কাটাতে পছন্দ করে।

দিন যায়, সপ্তাহ যায়—অনিক আর দোলার বন্ধুত্ব গভীর হয়। তারা একসাথে পুরান ঢাকার গলিতে হারিয়ে যায়, রাত জেগে সিনেমা দেখে, আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলে। দোলার রঙিন চিন্তাভাবনা আর অনিকের যুক্তিবাদী মাথা একসাথে মিলে তৈরি করে নতুন নতুন আইডিয়া।

কিন্তু একদিন দোলা জানাল—সে সুযোগ পেয়েছে বিদেশে পড়ার। অনিক প্রথমে থমকে গেল, কিন্তু দোলার চোখে স্বপ্ন দেখে বলল, "যাও, তোমার জন্য ভালো হবে।"

দোলা চলে গেল, কিন্তু দূরত্ব তাদের কাছে বাধা হয়ে দাঁড়াল না। ভিডিও কলে, মেসেজে, চিঠিতে তারা যোগাযোগ রাখল। বছর ঘুরতেই অনিকও একটি প্রোজেক্টে সুযোগ পেল দোলার দেশে।

এয়ারপোর্টে দেখা হওয়ার মুহূর্তে দোলা ছুটে এসে জড়িয়ে ধরল অনিককে। "মিস করেছি," সে বলল।

অনিক হাসল, "আমিও।"

(গল্পটি কাল্পনিক,

Address

বাশাটি, ছনধরা বাজার, ফুলপুর
Mymensingh
৩৫৬০

Website

Alerts

Be the first to know and let us send you an email when Search of Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share