
07/06/2025
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
প্রিয় সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী ও মহানুভব রক্তদাতা ভাই-বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদ উল আযহার এই পুণ্যদিবসে ফ্রি ব্লাড ডোনেশন ময়মনসিংহ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
এই ঈদ আমাদের শিক্ষা দেয় ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার। চলুন আমরা এই শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে মানুষের পাশে দাঁড়াই, একে অপরের কষ্ট ভাগ করে নেই, এবং রক্তদানের মত মহৎ উদ্যোগে নিজেদের নিয়োজিত রাখি।
রক্তদানের মাধ্যমে যেমন জীবন বাঁচানো যায়, তেমনি এই সমাজে ভালোবাসা ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়া যায়। আমাদের এই সংগঠন সেই আদর্শেই কাজ করে যাচ্ছে, এবং আপনাদের সকলের সহযোগিতা আমাদের পথচলাকে আরো দৃঢ় করছে।
আল্লাহ আমাদের সকল ত্যাগ কবুল করুন এবং আমাদের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করুন।
শুভেচ্ছান্তে,
আতিক হাসান
— কার্যনির্বাহী সদস্য_
Free Blood Donation Mymensingh -“fbdm”
Free Blood Donation Mymensingh(FBDM)
ঈদ মোবারক! 🌙🕋
া োবারক #ফ্রি_ব্লাড_ডোনেশন_ময়মনসিংহ #মানবতা #ত্যাগ #রক্তদান
#রক্ত_দানে_নেই_ভয়_করবো_এবার_মানব_জয়