Hasi Mem Official

Hasi Mem Official Lecturer
Valuka Fazil Madrasah
"জ্ঞান যথেষ্ট নয়, আপনাকে এর প্রয়োগ করতে হবে। তেমনি ইচ্ছা যথেষ্ট নয়, আপনাকে তা কর্মে বাস্তবায়ন করতে হবে।"

ফাজিল স্নাতক ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য পরীক্ষক ও প্রধান পরীক্ষক নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদে...
14/09/2025

ফাজিল স্নাতক ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য পরীক্ষক ও প্রধান পরীক্ষক নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

ছুটি
13/09/2025

ছুটি

Real Hero
13/09/2025

Real Hero

💚🩵MPOভুক্ত প্রতিষ্ঠানে মাতৃত্বকালিন ছুটি🩵💚১। MPOভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা শিক্ষক-কর্মচারীগণ প্রসূতি ছুটির জন্য আবেদ...
05/09/2025

💚🩵MPOভুক্ত প্রতিষ্ঠানে মাতৃত্বকালিন ছুটি🩵💚

১। MPOভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা শিক্ষক-কর্মচারীগণ প্রসূতি ছুটির জন্য আবেদন করিলে, আবেদনের তারিখ হতে কিংবা আবেদন না করিলে সন্তান প্রসবের দিন হতে ০৬ মাস ছুটি পাবেন।

২। কোন মহিলা শিক্ষক-কর্মচারী চাকুরির শুরুতে মানে চাকুরিতে যোগদানের সময় যদি তার সন্তানের বয়স ০৬ মাস না হয়ে থাকে তাহলেও যোগদানের তারিখ হতেই সন্তানের বয়স ০৬ মাস না হওয়া পর্যন্ত প্রসূতি ছুটি নিতে পারবেন।

৩। একজন মহিলা শিক্ষক/কর্মচারী চাকুরী জীবনে সর্বোচ্চ ০২ বার মাতৃত্বকালিন ছুটি নিতে পাবেন।

02/09/2025

৬৫ হাজার গানের টিচার নেওয়ার সিদ্ধান্ত হয়ে গেলো। প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত
সময়ের দাবী।

মাদ্রাসা শিক্ষক, কর্মচারীদের আগস্ট মাসের  এমপিও ছাড়, আগামী ০২/০৯/২০২৫ ইং তারিখের পর উত্তোলন করতে পারবেন।
01/09/2025

মাদ্রাসা শিক্ষক, কর্মচারীদের আগস্ট মাসের এমপিও ছাড়, আগামী ০২/০৯/২০২৫ ইং তারিখের পর উত্তোলন করতে পারবেন।

01/09/2025

ফাজিল / কামিল পাশ করে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হতে পারবে।
পদ সংখ্যা ২১৬৯।
বয়স - ৩২।

30/08/2025

#পুলিশ #ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের জন্য :
১.NTRCA সনদ।
১.SSC,HSC,HONOURS,MASTERS মূল সনদ
২.NID CARD এর মূল কপি
৩.স্থায়ী ঠিকানার নাগরিকত্ব সনদ
৪.স্থায়ী ঠিকানায় বিদ্যুৎ বিলের যে কোন এক মাসের কপি
৫.পিতা,মাতার,স্বামী,স্ত্রীর NID Card.
৬.সর্বশেষ যে প্রতিষ্ঠানে পড়েছেন তার বিভাগীয় প্রধান কর্তৃক প্রদানকৃত প্রত্যয়নপত্র ও চারিত্রিক /প্রশংসাপত্র
৭.নিয়োগ পত্র।
৮.যোগদান পত্র।
৯.সুপারিশ পত্র।
১০.পুলিশ ভেরিফিকেশন ফরম।

#ডকুমেন্টসগুলো সংগ্রহে রাখুন।পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার কাজে লাগবে। কিছু কিছু কাগজ পত্র কম/বেশি হতে পারে।

28/08/2025

NTRCA সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগে গড়িমসির কারণে ৫ প্রতিষ্ঠান প্রধানের এমপিও (ইনডেক্স) স্থগিত।

দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা সম্পর্কে অবহিতকরণ-২০২৫
28/08/2025

দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা সম্পর্কে অবহিতকরণ-২০২৫

অধ্যক্ষ/সুপার যদি নিয়োগ ও যোগদানে ঝামেলা করে ও ঘুষ চায় এমতাবস্থায় প্রতিষ্ঠান প্রধানকে এই চিঠি দেখাবেন এতেই উনার শরীরে ১১...
28/08/2025

অধ্যক্ষ/সুপার যদি নিয়োগ ও যোগদানে ঝামেলা করে ও ঘুষ চায় এমতাবস্থায় প্রতিষ্ঠান প্রধানকে এই চিঠি দেখাবেন এতেই উনার শরীরে ১১০° ডিগ্রী জ্বর আসবে। উপজেলা UNO বা জেলার DC/ADC অথবা NTRCA অথবা অধিদপ্তরে অভিযোগ জানালেই জ্বরের মাত্রা আরও বৃদ্ধি পাবে প্রধানের ।পেরেশানি করবেন না, ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে।

28/08/2025

একজন সহকারী শিক্ষকের বেতন ১২,৫০০ টাকা। যোগদানের জন্য প্রতিষ্ঠান প্রধান দাবী করে ৫০০০০ টাকা।
তার মানে ৪ মাসের অগ্রিম টাকা দিয়ে নিয়োগ পত্র নিতে হবে। এরকম অভিযোগ আমার কাছে আছে। সব কিছুর অকাট্য প্রমান আমার কাছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে কথা বলেছি। ইনশাআল্লাহ দেখি কী হয়? মেধায় নিয়োগ পেয়ে প্রতিষ্ঠান প্রধান/ কমিটিকে টাকা দিয়ে নিয়োগপত্র নিতে হবে। এটা অন্যায়। আমি অন্যায় / দুর্নীতির বিরুদ্ধে লড়বো। আমার কী হবে এটা কেয়ার করি না। তবে আপনারা পাশে আমার কাজ করা সহজ হবে ইনশাআল্লাহ।

অভিযোগ প্রমানসহ (অডিও/ ভিডিও) ০১৭৫১০৪০৫৯৬ নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasi Mem Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share