Dipa Rahman

Dipa Rahman আসসালামু আলাইকুম,, সবাইকে আমার পেইজে স্বাগতম,,আপনার সবাই আমার সাথে থাকবেন,,,

ভাগ্য আসলেই অদ্ভুত! যার নাসিবে থাকে - তার সুখ, শান্তি ও ভালোবাসা সবদিক দিয়েই থাকে। আর যার থাকে না, তার নাসিবে কোনো দিক দ...
02/07/2025

ভাগ্য আসলেই অদ্ভুত! যার নাসিবে থাকে - তার সুখ, শান্তি ও ভালোবাসা সবদিক দিয়েই থাকে। আর যার থাকে না, তার নাসিবে কোনো দিক দিয়েই থাকে না।

হ্যাঁ, তার শুধু ‘আল্লাহ ভরসা’ ছাড়া আর কিছুই বলার থাকে না।



28/06/2025

আপনি কাওকে মিস করছেন,তাকে ছাড়া আপনার চলতে খুব কষ্ট হচ্ছে।আপনারে প্রতিনিয়ত তার শূণ্যতা গ্রাস করে যাচ্ছে,জীবন আপনার কাছে অর্থহীন মনে হচ্ছে।আপনার বারবার ফিল হইতেছে সেই মানুষ ছাড়া আপনার চলবেই না।তবুও মুখ বুঝে সহ্য করে যান।

দাঁতে দাঁত চেপে বসে থাকেন,খবরদার তাকে তা বুঝাইতে দিয়েন না।কান্না পেলে কান্না করেন,একা থাকতে কষ্ট হলেও একা থাকা প্রেক্টিস করেন।কষ্ট হচ্ছে তবুও..
আপনার সুখ তার থাকা না থাকার উপর নির্ভর করছে,আপনি জানেন,তবুও তাকে তা বুঝাইতে দিয়েন না।প্লিজ দিয়েন না।

মানুষ বড়ই ক্রুয়েল জাতী,মানুষ বড় কঠিন,মানুষ খুব অমানবিক।আপনার কাওকে ছাড়া চলছেই না,এইটা জানবার পরেই আপনার ওপর পাশের মানুষটার সব চেঞ্জ হয়ে যাবে।সবকিছু অবাস্তবিক মনে হইতে শুরু করবে।
দেখবেন,এ কেমন মানুষ!
এই মানুষ তো আপনি চিনতেন না,আপনি যারে চিনতেন সে তো এমন ক্রুয়েল হওয়ার কথা ছিলো না।অথচ তাই হয়ে গেছে সে!

নিজের সুখে থাকা আরেকজনের কাঁধের উপর দিয়েন না,নিজের কাঁধরে নিজে গ্রহণ করুন।নিজের দুঃখ নিজের কাছে রাখুন।
আপনি সুখী নন,তা লাঘব করতে কেউ আসবে না,তা বিশ্বাস করুন।নিজেরে একটা অবাস্তব জিনিসের মধ্যে ঠেলে দিয়েন না।

কেউ ফুল নিয়ে আসবার অপেক্ষা না করে,ভোর হলে আলোর সাথে নিজেই ছুঁটে যান শিউলি গাছের তলায়।নিজের কানের পাশে হাসিমুখে গুঁজে দিন নিজের সুখ।
সুখের ভাগিদার বহু পাবেন,সম্ভব হলে তা ভাগ করেন।দুঃখ কেউ নিবে না,আপনার একাকিত্ব নিয়ে কাওরে মশকরা করবার সুযোগ দিয়েন না।মানুষ বড় সুযোগ সন্ধানী প্রাণী।আপনি তো জানেনই—
❝আপনি ভেতর থেকে ভেঙে পড়ছেন,সেটা কাউকে বুঝতে দিয়েন না,কারণ লোকে ভেঙে পড়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়!❞

আপনি সুখী হোন,আপনি নিজের পিঠে নিজে চাপড়ে বলুন আপনি পারবেন।নিজের শ্বাসপ্রশ্বাস নিজে টানবার মত করে টিকে থাকার তাগিদে সুখে থাকা আপনিই নিশ্চিত করুন।

কিন্তু,কিন্তু,প্লিজ লাগে অন্যের উপর নির্ভর হইয়েন না।জানেনই তো,মানুষ বড় সুযোগ সন্ধানী,মানুষ বড় ক্রুয়েল জাতী,বড়ই অমানবিক....

বুক ভরে শ্বাস নিন,আকাশের দিকে তাকান,হাসি দিয়ে নিজেকে বলুন—
আমি সুখী,আমার সুখে থাকা একমাত্র আমারই কর্তব্য,অন্যকারো জন্য না।আমারে আমিই না দেখলে আর দেখবে কে!🌗



28/06/2025

তোমার বোঝা উচিত ছিল পুরো মহাবিশ্বে আমার তোমাকেই কেনো মনে ধরেছিল। তোমার জানা উচিত ছিলো এতো চোখের ভীড়ে তোমার চাহনিতে কেন আমার চোখ আটকে ছিলো।

তোমার শোনা উচিৎ ছিলো, ফেলে আসা ব্য'থার দিন গুলোর য'ন্ত্রণার চেয়ে তোমার নীরবতা আমাকে আরও ক'ষ্ট দিয়েছে। তুমি গত হয়েছো সেই'কবে, তবুও তোমার বিষাদ আমাকে নিস্তার দেয়নি কোনকাল।🤍🖤🤍




27/06/2025

ভবিষ্যৎ নিয়ে যদি রোজ পাঁচ'টা পরিকল্পনা করি,
তার মাঝে চার'টাই তোমায় ঘিরে.!🌸🖤



বুঝেও নাহ্ বুঝার ভান ধরি এতােটুকু ঠিকই বুঝি, কার জীবনে আমার গুরুত্ব কতটুকু.!🌗
19/06/2025

বুঝেও নাহ্ বুঝার ভান ধরি এতােটুকু ঠিকই বুঝি, কার জীবনে আমার গুরুত্ব কতটুকু.!🌗



আমার নাওয়া খাওয়া ঘুম হারাম করেতুই আমার জীবনে থাক আরাম করে!🖤
18/06/2025

আমার নাওয়া খাওয়া ঘুম হারাম করে
তুই আমার জীবনে থাক আরাম করে!🖤



ভেবেছিলাম কিছু যায় আসে নাহ্, তারপর দেখি বুকে যেন কিসের য'ন্ত্র'না হয়.!🥀
11/06/2025

ভেবেছিলাম কিছু যায় আসে নাহ্, তারপর দেখি বুকে যেন কিসের য'ন্ত্র'না হয়.!🥀




তুমি বরং তোমার যোগ্য কাউকে খুঁজে নিও, আমার মতো অযোগ্য মানুষ তোমার পাশে মানায় না!😊
10/06/2025

তুমি বরং তোমার যোগ্য কাউকে খুঁজে নিও, আমার মতো অযোগ্য মানুষ তোমার পাশে মানায় না!😊




Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipa Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category