13/09/2024
পলাশী যুদ্ধের ঘটনা
১।পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়– ভাগীরথী নদী (২৩ জুন ১৭৫৭)
২। পলাশীর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত– নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে
৩। পলাশীর যুদ্ধ কত ঘন্টা স্থায়ী ছিল– ৮ ঘন্টা (প্রায় )
৪। নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের কারণ– প্রধান সেনাপতি মীরজাফর বিশ্বাসঘাতকতার কারণে
৫।পলাশীর যুদ্ধে কে পরাজিত হন– নবাব সিরাজউদ্দৌলা
৬। নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে কাদের দ্বারা পরাজিত হয়– ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা
৭।চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে– লর্ড কর্নওয়ালিস(১৭৯৩)
৮। সিপাহী বিদ্রোহ কত সালে– ১৮৫৭
নোট: ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ, ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ।
৯। সিপাহী বিদ্রোহের সাথে স্মৃতি জড়িত স্থান– বাহাদুর শাহ পার্ক
১০। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে– ১৮২৯ সালে (লর্ড বেন্টিক)
১১। ছিয়াত্তরের মন্বন্তর– বাংলা সন (১১৭৬), ইংরেজি সন (১৭৭০)
টেকনিক: ইংরেজি সন + ৬ = বাংলা সন
যেমন- ৭০+৬ =৭৬ (যা ইংরেজি সন)
১২। ভারত উপমহাদেশে পুলিশিং ব্যবস্থা চালু করেন– লর্ড ক্যানিং
১৩। কে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে– ইংরেজরা (১৬০০ সালে)
১৪। উপমহাদেশের প্রথম গভর্নর– লর্ড ক্লাইভ
১৫। দ্বৈত শাসন ব্যবস্থায় রাজস্ব আদায় করতেন– লর্ড ক্লাইভ
১৬। দ্বৈত শাসন ব্যবস্থা কার হাতে ব্যস্ত ছিল– নবাবের হাতে
নোট: দ্বৈত শাসন ব্যবস্থায়: শাসক (নবাব), রাজস্ব আদায় (লর্ড ক্লাইভ)
১৭। জমি নিলাম ব্যবস্থা চালু করেন– ওয়ারেন হেস্টিং
N.B: 80….