26/08/2025
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম বিএনপি নেত্রী রুমিন ফারহানা।
ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন ব্যারিস্টার অতঃপর অভিনেত্রী এরপর রাজনীতিতে প্রবেশ করে দ্রুতই পরিচিতি পান একজন সাহসী নারী হিসেবে।
একসময় তিনি সংসদে এবং টকশোতে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য ও প্রতিবাদ করে সাধারণ মানুষের কাছে হিরো বনে গিয়েছিলেন।
কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর যেন সম্পুর্ন পাল্টে গেলো রুমিন ফারহানার চরিত্র।
তার কথার সুর এখন আর আগের মতো নয়, বরং অনেকে বলছেন – আওয়ামী লীগের কণ্ঠস্বরের সঙ্গেই মিলে যাচ্ছে তার বক্তব্য।
সম্প্রতি নির্বাচন কমিশনের কার্যালয়ে তারই ইশারায় ঘটে যাওয়া মারামারি ও হাতাহাতির ঘটনায় রুমিনের এক্সপ্রেশন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
যেখানে একসময়ের হিরো রুমিনকে অনেকে বলছেন – “লেডি ডন”।
তাছাড়া বিপ্লবী ছাত্রনেতা হাসানাত আব্দুল্লাহকে প্রকাশ্যে “ডাকাত” ও “ফকিন্নির বাচ্চা” বলে গালি দেওয়ার পর রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণের চোখে রুমিন ফারহানার চরিত্র নিয়ে প্রশ্ন আরও গভীর হয়েছে।
একদিকে তিনি ছিলেন মানুষের কাছে ন্যায়ের কণ্ঠস্বর, আর আজ তারই ভঙ্গি ও ব্যবহারে উঠে আসছে ভিন্ন চিত্র।
রাজনীতির মাঠে তাই এখন জোর আলোচনা—
👉 রুমিন ফারহানা কি সত্যিই বিএনপির নায়িকা থেকে বিতর্কিত লেডি ডনে পরিণত হলেন?