Alor Pothe - আলোর পথে

Alor Pothe - আলোর পথে ইসলাম জিতবেই তোমাকে ছাড়া অথবা তোমাকে নিয়ে।
কিন্তু ইসলাম ছাড়া তুমি হারিয়ে যাবে এবং হেরে যাবে।

Mehedi Hasan Emon🇧🇩🇪🇭
(1)

08/05/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! Md Sohan, Noman Al, G M Najir Hossain, Md Shoikot Ahmed, ...
06/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Sohan, Noman Al, G M Najir Hossain, Md Shoikot Ahmed, Sei Ronju, MO R Salin, Riseta Jahan Rai, Jaynty Rani, Md Aktar Ahmed, Muhammad Mehedi Hasan, Shamim Reza, Devender Baldev Raj, MD Nurullah, Roni Aii, Mb Milon Mia, J.S. Emran, Bappy Bappy, Mubarak Alam, Prince Rj Imam, Rigan Lamurong, Tulsi Ram, Nasir Uddin Chaudhary

এই হলো সমাজের অবস্থা। 😥🥀পুরুষের টাখনুর নিচে কাপড় পড়া হারাম!!(বুখারী~৫৭৮৭)  আর____মহিলাদের টাখনুর উপর কাপড় পড়া হারাম!!(তি...
06/05/2025

এই হলো সমাজের অবস্থা। 😥🥀

পুরুষের টাখনুর নিচে কাপড় পড়া হারাম!!
(বুখারী~৫৭৮৭)
আর____
মহিলাদের টাখনুর উপর কাপড় পড়া হারাম!!
(তিরমিযী~১৭৩১)

এমন স্পষ্ট হাদিস থাকার পরেও বর্তমানে এর উল্টোটাই বেশি হচ্ছে!!

আল্লাহ আমাদের সবাইকে সহীহ বুঝ দান করুন,, আমিন। 🤲🏻🤲🏻

পরিণত বয়সে এসে আমাদের অনেকেরই হয়তো কাজেও লাগতে পারে গল্পটি!!!"যৌবনাশ্রম খুঁজে দেখো!"আব্দুর রহমান সাহেব ক'মাস ধরেই কিছু আ...
05/05/2025

পরিণত বয়সে এসে আমাদের অনেকেরই হয়তো কাজেও লাগতে পারে গল্পটি!!!

"যৌবনাশ্রম খুঁজে দেখো!"

আব্দুর রহমান সাহেব ক'মাস ধরেই কিছু আঁচ করছিলেন। উনি তিন বছর হয় রিটায়ার করেছেন। সরকারী উচ্চপদে ছিলেন। ভাল অঙ্কের পেনশন পান। স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে।
দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন। বাবা এবং মায়ের দুজনের স্নেহ দিয়ে ভালভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর বড় ছেলের বিয়ে দিলেন। একটি নাতি হল। উনার মনে আর আনন্দ ধরে না


এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন। রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল। তারপর ছোট বৌমা এল।

আব্দুর রহমান সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান। সংসারের অনেকটা ব্যয় ভার বহন করেন।
একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন বড় বৌমার গলা পেলেন, আজ বাজার শর্ট আছে, রাতে রান্না হবে না। সে চাকরী করে। বলছে জা কে।

এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জয়নব আছে। সে তাঁর ছেলেদের থেকে বেশ কিছুটা বড়। জয়নব মাতৃহারা দুই ছেলেকে অপার স্নেহে আগলে রেখেছিল।
সে বলল--ভাইজানরা কেউ এনে দেবে।

বড় বৌ বলল--কেন বাবা তো বসে আছেন বাজারটা রোজ করলেই পারেন।

আব্দুর রহমান সাহেবের কানে কথাটা বাজল। বুঝলেন সংসারে তাঁর প্রয়োজন ফুরিয়েছে।
নিজের মনকে বললেন-- মন তুই তৈরী থাক।

এরপর থেকে বৌদের নানা আচরণে তাঁর প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকল।

একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বৌকে বলছে--আমার শার্টটা লণ্ড্রী থেকে আনা হয়নি?
বড় বৌ বললো-- না যাবার সময় হয়নি।

বড় ছেলে -বাবা একটু আনতে পারল না? সারাদিন তো বসেই থাকে। আব্দুর রহমান সাহেবের কানে গেলে ভাবলেন-- যুগধর্ম!

এরপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন--সবাই আগে ভাগেই উপস্থিত।

জয়নব প্লেটে গরম লুচি, আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছে।
বড় ছেলে বলল --বাবা একটা কথা ছিল।

আব্দুর রহমান সাহেব বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করেছে। বললেন, বল।

বড় ছেলে বললো, জানো বাবা কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম। কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গা গুলো দেখতে বেড়িয়েছিলাম। দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো। আমরা যাব আসব। কিরে ভাই কি বলিস?

ছোট ছেলে বলল, বেশ ভালো হবে।
আব্দুর রহমান সাহেব হেসে বললেন--সব তো

..... একটি সুন্দর গল্প বলছি...চাইলে ৩০ সেকেন্ড ব্যয় করে পড়তে পারেন, কথা দিলাম আপনার লাভ হবে ক্ষতি হবেনা......• একদা এক ব...
04/05/2025

..... একটি সুন্দর গল্প বলছি...

চাইলে ৩০ সেকেন্ড ব্যয় করে পড়তে পারেন, কথা দিলাম আপনার লাভ হবে ক্ষতি হবেনা......

• একদা এক ব্যক্তি লেখা পড়ছিল "!!! হঠাৎ সে ব্যক্তি বলে উঠল.. ("সুবহানআল্লাহ")

তারপর সে লেখার নিচের দিকে পড়তে শুরু করল সে বলে উঠল.. ("আলহামদুলিল্লাহ")

সে আবার পড়তে শুরু করল

এবং বলে উঠল... {"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ)}

সে খুবই ভাল অনুভব করতে লাগল এবং বলল. ("আল্লাহ আকবার")

তারপর সে তার নিজের গোনাহ গুলো থেকে পরিত্রান পেতে বলল,

("আসতাগফিরুল্লাহ")এবং পরিশেষে সে তার প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর উপর দুরুদ পড়ল..

হে আল্লাহ, মুহাম্মাদ ও মুহাম্মাদের পরিবারকে বরকত দিন

আল্লহুম্মা ছল্লি আ'লা মুহা'ম্মাদিন ওয়া আ'লা আলি মুহা'ম্মাদ

উপরোক্ত কাজগুলো করে সে অনেক সওয়াব অর্জন করল !!!

আপনি কি জানেন সেই ব্যক্তিটি কে.?

সেই ব্যক্তিটি হলেন আপনি নিজেই।

মাশাআল্লাহ.

-যদি আপনি পড়ে থাকেন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করুন.... আলহামদুলিল্লাহ...

চাইলে অন্যকে পড়ার সুযোগ করে দিন....

03/05/2025

কথাগুলো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন,,,

Follow my page Alor Pothe - আলোর পথে

শয়তানকে শায়েস্তা করতে চাইলে!সিজদাহ'র পরিমাণ বাড়িয়ে দিন!আপনি আল্লাহকে সিজদাহ দিচ্ছেন" বিশ্বাস করুন এর চেয়ে কঠিন দৃশ্য শয়ত...
03/05/2025

শয়তানকে শায়েস্তা করতে চাইলে!সিজদাহ'র পরিমাণ বাড়িয়ে দিন!আপনি আল্লাহকে সিজদাহ দিচ্ছেন" বিশ্বাস করুন এর চেয়ে কঠিন দৃশ্য শয়তানের জন্য আর কিছু নেই।

-আরিফ আজাদ।
Alor Pothe - আলোর পথে

১০০টি গাছের সমপরিমাণ বাতাস বিশুদ্ধ করবে একেকটি ডিভাইস। ঢাকাজুড়ে এমন ৫০টি এয়ার পিওরিফায়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিস...
02/05/2025

১০০টি গাছের সমপরিমাণ বাতাস বিশুদ্ধ করবে একেকটি ডিভাইস। ঢাকাজুড়ে এমন ৫০টি এয়ার পিওরিফায়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। সম্পূর্ণটাই বসবে পৃষ্ঠপোষকতায়। করপোরেশনের কোনো টাকা খরচ হবে না।

প্রতিটি যন্ত্রে বড়সড় এক 'সাকশন ইউনিট' থাকে। ঘন্টায় হাজার হাজার ঘনমিটার বায়ু টেনে নেয় এগুলো। এরপর ফিল্টারের সাহায্যে বাতাসের ধুলোবালি, ক্ষতিকর কণা, কিছু গ্যাসীয় দূষক ও দুর্গন্ধ শোষণ করে। সৌরশক্তি ব্যবহার করেও চালানো যায় এগুলো।

শুধু বাতাস পরিশোধন নয়, বায়ুদূষণের উৎস নিয়ন্ত্রণেও কাজ করছে সরকার। বায়ুদূষণ রোধে ২০ বছরের আগের ভাঙাচোরা যানবাহন উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সেইসাথে যাদের বাসায় সোলার প্যানেল আছে, তাঁদের গৃহকরে ৫% ছাড় দেওয়ারও পরিকল্পনা চলছে।

ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

30/04/2025

সকল সমস্যা থেকে বের হওয়ার ২ টি উপায় 🥰❤️।। আবু ত্বহা মোহাম্মদ আদনান ২০২৫।। Abu Toha Muhammad Adnan 2025.



আসুন কিছু নেকি অর্জন করি। 🥰আস্তে আস্তে পড়তে থাকেন______ ১.📿সুবাহানআল্লাহ ২.📿আলহামদুলিল্লাহ ৩.📿লা ইলাহা ইল্লাল্লাহু মুহা...
30/04/2025

আসুন কিছু নেকি অর্জন করি। 🥰
আস্তে আস্তে পড়তে থাকেন______
১.📿সুবাহানআল্লাহ
২.📿আলহামদুলিল্লাহ
৩.📿লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
৪.📿আল্লাহু আকবর
৫.📿আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
৬.📿আস্তাগফিরুল্লাহ
৭. 📿সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
৮. 📿লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
৯. 📿আল্লাহুমাগফিরলি
১০.📿আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
১১.📿ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিস
১২. 📿ইয়া জাল জালালি ওয়াল ইকরাম
১৩.📿জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
১৪. 📿আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া
১৫. 📿আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
১৬.📿লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
১৭.📿 ইয়া হালালাল মুশকিলাত
১৮.📿আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
১৯.📿ইয়া আরহামার রাহিমীন
২০.📿ইয়্যা কানাহ'বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন
২১.📿 আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ তিমাহ
২২.📿 আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক
২৩.📿আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার
২৪.📿আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাত আস সাবুর
২৫.📿লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ
২৬.📿লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির
২৭.📿ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আই নিউ ওয়াজ আলনা লিল মুত্তাকীনা ইমামা
২৮.📿ইয়া ওয়াদুদু
২৯.📿 রাব্বি হাবলি মিনাস সলিহিন
৩০.📿ইন্নামা আশকু বাছহি অ হুজনি ইলাল্লাহ
৩১.📿ইন্নাল্লাহা মাআ সবেরীন
৩২.📿হাসবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকিল
৩৩. 📿ইয়া রাব্বিগ ফিরলি
৩৪. 📿সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
৩৫.📿আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম

পড়া শেষে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন!

""আল্লাহম্মা ইন্নাল্লাহ গফুরুর রহিম""

হে আল্লাহ আপনি আমার উপর রহমত করুন এবং দয়া করুন

আমিন

❝--তোমরা যারা রিলেশন করো. ব্যাডা ব্যাডি উভয়েই একে পরের কপালে চুমু দিয়ে বলো পবিত্র ভালোবাসা__!! আবার ভরশা করো আল্লাহ উপর ...
29/04/2025

❝--তোমরা যারা রিলেশন করো. ব্যাডা ব্যাডি উভয়েই একে পরের কপালে চুমু দিয়ে বলো পবিত্র ভালোবাসা__!!
আবার ভরশা করো আল্লাহ উপর আল্লাহ চাইলে আমরা কিছু দিনের মধ্যে বিয়ে করছি.__!!

°__ইনশা-আল্লাহ._!!

❝--তোমাদের জন্য এই হাদিস টি _

___বিয়ে ছাড়া ছেলে মেয়ের সকল সম্পর্ক হারাম__✔️

-- রাসূল (সাঃ) বলেছেন তারা যেনাকার ও যেনাকারীনি. এরা কেয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় জ্বলতে থাকবে__√√♦

--[বুখারী, মিশকাত-৪৬২১]--

--(আস্তাগফিরুল্লাহ্ আল্লাহুম্মাগফিরলী)--

Address

Mymensingh
2290

Alerts

Be the first to know and let us send you an email when Alor Pothe - আলোর পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share