12/05/2024
না জানি কোন মায়ের বুক খালি হয়েছে 😭 !!
গতকাল সকালে খিলক্ষেত মধ্যপাড়া মোড়ে, মসজিদের সামনে বৃষ্টির মধ্যে যাওয়ার সময়, কারেন্ট এর পিলারে সাথে হাত লাগায়, পিলারে বিদ্যুৎ এর লাইন আর্থিং হয়েছিল, আর ছেলেটি সেখানে হাত দেওয়ায় সাথে, সাথে পানিতে পড়ে যায়, সেখান থেকে উদ্ধার করে কুর্মিটোলা হসপিটালে নিলে তাকে মৃত ঘোষণা করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !!
copy post