
22/09/2025
দোকানে গিয়ে বলছি এত বাজেটের মাঝে শাড়ি দেখান।কাকে দিবো জিজ্ঞেস করায় বললাম শাশুড়িকে (শাশুড়ি আমার পাশেই বসা😁)।বলতেই উনি একদম লাইট কালারের কিছু শাড়ি বার করলেন। বয়স হলেই কী মনের রং পাল্টে যায়?আমার শাশুড়ি লাইট কালার খুব একটা পছন্দ করেন না।বললেন এমন কিছু দেখান যেন বউ শাশুড়ি দুজনেই পড়তে পারি।একের ভেতর দুই😁।
বি.দ্র. আমার আবার লাইট কালার পছন্দ 😆
#শুভ রাত্রি