27/05/2025
তোমাতে আমার শুরু
পর্ব ৩: কাছে আসার গল্প
শীতের এক সন্ধ্যায় ক্যাম্পাসে আয়েশা একা বসে ছিল। বাতাসে কুয়াশার গন্ধ, গা ছমছমে ঠান্ডা। হঠাৎ পাশে এসে বসল আরিয়ান, হাতে কফির কাপ—একটা তার জন্য, একটা আয়েশার দিকে বাড়িয়ে দিয়ে বলল,
— “তোমার হাত ঠান্ডা হয়ে গেছে, কফিটা ধরো।”
আয়েশা কফি হাতে নিয়ে মুচকি হাসল, “তুমি সব বুঝে ফেলো কীভাবে?”
আরিয়ান জবাব না দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল,
— “সবাই না বুঝলেও কেউ কেউ বোঝে... বিশেষ কেউ।”
তাদের কথাগুলো নিঃশব্দে গড়ে তুলছিল এক অদ্ভুত বন্ধন।
তারা এখন প্রায় প্রতিদিনই একসঙ্গে সময় কাটায়—লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, কিংবা নীরব হাঁটায়।
তবে আয়েশা খেয়াল করছিল, আরিয়ানের মাঝে মাঝে মন খারাপ থাকে। সে চুপ হয়ে যায়, কোথাও হারিয়ে যায়।
একদিন আয়েশা সরাসরি জিজ্ঞেস করল,
— “তুমি মাঝে মাঝে অদ্ভুত হয়ে যাও কেন?”
আরিয়ান একটু থেমে বলল,
— “আয়েশা, আমার জীবনে এমন কিছু আছে… যা আমি কাউকে বলিনি। হয়তো বললে তুমিও দূরে সরে যাবে।”
আয়েশা তার চোখে চোখ রেখে বলল,
— “আমি দূরে যাব না, যদি তুমি আমাকে জানার সুযোগ দাও।”
আরিয়ান গভীরভাবে তাকিয়ে থাকল আয়েশার দিকে।
এই প্রথম সে বুঝল—এই মেয়েটি শুধু তাকে ভালোবাসে না, তার অতীতকেও গ্রহণ করতে পারে।
তবে সে জানত না, সামনে যে ঝড় আসছে, তা তাদের ভালোবাসার ভিত্তিকে কাঁপিয়ে দিতে পারে...
(চলবে…)