27/07/2025
বাবা মানেই শুধু একজন পুরুষ না,,
বাবা মানেই সেই বিশাল বড় বট গাছ,,যার আদর,ভালোবাসা, পরামর্শ এর ছায়ায় আজ আমরা সন্তানেরা বড় হয়েছি।
বাবা মানেই সেই পরিশ্রমী এক নেতা,যে কিনা সকল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে শুধু পরিবারের কথাই ভেবেছেন।
বাবা মানেই সেই মানুষ,যে শত কষ্টের মধ্যে থেকেও সন্তানের,পরিবারের আবদার পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে।
একজন পুরুষ তো সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন সে তার পরিবারের কোন আবদার পূরণের করতে না পারে।
আল্লাহ এই ঋণ কিভাবে শোধ করবো বলো।।।।আমরা কি পারবো তার আবদার পূরণের করতে,,তার কষ্ট দুর করতে।
আল্লাহ তুমি সব সহজ করে দাও,,
আল্লাহ আমার নবী(সা) তো এতিম ছিলেন,,তার কষ্ট আমি দেখি নি মাবুদ,শুধু শুনেছি।
মাবুদ আমি তো তোমার হাবিবের মতো ধৈর্য্যশীল,সাহসী না।তুমি আমাকে এতিম করে দিও না আল্লাহ।তুমি আমার আব্বাকে আরও অনেক দিন হায়াত দাও,,তার সকল গুনাহ মাফ করে তোমার কাছে নিয়ে কবরে জবাব সহজ করে জান্নাত দান করো।
মাবুদ তোমার অনেক প্রিয় বান্দা থাকতে পারে,,আমার তো তুমি ছাড়া সাহায্য,ভিক্ষা দেয়ার কেউ নাই।আমার কাছে তো আমার পিতা মাতাই সবচেয়ে দামী ।আল্লাহ তুমি সব সহজ করে আমার আব্বাকে সুস্থ করে দাও।।।।