Farzana Akter Tuli

Farzana Akter Tuli May Allah help us all time and forgive us

13/08/2025

সুস্থতার থেকে বড় কোন নেয়ামত নাই।
3দিনের জর, হাঁচি,কাশি,আর শ্বাসকষ্ট,নাকের যেন বৃষ্টি ঝরছে,,আর হাঁচি তন্ন,যেন বর্জ্পাত।
মাথা লাগে যেন পাথর সমান ভারী,আর ফেনের মতো ঘুরছে ।।
আল্লাহ আমাকে সুস্থ করে দাও ।
সবাই দুয়া করবেন। #

31/07/2025

আল্লাহ্ আমাকে জীবনের এক কঠিন সময়ে এসে দাঁড় করিয়েছে।
আব্বার সুস্থতার জন্য অপারেশন করা দরকার,,আবার রিস্ক হয় বলে মনে হয় এভাবেই বেঁচে থাকুক আরো অনেক বছর।
আমার দ্বিধা ,দুশ্চিন্তা একমাএ দুর করতে পারো আল্লাহ তুমিই।
উত্তম নেয়ামত দ্বারা তুমি সব সহজ আর সমাধান করে দাও।
neoplasm stage 2

29/07/2025

হে আল্লাহ,,পিতা মাতা তো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না,,,তাহলে আমার সন্তান হয়ে পিতার দুরারোগ্য ব্যাধির কষ্ট কেমনে সইবো।
আল্লাহ তুমি মালিক,তুমি রাহমানুর রহিম।
আল্লাহ তুমি আমাকে এতিম করে দিয়ো না,আমি আমার আব্বার ছায়ায়,আব্বাকে আরও অনেক দিন জরায় ধরতে চাই।
আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও,,,তুমি সাহায্য করো মাবুদ

27/07/2025

বাবা মানেই শুধু একজন পুরুষ না,,
বাবা মানেই সেই বিশাল বড় বট গাছ,,যার আদর,ভালোবাসা, পরামর্শ এর ছায়ায় আজ আমরা সন্তানেরা বড় হয়েছি।

বাবা মানেই সেই পরিশ্রমী এক নেতা,যে কিনা সকল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে শুধু পরিবারের কথাই ভেবেছেন।
বাবা মানেই সেই মানুষ,যে শত কষ্টের মধ্যে থেকেও সন্তানের,পরিবারের আবদার পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে।
একজন পুরুষ তো সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন সে তার পরিবারের কোন আবদার পূরণের করতে না পারে।

আল্লাহ এই ঋণ কিভাবে শোধ করবো বলো।।।।আমরা কি পারবো তার আবদার পূরণের করতে,,তার কষ্ট দুর করতে।
আল্লাহ তুমি সব সহজ করে দাও,,
আল্লাহ আমার নবী(সা) তো এতিম ছিলেন,,তার কষ্ট আমি দেখি নি মাবুদ,শুধু শুনেছি।

মাবুদ আমি তো তোমার হাবিবের মতো ধৈর্য্যশীল,সাহসী না।তুমি আমাকে এতিম করে দিও না আল্লাহ।তুমি আমার আব্বাকে আরও অনেক দিন হায়াত দাও,,তার সকল গুনাহ মাফ করে তোমার কাছে নিয়ে কবরে জবাব সহজ করে জান্নাত দান করো।

মাবুদ তোমার অনেক প্রিয় বান্দা থাকতে পারে,,আমার তো তুমি ছাড়া সাহায্য,ভিক্ষা দেয়ার কেউ নাই।আমার কাছে তো আমার পিতা মাতাই সবচেয়ে দামী ।আল্লাহ তুমি সব সহজ করে আমার আব্বাকে সুস্থ করে দাও।।।।

27/07/2025

আল্লাহু তুমার নেয়ামত অস্বীকার করার যোগ্যতা বা ক্ষমতা করো নাই।তুমি মহান দয়ালু

21/07/2025

সবাই বেশি বেশি দুয়া করুন,,,যাদের সুযোগ আছে কাজ করার, সাহায্য করার ,,আল্লাহ যেন তাদেরকে সর্বোচ্চ সাহায্য করেন,সব কিছু যেন সহজ করে দেন।আর আমরা যারা পারছি না,,তারা সবাই দুয়ায় মশগুল হই,আল্লাহ যেন পরিবারগুলোকে সবর দেন,,,,

মা তো রান্না ঘরের চুলার তাপও বুঝতে দেয় নি,এমন পোড়ার জ্বালা কেমনে সইবে এরা আল্লাহ।
তুমি একমাত্র ভরসা আল্লাহ,,তুমি ছাড়া সব মিছে,,,

Address

Mymensingh Sadar
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farzana Akter Tuli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share