M Azizul Haque Muaj

M Azizul Haque Muaj শুধুমাত্র একখণ্ড আকাশ পেলেই
একটা বুক চাপা অভিমান
দীর্ঘশ্বাস দিয়ে ছেঁড়ে দিবো
মহাশূন্য বরাবর।��

আজ ২/১১/২৫ জামিয়ার সমসাময়িক প্রেক্ষাপটে বড় হুজুর দা:বা: ও শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস হাফি. এর সাথে জামিয়ার অন্যান্য ...
01/11/2025

আজ ২/১১/২৫ জামিয়ার সমসাময়িক প্রেক্ষাপটে বড় হুজুর দা:বা: ও শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস হাফি. এর সাথে জামিয়ার অন্যান্য আসাতিযায়ে কেরামের বৈঠক অনুষ্ঠিত হয়।

আমার আমিই.....
24/10/2025

আমার আমিই.....

16/10/2025

ওয়াল্লহি!
রব্বে কা'বার কসম!

আপনার এই ছোট্ট বোনের প্রতি উগ্র হিন্দুত্ববাদের জুলুম আর নির্যাতন এবং তার পবিত্রতা নষ্ট করায় যদি আপনার বিবেক জাগ্রত না করতে পারে, তবে আপনি নিজেকে মুসলমান হিসেবে নিজের পরিচয় দেওয়া থেকে দয়া করে বিরত থাকবেন।

কারণ "মুসলমান" এমন এক নাম,
যা কাপুরষদের জন্য দেওয়া হয়নি।

এই ধর্ষিত শিশুটার কান্না শোনেন,
কী পরিমাণ নির্যাতন করলে শরীর এতটা ভেঙে যায়?

কষ্টে বুকটা ভারি হয়ে গেলো। টানা তিন দিন ধরে তাকে ধ*র্ষ&ণ করে মুত্রখোরের বা*চ্চারা। ১১ বছরের এই ছোট্ট মেয়েটার জন্য আপনাদের মায়া জাগছে না? তারা ওপর হওয়া জুলুমের বিচার চাইবেন না?

মিডিয়ার ভায়েরা, স্ক্রল করে নীচে চলে যান৷।
কারো বিবেক থাকলে নিউজ করতে পারেন৷

11/10/2025

"ইলমের বাগান থেকে চলে যেতে কার মনে চায়! "
মেহমানের একই অবস্থা, সেইজন্যই গাড়ি চলে যাওয়ার একেবারে শেষ সময়েও আবারো গাড়ি দাড় করিয়ে ছাদ খুলে সবাইমে সালাম দিয়ে বিদায় নিলেন মুসলিম উম্মাহের এই সূর্য সন্তান।💝

11/10/2025

মাশা আল্লাহ 💝💝

যু*দ্ধবিরতির পর গা'যার এক ব্যক্তি তাঁর বাসায় ফিরে আসেন এবং দেখতে পান, হা[মা]সের কোনো এক যো*দ্ধা তাঁর জন্য ৫০ শেকেলের নোট...
11/10/2025

যু*দ্ধবিরতির পর গা'যার এক ব্যক্তি তাঁর বাসায় ফিরে আসেন এবং দেখতে পান, হা[মা]সের কোনো এক যো*দ্ধা তাঁর জন্য ৫০ শেকেলের নোট এবং একটি চিরকুট লিখে রেখে গেছেন। তিনি মূলত সেই বাড়িটি থেকে একজোড়া স্যান্ডেল ব্যবহার করেছিলেন।

চিরকুটে লিখা ছিল:

“এটা হচ্ছে স্যান্ডেলের দাম, আমরা ক্ষমা চাচ্ছি” (স্যান্ডেল ব্যবহারের জন্য)

ঐতিহ্যবাহী বড় মসজিদ মোমেনশাহী 💝
07/10/2025

ঐতিহ্যবাহী বড় মসজিদ মোমেনশাহী 💝

ঘোষণা!! পবিত্র কোরআন অবমাননার মতো গুরুতর ও ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। নর্থ সাউথ বিশ্ববিদ...
05/10/2025

ঘোষণা!!

পবিত্র কোরআন অবমাননার মতো গুরুতর ও ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআনের অবমাননার ঘটনায় সমগ্র মুসলিম সমাজের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

বিধায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও মাদরাসার সর্বস্তরের ছাত্রদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

পবিত্র কোরআনের মর্যাদা রক্ষায় এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সমাবেশে আমাদের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

স্থান: ঐতিহাসিক বড় মসজিদ চত্বর
সময় ও তারিখ: সোমবার বাদ যোহর
৬ অক্টোবর ২৫ খ্রী,।

আপনারা বিশেষভাবে আমন্ত্রিত!  বিশেষ করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ!জলসায়ে ইত্তিহাদ অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনাদের উপস্থিতির...
05/10/2025

আপনারা বিশেষভাবে আমন্ত্রিত!

বিশেষ করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ!
জলসায়ে ইত্তিহাদ অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনাদের উপস্থিতির জন্য।

(বি:দ্র:)
আপনাদের যে কোনো পরামর্শ বা মতামত জানাতে পারেন নিম্নোক্ত ঠিকানায়।
( https://chithi.me/Muaj )

ডিজাইন: M Ashraful Haque Rakib

23/09/2025

ঘোষণা!

বিগত বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কওমী ও জেনারেল শিক্ষার্থীদের সমন্বয়ে এক অনন্য ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।

জলসায়ে ইত্তিহাদ

তারিখ: ০৭ নভেম্বর ২০২৫ ইং (শুক্রবার)
স্থান: বৈশাখী মঞ্চ-২
সময়: বাদ জুম'আ থেকে রাত ১০:৩০ মি. পর্যন্ত।

আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় গত বছরও অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছিল।
ইনশাআল্লাহ এ বছরও একই আন্তরিকতায় একটি সুন্দর আয়োজন হতে যাচ্ছে।

তাই আপনারা সকলে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তুলবেন এই আহ্বান রইল।

M Azizul Haque Muaj
শিক্ষার্থী, জামিয়া ফয়জুর রহমান (রহ.) মোমেনশাহী

12/07/2025

একমাত্র সমাধান শরীয়াহ!

আবনায়ে জামিয়া ফয়জুর রহমান (রহ.) বড় মসজিদ মোমেনশাহী-এর উদ্যোগে আয়োজিত হচ্ছে- “পুনর্মিলনী অনুষ্ঠান - ২০২৫"।বিগত দিনের স্মৃ...
01/07/2025

আবনায়ে জামিয়া ফয়জুর রহমান (রহ.) বড় মসজিদ মোমেনশাহী-এর উদ্যোগে আয়োজিত হচ্ছে- “পুনর্মিলনী অনুষ্ঠান - ২০২৫"।

বিগত দিনের স্মৃতিমাখা প্রাঙ্গণে, আগামী ১৬ ডিসেম্বর, ২০২৫ ইং রোজ মঙ্গলবার আবারও হতে যাচ্ছে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মিলনের এক মহোৎসব—"পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫"।

স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকা দিনগুলোকে নতুন করে জাগিয়ে তুলতে, প্রিয় সহপাঠী ও আলাপী মুখগুলোর সাথে আবারও কিছু মুহূর্ত ভাগ করে নিতে, আপনিও হয়ে উঠুন এই মিলন উৎসবের সাক্ষী।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া:

অনলাইন:
নিম্নে উল্লেখিত লিংকে ক্লিক করে কিংবা পোস্টারে থাকা QR কোড স্ক্যান করে সহজেই
৫০০/- (পাঁচশত) টাকা রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন।
গুগল ফর্ম লিংক- https://forms.gle/7QQTcWppgWrwj3uR8

অফলাইন:
যারা সরাসরি রেজিস্ট্রেশন করতে আগ্রহী, তারা প্রয়োজনীয় যোগাযোগের জন্য এই নম্বরটি সংরক্ষণ করুন: ০১৩৪০৫২৫৫৩৭

রেজিস্ট্রেশনের শেষ সময়সীমা:
১৫ অক্টোবর ২০২৫ ইং।

বিঃদ্রঃ আ.জ.ফ.র এর পক্ষ থেকে থাকবে সম্বৃদ্ধ স্বারকসহ আকর্ষণীয় উপহার। উল্লেখ্য, নিবন্ধনকৃত সকলের নাম স্বারকে উল্লেখ থাকবে ইনশাআল্লাহ।

তাহলে আর দ্বিধা নয়, আর অপেক্ষা নয়!
শিকড়ের খোঁজে প্রিয় মানুষগুলোর সান্নিধ্যে আসতে এখনই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

"আপনার উপস্থিতি আমাদের আনন্দকে পূর্ণতা দেবে।"

সালামান্তে,
দাওয়াত ও নিবন্ধন উপকমিটি
আবনায়ে জামিয়া ফয়জুর রহমান (রহ.) বড় মসজিদ, মোমেনশাহী।

Address

Mymensingh
22

Website

Alerts

Be the first to know and let us send you an email when M Azizul Haque Muaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category