27/08/2025
আমার যদি কোনো ভুল হয়ে থাকে, অনিচ্ছাকৃত হলেও যদি তোমার মনে কষ্ট দিয়ে থাকি—তাহলে ক্ষমা করে দিও আমাকে। কারণ আমি কষ্ট দিতে শিখিনি, আমি শুধু ভালোবাসতে শিখেছি...💔
আজ আর কোনো যুক্তি দিয়ে তোমাকে বোঝানোর শক্তি নেই। তোমার নীরবতা, তোমার অবহেলা, তোমার উদাসীনতা আমাকে নিঃশেষ করে দিয়েছে।
আমি বারবার ফিরে এসেছি, বারবার হাত বাড়িয়েছি... কারণ ভালোবাসি বলেই অভিমান করতে পারি, কিন্তু ছেড়ে যেতে পারি না।
আমি তো চেয়েছিলাম, আমাদের মাঝে যতই ঝড় আসুক না কেন, দুজন মিলে সামলে নিই। কিন্তু তুমি হয়তো হাঁটতে চাওনি, সেই পথটা আমার সাথে...
যদি কখনো আমার ভালোবাসা তোমার কাছে পৌঁছাতে না পারে, তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা।তবুও কোনো অভিযোগ নেই।তুমি ভালো থাকো, সুখে থাকো—এই প্রার্থনা আমি প্রতিদিন করি...🕊️
আর আমি?
আমি শুধু বুকের গভীরে কষ্টটা জমিয়ে রেখে প্রমাণ রাখবো, একটা সময় ছিল—যখন তোমার জন্য কেউ নিঃস্ব হয়ে ভালোবেসেছিল... নিঃস্ব হয়ে তোমাকে চেয়েছিল... এমন ভালোবাসা হয়তো ভাগ্য সবার হয় না...❤️🩹
অপূর্ণতা.:)❤️🩹🙂 ❐ লেখায়:– বেলায়েত হোসেন