Royel tv

Royel tv আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

26/11/2025

উইলিয়াম এস্তেবায়ের অসাধারণ গোল।

22/11/2025

রিপন মন্ডলের অসাধারণ ওভার।🔥

21/11/2025

ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়।

28/10/2025

না দেখলে চরম মিস করবেন😃😃

23/10/2025


২৪ বছর প্রবাস করে, দেশে এসে যা জমানো টাকা ছিলো আমের বাগান দিলো, কিছু আপন মানুষের জন্য, সফলতার মুখ দেখলো না, এমন অনেক দেখ...
23/10/2025

২৪ বছর প্রবাস করে, দেশে এসে যা জমানো টাকা ছিলো আমের বাগান দিলো, কিছু আপন মানুষের জন্য, সফলতার মুখ দেখলো না, এমন অনেক দেখা আছে কারো ভালো দেখলেই ঘুম হয়না। 🥲

21/10/2025

রিশাদ হোসেন আগামীর বিশ্বসেরা অলরাউন্ডার।

তুমি না ম/'রলে আমি মাহিরের হবো না,,'জোবায়েদ তখনো মা'/রা যায়নি। বাঁচার জন্য দুই তালা থেকে উপরে ওঠে। তিন তালায় দাঁড়িয়ে ছিল...
21/10/2025

তুমি না ম/'রলে আমি মাহিরের হবো না,,

'জোবায়েদ তখনো মা'/রা যায়নি। বাঁচার জন্য দুই তালা থেকে উপরে ওঠে। তিন তালায় দাঁড়িয়ে ছিল বর্ষা। তখন বর্ষাকে দেখে জোবায়েদ বলে, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলে, তুমি না ম'/রলে আমি মাহিরের হবো না। বর্ষা তার মৃ'ত্যু কনফার্ম করে যায়। তখন জোবায়েদ বাঁচার জন্য দরজায় নক করেও পায় নি।

এটি একটি ত্রিভুজ প্রেম। বর্ষা মেয়েটি চালু। দুইদিকেই সম্পর্ক বজায় রাখে। মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি। বর্ষা মাহিরকে বলে, জোবায়েদকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না। বর্ষার পরিকল্পনা অনুসারে জোবায়েরকে হ/'ত্যার সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আয়লানসহ তিনজন। ঘটনার দিন মাহির জোবায়েদকে বর্ষার থেকে সরে আসতে বলে। জোবায়েদ জানায়, আমি সরে আসবো কেন। তখন তাদের মাঝে তর্কাতর্কি হয়। এরপর এ হ/'ত্যাকান্ড।'

-ডিএমপির ব্রিফিং

16/10/2025



16/10/2025

রিপন মিয়ার মা কি বললো?

"আমি কখনো চাইছিলাম না, আমার আব্বু-আম্মু, বউ-বাচ্চা অনলাইনে আসুক। আমি চাইতাম একটু গোপন থাকতে। খারাপ হইছি আমি হই৷ তাদেরকে ...
16/10/2025

"আমি কখনো চাইছিলাম না, আমার আব্বু-আম্মু, বউ-বাচ্চা অনলাইনে আসুক। আমি চাইতাম একটু গোপন থাকতে। খারাপ হইছি আমি হই৷ তাদেরকে খারাপ না বানাই। কিছু মিডিয়ার জন্য আজকে ফ্যামিলি নিয়া লাইভে আসতে হইলো। আমি কহনো চাইতাম না।"

— রিপন মিয়া এই কথাগুলো বলে অঝোরে কান্না করলো।

আমার সত্যিই বলার কিছু নাই এই ইন্টারভিউ দেখার পর। ভেতরে এতো খারাপ লাগছে। আমাকে যারা শুধু মতামত জানানোর জন্য গা লি গালাজ করলেন তাদের প্রতি ভালোবাসা রইলো। আপনাদের সাথে ও আপনার পরিবারের সাথে এমন কিছু না হোক। ❤️

তনি  আফু জীবনে মোট তিনবার বিবাহ নামক সমীকরণে প্রবেশ করিয়াছেন। তাহার জীবন যেন এক চলমান সিরিজ, যাহার সাধারণ অন্তর “নতুন পা...
15/10/2025

তনি আফু জীবনে মোট তিনবার বিবাহ নামক সমীকরণে প্রবেশ করিয়াছেন। তাহার জীবন যেন এক চলমান সিরিজ, যাহার সাধারণ অন্তর “নতুন পাত্র”।

তনি আফু তখন নবীন। এক অতি প্রতিশ্রুতিশীল যুবকের সহিত বিবাহ সম্পন্ন করিলেন। ফলতঃ সমীকরণের ফলাফল হইল—
১ কন্যা (C₁)।
কিন্তু “বনিবনা ধ্রুবক” হঠাৎ ঋণাত্মক হইয়া পড়ায় সংসার সমীকরণটি ভেঙে পড়িল, অর্থাৎ ডিভোর্স ফাংশন সক্রিয় হইল।

পরীক্ষায় ব্যর্থ হইলেও তনি আফু নিরাশ নন।
তখন তিনি প্রবেশ করিলেন নতুন ফাংশনে—সাদাত নামক এক Experienced Variable-এর সহিত।
সাদাত মহাশয় নিজেই ছিলেন দুইবারের বিবাহ-যো***দ্ধা।
তাঁহার প্রথম সংসারে ১ পুত্র (S₁),
দ্বিতীয় সংসারে ১ কন্যা (S₂)—যাহার বয়সের মান তনির বয়স অপেক্ষা বেশি।
তাহা হইলে বোঝা যাইতেছে, সাদাত ভাইয়ের সংসার ছিল গুণোত্তর ধারা,
আর তনি সেই ধারার তৃতীয় পদ (T₃)।

এই নতুন সমীকরণে, তনি আফুর পেট হইতে জন্মগ্রহণ করিলেন এক পুত্র সারফারাজ (C₂)।
অতএব, তনি আফুর নিজ গর্ভজাত সন্তান সংখ্যা এখন ২ (C₁ + C₂),
এবং সৎসন্তান সংখ্যা ২ (S₁ + S₂),
মোট সন্তান সংখ্যা ৪, কিন্তু মালিকানা দুই ভাগে বিভক্ত।

কিন্তু হায়! প্রেম নামক ফাংশন বড়ই অনিশ্চিত।
তনি দেবী পুনরায় এক নতুন সমীকরণে যোগ দান করিলেন—সিদ্দিক মহাশয়ের সহিত।
সিদ্দিকও পূর্বে একবার বিবাহ করিয়া দুই পুত্র উৎপাদন করিয়াছেন (S₃ + S₄)।
অতএব, তনি এখন দাঁড়াইলেন এক নতুন ঘরোয়া যৌগে,
যেখানে সন্তানসংখ্যা “তত্ত্বীয়ভাবে” ৬, কিন্তু কার্যত দুইটিরই পেটের সার্টিফিকেট তনির নামে।

তবে জাতি বিশ্বাস করে—
যদি একদিন তনি ও সিদ্দিকের নতুন চলক (C₃) উৎপন্ন হয়,
তবে ফেসবুক নামক বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ডিএনএ ছাড়াই ২৪ ঘণ্টায় তার পিতৃপরিচয় নির্ধারণ করিবে।

অতএব উপসংহারে বলা যায়ঃ
তনি দেবী = বিবাহ ঘাত ³, সন্তান ঘাত ² (নিজস্ব), সৎ সন্তান ঘাত ⁴, মোট মানবসম্পদ = ৬।

তাঁহার জীবন এক অলৌকিক গাণিতিক ধারা, যাহার সূত্র হইল—
“প্রত্যেক বিচ্ছেদই নূতন যোগফলের দ্বার উন্মোচন।”

#ফটোগ্রাফি

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Royel tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share