
07/04/2025
বাংলাদেশের চলচ্চিত্রে ১৬ কোটি টাকার সিনেমা বানানো সত্যিই সাহসী পদক্ষেপ। সালাম আজিম ভাই ও শাহরিনকে। যখন বেশিরভাগ প্রযোজনা প্রতিষ্ঠান বড় বাজেটের প্রজেক্টে ঝুঁকি নিতে ভয় পায়, তখন রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের প্রথম প্রযোজনাতেই আন্তর্জাতিক মানের সিনেমা বরবাদ নিয়ে হাজির হয়ে ইতিহাস গড়েছে। সাহস আর দূরদর্শিতার জন্য এই টিমের প্রতি রইলো অকুণ্ঠ শ্রদ্ধা।
নিঃসন্দেহে বরবাদ দেশের সেরা কমার্শিয়াল সিনেমাগুলোর মধ্যে অন্যতম। যদি এই প্রযোজনা হাউস তাদের এই গতিধারা অব্যাহত রাখে, তবে হয়তো আমরা দেখতে পাব ঢালিউডে এক নতুন যুগের সূচনা—যেখানে আমাদের সিনেমা পৌঁছে যাবে বিশ্বদরবারে।