Itx asadul⓿.❼

Itx asadul⓿.❼ আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম.
এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ✓

19/06/2025

সবাইকে নিজের মতো ভাবা বোকামি !
মানুষকে বুঝতে হয়, তারপর বিশ্বাস করতে হয়। ✅

18/06/2025

আমি পরিস্থিতির কাছে হেরে যাওয়া মানুষ।❤️‍🩹

17/06/2025

.
ভালো থাকার অভিনয় করি দিনে,
আর রাতে ভেঙে পড়ি একা মনে।
কে জানে এ কষ্ট কতটা ভারি,
বুকের ভেতর জমে থাকা ঝড়পারি।
সবাই ভাবে আমি হাসিখুশি,
কিন্তু জানে না মনের দুঃখকথা।
তোমায় ভেবে কাটে প্রতিটি ক্ষণ,
ভালোবাসি আজো অগোচরে মন। ❤️‍🩹

14/06/2025

প্রিয় ভালোবাসি বলেই আজ ভালো থাকা হয় না।

জুম্মা মোবারক ❤️
13/06/2025

জুম্মা মোবারক ❤️

12/06/2025

ছাইরা যাবি তো যা.
আমারে বিয়া করলে,বাচ্চা, কালা হইবো এইটা কি ধরনের কথা।🫥

11/06/2025

তারপর কথা হতে হতে হুট করে একদিন আমাদের আর কথা হবে না।

10/06/2025

তোমরা শুধুই স্রোত দেখছো আমি দেখছি ঢেউ।
কতটা ভেঙেছি অকাল প্লাবনে খোঁজ রাখেনি কেউ

09/06/2025

তাদের ক্ষমা করা উচিত না,
যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে।

08/06/2025

ভালোবাসা শব্দে নয় ভালোবাসা থাকে নিরবে।
অন্তরের গভীরে
যেখানে প্রমাণের প্রয়োজন পড়ে না।

05/06/2025

মানুষের পতন সেই সময় থেকে শুরু হয় যায়।

যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য,

পর মানুষের পরামর্শ নেয়।

04/06/2025

আমি যদি কোনোদিন পথ ভুলে যাই ।
হাতছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে.
এ আমায় বেঁধে সব ভুলে ক্ষমা করে দিও।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Itx asadul⓿.❼ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category