
10/07/2025
" ব্যর্থতা....
"ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর ডাক!"
প্রতিবার যখন আপনি ব্যর্থ হোন, মানুষ প্রশ্ন করে, উপহাস করে, মুখ ফিরিয়ে নেয়... কিন্তু আপনি জানেন কি? ব্যর্থতার গভীর অন্ধকারই সবচেয়ে উজ্জ্বল আলো হয়ে ওঠে যারা থেমে যায় না, শুধরে নিয়ে আবার হাঁটে।
ব্যর্থতা শেখায়-
কে আপনার আপন, কে কেবল সাফল্যের সঙ্গী।
ব্যর্থতা বোঝায়-
আপনার ভেতর যে আগুনটা আছে, সেটা কাকে জ্বালাতে পারে!
তাই যদি আজ আপনি হেরে যান, হতাশ হবেন না, আপনার গল্পটা এখনও শেষ হয়নি... এটা তো কেবল সূচনা।