ANIK HASAN SAYEM

ANIK HASAN SAYEM আমি আমার মতো

" ব্যর্থতা...."ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর ডাক!"প্রতিবার যখন আপনি ব্যর্থ হোন, মানুষ প্রশ্ন করে, উপহাস...
10/07/2025

" ব্যর্থতা....

"ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর ডাক!"

প্রতিবার যখন আপনি ব্যর্থ হোন, মানুষ প্রশ্ন করে, উপহাস করে, মুখ ফিরিয়ে নেয়... কিন্তু আপনি জানেন কি? ব্যর্থতার গভীর অন্ধকারই সবচেয়ে উজ্জ্বল আলো হয়ে ওঠে যারা থেমে যায় না, শুধরে নিয়ে আবার হাঁটে।

ব্যর্থতা শেখায়-

কে আপনার আপন, কে কেবল সাফল্যের সঙ্গী।

ব্যর্থতা বোঝায়-

আপনার ভেতর যে আগুনটা আছে, সেটা কাকে জ্বালাতে পারে!

তাই যদি আজ আপনি হেরে যান, হতাশ হবেন না, আপনার গল্পটা এখনও শেষ হয়নি... এটা তো কেবল সূচনা।




10/07/2025

সুন্দর দৃশ্য
゚viralシfypシ゚viralシalシ

আকাশে শুভ্র মেঘের মেলা দেখে ভেবেছিলাম তোমারে আকাশী রঙের শাড়ি পড়ে নীলিমার দিকে তাকিয়ে বিলাসিতায় ভেসে যাবো। নিজের প্রতিচ্ছ...
09/07/2025

আকাশে শুভ্র মেঘের মেলা দেখে ভেবেছিলাম তোমারে আকাশী রঙের শাড়ি পড়ে নীলিমার দিকে তাকিয়ে বিলাসিতায় ভেসে যাবো। নিজের প্রতিচ্ছবি যান্ত্রিক জড়বস্তুতে ফ্রেমবন্দী করে রাখবো। ছবির নিচে শামসুর রাহমানের 'উত্তর' কবিতার কিছু লাইন লিখবো,

"তুমি হে সুন্দরীতমা নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো, 'এই আকাশ আমার'।

কিন্তু নীল আকাশ কোন উত্তর দেবেনা"।

কিন্তু হঠাৎই আকাশ কালো মেঘে ছেয়ে গেলো, কিছু সময়ের ব্যবধানে অঝোর ধারায় বৃষ্টি নামলো।

দারুণ এক কল্পক্ষয় ঘটলো !!

゚viralシfypシ゚viralシalシ

09/07/2025
08/07/2025

কিছু মানুষ, ভুল জায়গায় ঠকে... আর সঠিক জায়গায় ঠকায়!"

সবাই বলে, মানুষের ভালোবাসা সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু কেউ কেউ সেই আশ্রয়ের মাঝেই হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব।

তাদের মনে ভালোবাসা থাকে, কিন্তু চোখে থাকে আস্থা ভঙ্গের ছাপ। তারা আগে কাউকে সত্যি করে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল চোখ বুজে। আর সেই বিশ্বাসটাই হয়ে উঠেছিল সবচেয়ে বড় ভুল।

ভুল জায়গায় ঠকেছিল তারা...

যেখানে কাঁধ পেতে দেয়ার বদলে ফেলে দিয়েছিল নিচে। যেখানে হাত ধরার বদলে ঠেলে দিয়েছিল একাকীত্বে। যেখানে কথা রাখার বদলে দিয়েছিল প্রতিশ্রুতির গর্তে ফেলে আসা স্মৃতি।

তাই যখন তারা সঠিক কারো জীবনে আসে-তখন তারা ভয় পায়... আবার ঠকে যাওয়ার। তারা ভালোবেসে ফেলে, কিন্তু বিশ্বাসটা গড়ে উঠতে সময় লাগে। কারণ আগের ক্ষত এখনও শুকায়নি।

তখনই ভুলটা ঘটে-

তারা সঠিক মানুষটাকেও ঠকায়... কখনও দূরে ঠেলে দেয়, কখনও অবহেলায় ভরে দেয়।

কারণ জীবন সবার জন্য সহজ নয়, আর হৃদয় কখনোই আগের মতো থাকে না!!



08/07/2025

পৃথিবীর মানুষ গুলো যতটা মনোযোগ দিয়ে একটা মৃত ব্যক্তির মুখের দিকে তাকায়, ততোটা মনোযোগ দিয়ে জীবিত ব্যক্তির মুখের দিকে তাকায় না।

ঠিক এই কারণে আমাদের বিদায় বেলাটা ভয়ংকর সুন্দর হয়!




゚viralシfypシ゚viralシalシ

Address

Atpara, Netrokona
Mymensingh
2470

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANIK HASAN SAYEM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category