ANIK HASAN SAYEM

ANIK HASAN SAYEM আমি আমার মতো

😝😝😝😝
01/09/2025

😝😝😝😝




বিষয়টা খুব ইন্টারেস্টিং 😝😝😝😝😄 ゚
01/09/2025

বিষয়টা খুব ইন্টারেস্টিং 😝😝😝😝😄

01/09/2025

বাংলাদেশ ভারত সীমান্ত ♥️🫥

আজ চিঠি দিবস। অথচ আমার ডাকবাক্স আজও খালি। যেখানে একসময় তোমার হাতের লেখা চিঠি জমে থাকত, আজ সেখানে শুধু নীরবতা আর শূন্যতা।...
01/09/2025

আজ চিঠি দিবস। অথচ আমার ডাকবাক্স আজও খালি। যেখানে একসময় তোমার হাতের লেখা চিঠি জমে থাকত, আজ সেখানে শুধু নীরবতা আর শূন্যতা।

চিঠি মানেই তো হৃদয়ের ভাষা, শব্দের ভাঁজে লুকানো অশ্রু আর হাসির গল্প। কিন্তু আজকাল আর কেউ লেখে না-প্রিয়জনেরা ব্যস্ত হয়ে গেছে আধুনিকতার মোহে, হাতে লেখা আবেগের জায়গা নিয়েছে ঠাণ্ডা বার্তা।

তবুও আমি এখনো কল্পনা করি-

হয়তো কোনো একদিন ডাকপিয়ন আসবে, আমার নাম লেখা একখানা চিঠি হাতে।

সেটি সত্য হোক বা মিথ্যে, সেটি পুরনো হোক বা ভুল ঠিকানার-তবু বুকের ভেতরটা ভরে উঠবে সেই হারিয়ে যাওয়া অনুভূতিতে।

চিঠি দিবস আমাকে শুধু মনে করিয়ে দেয়-ভালোবাসা হারালে চিঠিও নিঃশব্দ হয়ে যায়।

-লেখা: আঃ রাজ্জাক (কবি মশাই)






fans

01/09/2025

যখন বৃষ্টি নামে 🌈🌈🌈🌈

মানুষ আসলেই এক রহস্যময় সৃষ্টি।তাদের ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব লুকিয়ে থাকে। একদিকে তারা ফুলের মতো-সুগন্ধি, কোমল আর মায়াবী।...
01/09/2025

মানুষ আসলেই এক রহস্যময় সৃষ্টি।

তাদের ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব লুকিয়ে থাকে। একদিকে তারা ফুলের মতো-সুগন্ধি, কোমল আর মায়াবী। তাদের হাসি যেন সকালের সূর্যের মতো উজ্জ্বল, তাদের যত্ন যেন বসন্তের হাওয়ার মতো প্রশান্তি দেয়। তারা যখন ভালোবাসা ছড়িয়ে দেয়, তখন চারপাশের অন্ধকার গলে যায়, মন শান্ত হয়ে যায়, আর জীবনটাকে অর্থপূর্ণ মনে হয়।

কিন্তু মানুষ সর্বসময় শুধু ফুল হয়ে থাকে না। জীবনের এক পর্যায়ে সেই একই মানুষ কাঁটার মতো বিষাক্ত হয়ে ওঠে। তাদের কথার আঘাত কখনো অদৃশ্য ক্ষত তৈরি করে, যা চোখে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে রক্তক্ষরণ ঘটায়। যাদের হাত ধরা নির্ভরতা অনুভব করার কথা, কখনো কখনো তারাই সবচেয়ে গভীর ক্ষত তৈরি করে দেয়।

মানুষের এই দ্বিমুখী রূপটাই তাকে বিশেষ করে তোলে। কারণ ফুলের সৌন্দর্য যদি আমাদের মুগ্ধ করে, তবে কাঁটার আঘাত আমাদের শিক্ষা দেয়। সুখ-দুঃখ, ভালো-মন্দ, সৌন্দর্য আর বিষ-সব মিলিয়েই মানুষ আসলে পূর্ণতা পায়।

তাই কাউকে বিচার করার সময় কেবল বাইরের হাসি বা সৌন্দর্য দেখে থেমে যাওয়া ঠিক নয়। কারণ সৌন্দর্যের আড়ালে কখনো কখনো কাঁটার বিষও লুকিয়ে থাকে। আবার যে মানুষকে আমরা একসময় আঘাতকারী মনে করেছি, সেই মানুষই হয়তো অন্য সময়ে ফুল হয়ে আমাদের জীবনে শান্তি বয়ে আনে।

মানুষ তাই ফুলও, আবার কাঁটাও।

゚ fans

সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খুব বিরক্ত লাগতো। অপেক্ষায় থাকতাম কবে যে এই স্কুলের বিরক্তিকর অধ্যায়টা শেষ হবে? তারপর...
01/09/2025

সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খুব বিরক্ত লাগতো। অপেক্ষায় থাকতাম কবে যে এই স্কুলের বিরক্তিকর অধ্যায়টা শেষ হবে? তারপর একদিন হঠাৎ শেষ হয়ে যায় অনেক খুশি হয়েছিলাম,।

কিন্তু এখন আমরা বুঝতেছি, জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা আমরা হারিয়েছি--? *

মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন। যে ভুল বোঝে, তাকে ভুল বুঝতে দিন। যে গুরুত্ব দেয় না, তাকে গুরুত্ব দেওয়া হ্রাস করুন। কারোর...
01/09/2025

মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন। যে ভুল বোঝে, তাকে ভুল বুঝতে দিন। যে গুরুত্ব দেয় না, তাকে গুরুত্ব দেওয়া হ্রাস করুন। কারোর কাছে কোনো প্রত্যাশা রাখবেন না।

দেখবেন জীবনের অর্ধেক অশান্তি হ্রাস পাবে।


fans


মেঘের উপরে যখন বসবাস ♥️♥️♥️♥️ ゚
31/08/2025

মেঘের উপরে যখন বসবাস ♥️♥️♥️♥️



 ゚   😝😝😝😝    😋😄😄😝🤓
31/08/2025


😝😝😝😝

😋😄😄😝🤓

জীবনের সবচেয়ে বড় সত্য হলো-কেউ চিরদিন কারও পাশে থাকে না....হাজার ভালোবাসা, ত্যাগ, আর যত্ন দেওয়ার পরও এক সময় মানুষ ক্লান্ত...
31/08/2025

জীবনের সবচেয়ে বড় সত্য হলো-

কেউ চিরদিন কারও পাশে থাকে না....

হাজার ভালোবাসা, ত্যাগ, আর যত্ন দেওয়ার পরও এক সময় মানুষ ক্লান্ত হয়ে যায়....



Address

Atpara,Netrokona
Mymensingh
2470

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANIK HASAN SAYEM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share