ChemPhys Academy

ChemPhys Academy পদার্থ ও রসায়ন শেখো সহজভাবে | দশম শ্রেণির জন্য নির্ভরযোগ্য গাইড | শেখো বুঝে, এগিয়ে চলো ��

10/07/2025

আজকে এসএসসির রেজাল্ট দিছে। ময়মনসিংহ বোর্ডের পাশের হার মাত্র ৫৮%।

মনে হচ্ছে না, এটা রেজাল্ট না — একটা সতর্কবার্তা। ৪২% ফেল!
ভাবা যায়?

যারা এইবার পরীক্ষায় বসেছিল, তাদের অনেকেই আগে থেকেই চাইছিল পরীক্ষাই না হোক! কেউ চাচ্ছিল শর্ট সিলেবাস, কেউ আবার চাচ্ছিল কিছু সাবজেক্ট বাদ দিয়ে পরীক্ষা নিক। কারণ? "আমরা তো পড়িনি!"

এই পড়া না করার অজুহাতকে legit বানাতে তারা আন্দোলন পর্যন্ত করলো!
কিন্তু প্রশ্ন হচ্ছে — বছরের পর বছর তোমরা করছোটা কী?

ফোন, টিকটক, প্রেম, আড্ডা, স্টাইল — সবই আছে।
ক্লাসে স্যারের সাথে কথা বললে চোখে চোখ, আদব-লজ্জা নাই।
সামান্য কিছু বললেই বলে, "স্যার বেশি বলসে" — এখন বোঝো কেমন লাগে বেশি বলা?

রাজনীতি যত না সমস্যা, তার চেয়ে বড় সমস্যা বেয়াদবি।
শিক্ষা নিয়ে না পড়ে শুধু শর্টকাট খুঁজলে, রেজাল্টেও শর্ট হয়ে যাবে — সেটাই হইছে এবার।

সবাই বলে, "পরীক্ষা ভালো যায় নাই", কিন্তু কেউ কি ভাবে, "আমি নিজে কি চেষ্টা করছি?"
ফেল করলে দায়দায়িত্ব শুধু সিস্টেমের ঘাড়ে দিলে কিছু হবে না — নিজের ঘাড়ে নিতে শিখতে হবে।

এই ৪২% ফেল — শুধু সংখ্যায় ফেল না, এটা একটা জাতীয় ব্যর্থতা।

---

পড়ালেখার বিকল্প আজও তৈরি হয়নি।
আর বেয়াদবির উপরে জয় কখনও আসে না।

জুলাই ২০২৪ – এক রক্তাক্ত সত্য, এক জেগে ওঠার ইতিহাস।এই মাসটার কথা মনে পড়লেই বুক কেঁপে ওঠে, চোখ ভিজে আসে। কারণ এটা ছিল কে...
01/07/2025

জুলাই ২০২৪ – এক রক্তাক্ত সত্য, এক জেগে ওঠার ইতিহাস।
এই মাসটার কথা মনে পড়লেই বুক কেঁপে ওঠে, চোখ ভিজে আসে। কারণ এটা ছিল কেবল সময় নয়, এটা ছিল একটা জাতির হঠাৎ জেগে ওঠা। যেদিন মানুষ আর সহ্য করেনি, যেদিন নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ, শ্রমিক, মা-বোনেরা—সেই দিনগুলো আজও হৃদয়ে ঝাঁপসা হয়ে জ্বলজ্বল করে।

সেই সময়, কথা বলা মানেই ছিল ভয়। চোখে চোখ রাখার মানে ছিল হুমকি। কিন্তু তবু মানুষ নেমেছিল পথে, কারণ অন্যায়ের চেয়ে বড় কোনো ভয় নেই। তারা শ্লোগান দিয়েছিল, প্রতিবাদ করেছিল, অথচ উত্তর এসেছিল গুলি আর লাঠির আঘাতে। রাস্তা ভরে উঠেছিল রক্তে, বাতাস ভারী হয়েছিল কান্নায়। অথচ তাও থেমে যায়নি কেউ।

সরকার পতন ঘটেছিল, কিন্তু হারিয়ে গেছে অসংখ্য নাম, মুখ, প্রাণ।
এই আন্দোলন শুধু রাজনৈতিক পরিবর্তন আনেনি, এটা আমাদের শিখিয়েছে—কীভাবে একটি জাতি নিজের ভবিষ্যতের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে।

আজ যখন আমি সেই দিনের কিছু ছবি আবার নতুন করে চোখে দেখি, তখন শুধু ছবি দেখি না—আমি দেখি আত্মত্যাগ, সাহস, ভালোবাসা আর যন্ত্রণার এক অদৃশ্য ফ্রেম। এই ছবি শুধু স্মৃতি নয়, ইতিহাসের অংশ। এই ছবি আমাদের মনে করিয়ে দেয়, আমরা কীভাবে দাঁড়িয়েছিলাম সত্যের পাশে, অন্ধকারের বিরুদ্ধে।

আমরা ভুলিনি। যারা সেই দিনে শহীদ হয়েছে, নিখোঁজ হয়েছে, নির্যাতিত হয়েছে—তারা আজও আমাদের রক্তে, আমাদের চেতনায় জীবন্ত।
এই আন্দোলনের আত্মা আমাদের বুকে বয়ে চলেছি আমরা, এবং যতদিন অন্যায় থাকবে, ততদিন জুলাইয়ের এই চেতনা আমাদের জাগিয়ে রাখবে।

এই লেখা শুধু অতীত স্মরণের জন্য নয়, এটা ভবিষ্যতের দায়বদ্ধতার কথাও বলে। কারণ ইতিহাস তখনই বেঁচে থাকে, যখন আমরা তা মনে রাখি, হৃদয়ে রাখি, এবং পরবর্তী প্রজন্মকে তা পৌঁছে দিই।

জুলাই আমাদের হারায়নি, বরং আমাদের জাগিয়ে তুলেছে।
এই চেতনা যেন কখনো মুছে না যায়।
#জুলাইআন্দোলন২০২৪
#বাংলাদেশজাগছে
#শহীদদেরশ্রদ্ধা
#রক্তে_লেখা_ইতিহাস
#আমরা_ভুলিনি
#চেতনারজুলাই
#প্রতিবাদেরছবি

30/06/2025

📢 স্বাগতম সবাইকে – ChemPhys Academy-তে!
🔬📘📐

বিজ্ঞানকে সহজ করে শেখানোর লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছি ChemPhys Academy — যেখানে দশম শ্রেণির পদার্থবিজ্ঞান ও রসায়ন পড়ানো হবে একেবারে বেসিক থেকে বোর্ড প্রস্তুতি পর্যন্ত।

✅ সহজ ভাষায় কঠিন বিষয় বোঝানো
✅ অধ্যায়ভিত্তিক কনসেপ্ট ক্লাস
✅ সূত্র বিশ্লেষণ ও প্রয়োগ
✅ নিয়মিত গাইডলাইন ও প্রশ্ন আলোচনা

আমাদের উদ্দেশ্য শুধু নম্বর নয় — বিজ্ঞানকে ভয় নয়, ভালোবাসা হিসেবে শেখা।

📌 আমাদের সাথেই থাকো নিয়মিত পোস্ট, ভিডিও, লাইভ ক্লাস ও টিপস পেতে।

শেখো বুঝে, আত্মবিশ্বাসে এগিয়ে চলো!

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when ChemPhys Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share