10/07/2025
আজকে এসএসসির রেজাল্ট দিছে। ময়মনসিংহ বোর্ডের পাশের হার মাত্র ৫৮%।
মনে হচ্ছে না, এটা রেজাল্ট না — একটা সতর্কবার্তা। ৪২% ফেল!
ভাবা যায়?
যারা এইবার পরীক্ষায় বসেছিল, তাদের অনেকেই আগে থেকেই চাইছিল পরীক্ষাই না হোক! কেউ চাচ্ছিল শর্ট সিলেবাস, কেউ আবার চাচ্ছিল কিছু সাবজেক্ট বাদ দিয়ে পরীক্ষা নিক। কারণ? "আমরা তো পড়িনি!"
এই পড়া না করার অজুহাতকে legit বানাতে তারা আন্দোলন পর্যন্ত করলো!
কিন্তু প্রশ্ন হচ্ছে — বছরের পর বছর তোমরা করছোটা কী?
ফোন, টিকটক, প্রেম, আড্ডা, স্টাইল — সবই আছে।
ক্লাসে স্যারের সাথে কথা বললে চোখে চোখ, আদব-লজ্জা নাই।
সামান্য কিছু বললেই বলে, "স্যার বেশি বলসে" — এখন বোঝো কেমন লাগে বেশি বলা?
রাজনীতি যত না সমস্যা, তার চেয়ে বড় সমস্যা বেয়াদবি।
শিক্ষা নিয়ে না পড়ে শুধু শর্টকাট খুঁজলে, রেজাল্টেও শর্ট হয়ে যাবে — সেটাই হইছে এবার।
সবাই বলে, "পরীক্ষা ভালো যায় নাই", কিন্তু কেউ কি ভাবে, "আমি নিজে কি চেষ্টা করছি?"
ফেল করলে দায়দায়িত্ব শুধু সিস্টেমের ঘাড়ে দিলে কিছু হবে না — নিজের ঘাড়ে নিতে শিখতে হবে।
এই ৪২% ফেল — শুধু সংখ্যায় ফেল না, এটা একটা জাতীয় ব্যর্থতা।
---
পড়ালেখার বিকল্প আজও তৈরি হয়নি।
আর বেয়াদবির উপরে জয় কখনও আসে না।