RIFa daily shorts

RIFa daily shorts প্রতিদিনের ঘরের ব্যস্ততা, হাঁসি-কান্না, রান্নাবান্না আর ছোট ছোট গল্প নিয়ে গড়া — “আমার ব্যস্ত দিন |

10/10/2025

Live streaming of Riya

Kaba in Mecca
09/10/2025

Kaba in Mecca

09/10/2025

❤️❤️❤️

28/09/2025

“যাকে সবাই ছেড়ে যায়, আল্লাহ তাকে কখনোই ছেড়ে যান না”

28/09/2025
পৃথিবীর বুকে সব মুসলিমের দিক-নির্দেশনা — পবিত্র কাবা ঘর।এটাই সেই স্থান, যেখানে কোটি কোটি মুসলমান তাদের ললাট ঝুকিয়ে ইবাদত...
01/08/2025

পৃথিবীর বুকে সব মুসলিমের দিক-নির্দেশনা — পবিত্র কাবা ঘর।
এটাই সেই স্থান, যেখানে কোটি কোটি মুসলমান তাদের ললাট ঝুকিয়ে ইবাদত করে, চোখের পানি ফেলে প্রার্থনা করে।
আব্রাহাম (আঃ) ও তাঁর পুত্র ইসমাইল (আঃ)-এর হাতে নির্মিত এই ঘর শুধুই একটি স্থাপনা নয়, এটি ঈমানের প্রতীক, তাওহিদের কেন্দ্রবিন্দু।

যে চোখ একবার কাবা শরীফ দেখে, সে চোখ আর কখনো সেই দৃশ্য ভুলে না।
যে হৃদয় একবার কাবার ছায়ায় আশ্রয় পায়, সে হৃদয় শান্তিতে ভরে যায়।
কাবা শরীফ যেন জান্নাতের এক টুকরো, যেখান থেকে আল্লাহর রহমত সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

📿 #কাবা_শরীফ #মক্কা #ইসলাম #হজ #উমরাহ #তাওহিদ #মুসলিমউম্মাহ #আল্লাহ #ইবাদত

In a war-torn corner of Gaza, a little girl stands holding a piece of bread, while an old man sits behind her offering a...
01/08/2025

In a war-torn corner of Gaza, a little girl stands holding a piece of bread, while an old man sits behind her offering a few dates. Their faces reflect hunger, fatigue, and silent resilience. This image is not just about destruction—it's about survival, compassion, and the last flicker of humanity amidst despair.

#গাজা



#গাজার_বাচ্চারা #ক্ষুধার্ত_গাজা

রাতের শেষ প্রহরে, জেরুজালেমের আকাশে আজান ভেসে আসে — “আল্লাহু আকবার…”আল আকসা মসজিদের মিনারে পাখিরা বসে থাকে চুপচাপ।কিন্তু...
31/07/2025

রাতের শেষ প্রহরে, জেরুজালেমের আকাশে আজান ভেসে আসে — “আল্লাহু আকবার…”
আল আকসা মসজিদের মিনারে পাখিরা বসে থাকে চুপচাপ।
কিন্তু আজ পাখিরাও ডাকে না…
কারণ পবিত্র ভূমির আকাশে শুধু আজান নয়, ভেসে আসে আর্তনাদ… গাজার শিশুদের কান্না।

একটা ছোট ছেলে — ওমর।
গাজা শহরের ধ্বংসস্তূপের পাশে বসে মাটিতে আঁকছে আল-আকসা মসজিদের ছবি।
সে জানে না মিনার কাকে বলে, গম্বুজ কী, কিন্তু মা বলেছে —
“ওমর, ওখানে এক আলোকিত বাড়ি আছে, আল্লাহর ঘর… সেখানে নামাজ পড়লে আকাশ কাঁদে আর ফেরেশতারা নেমে আসে।”

সে ছবি আঁকে, পাশে তার বোন — ফাতিমা, যার হাতের উপর রক্ত শুকিয়ে গেছে…
রকেট হামলায় বাবা নেই, মা নেই…
কিন্তু তবু ওমর বলে, “আমরা মরবো না… আল আকসা আমাদের জানে।”

🕯️ কত স্বপ্ন পুড়ছে, কত ছোট ছোট কফিন নামছে মাটির নিচে,
কিন্তু বিশ্ব চুপ — সভ্যতার মুখে তালা, মানবতা বধির।

তবু…
জেনে রাখো,
একটা মিনার আছে, যে এখনো দাঁড়িয়ে — মাথা উঁচু করে,
একটা জাতি আছে, যারা ভাঙে না…
একটা ঘর আছে, যেখানে কান্নারও দাম আছে…
সেই ঘরের নাম — আল-আকসা মসজিদ। ❤️

"ইসলামের হৃদয়কেন্দ্র — পবিত্র কাবা শরীফ 🕋"এই সেই স্থান, যেখানে কোটি কোটি মুসলমান তাদের কিবলা হিসেবে মুখ ঘোরান। কাবা শরী...
30/07/2025

"ইসলামের হৃদয়কেন্দ্র — পবিত্র কাবা শরীফ 🕋"

এই সেই স্থান, যেখানে কোটি কোটি মুসলমান তাদের কিবলা হিসেবে মুখ ঘোরান। কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক, ভালোবাসা আর আত্মসমর্পণের প্রতিচ্ছবি।
পবিত্রতা, শান্তি আর আধ্যাত্মিক আবেশে ভরপুর এই স্থান হৃদয় ছুঁয়ে যায় প্রতিটি মুমিনের।
আল্লাহ আমাদের সবাইকে একদিন এখানে হাজির হবার তাওফিক দিন। আমিন। 🤲🕋

#আল্লাহু_আকবর #হজ্জ #কাবা_শরীফ

এই ছবিটি তোলা হয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরে, ঐতিহাসিক হায়া সোফিয়ার জানালা দিয়ে। জানালার ওপাশে দেখা যাচ্ছে বিখ্যাত '...
30/07/2025

এই ছবিটি তোলা হয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরে, ঐতিহাসিক হায়া সোফিয়ার জানালা দিয়ে। জানালার ওপাশে দেখা যাচ্ছে বিখ্যাত 'সুলতান আহমেদ মসজিদ', যেটিকে আমরা 'ব্লু মসজিদ' নামে চিনি।
দুটি স্থাপত্য একে অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে — যেন ইতিহাস নিজের প্রতিচ্ছবি দেখছে।
ছবির প্রতিটি অংশে ফুটে উঠেছে ইসলামি স্থাপত্যশৈলী, সংস্কৃতি এবং ইস্তাম্বুলের আধ্যাত্মিক সৌন্দর্য।
এই দৃশ্য শুধু চোখ নয়, মনকেও ছুঁয়ে যায়।"


#ইস্তাম্বুল #তুরস্ক
#ব্লু_মসজিদ #হায়া_সোফিয়া #ইসলামি_স্থাপত্য #ভ্রমণ #ইতিহাস
#ঐতিহাসিকস্থান #ছবির_পেছনের_গল্প

🐾🐟 গল্পঃ “ইচ্ছে”এক ছিল ছোট্ট সাদা বিড়াল, নাম তার মিনি। মিনি ছিল খুবই কৌতূহলী আর খেয়ালী। সে প্রতিদিন দুপুরবেলা বারান্দা...
30/07/2025

🐾🐟 গল্পঃ “ইচ্ছে”

এক ছিল ছোট্ট সাদা বিড়াল, নাম তার মিনি। মিনি ছিল খুবই কৌতূহলী আর খেয়ালী। সে প্রতিদিন দুপুরবেলা বারান্দায় গিয়ে বসে থাকত — একটা কাঁচের বাটিতে সোনা রঙের একটা মাছ দেখার জন্য।

মাছটার নাম ছিল টিকলি। টিকলি যেমন শান্ত, তেমনই লাজুক। মিনি যতবারই পা দিয়ে টোকা দিত বাটিতে, টিকলি ভয়ে সরে যেত এক কোনায়।

একদিন মিনি বাটির পাশে বসে শুধু চুপচাপ তাকিয়ে রইল। কোনো টোকা নয়, কোনো দুষ্টুমি নয়। অনেকক্ষণ পর টিকলি ধীরে ধীরে এসে বাটির পাশে এসে দাঁড়াল।

মিনি মুচকি হেসে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল।

দুজনের বন্ধুত্ব সেদিন থেকেই শুরু।

---

🖋️
"সব সম্পর্ক শব্দ দিয়ে হয় না — কিছু সম্পর্ক শুধু চেয়ে থাকলেই গড়ে ওঠে।"

#ক্যাট #

Address

Jamalpur
Mymensingh
2020

Alerts

Be the first to know and let us send you an email when RIFa daily shorts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share