RS ZONE

RS ZONE লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

27/11/2025

পশু -পাখি ভালবাসা ঠিকই বুঝে

13/11/2025

টাকার গাছ 😱😱

13/11/2025

টেলেন্ট আছে বলতে হবে

❤️
07/10/2025

❤️

07/10/2025
আসসালামু আলাইকুম
06/10/2025

আসসালামু আলাইকুম

আল্লাহ কেন বান্দাকে পরীক্ষা করেন?আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন নানা উদ্দেশ্যে, যা কুরআন ও হাদীসে সুস্পষ্টভাবে উল্লে...
05/10/2025

আল্লাহ কেন বান্দাকে পরীক্ষা করেন?

আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন নানা উদ্দেশ্যে, যা কুরআন ও হাদীসে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এই পরীক্ষার পেছনে রয়েছে প্রজ্ঞা, রহমত ও ঈমান যাচাইয়ের এক মহামূল্যবান দিক।

১. ঈমান যাচাই করার জন্য:
আল্লাহ বলেন,
“মানুষ কি ধারণা করে যে তারা ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদের ছেড়ে দেওয়া হবে এবং পরীক্ষা করা হবে না?”
(সূরা আল-আনকাবূত: ২)
অর্থাৎ কেবল মুখে ঈমান বললেই নয়, বরং বাস্তবে বিপদ-আপদে কেমন স্থির থাকে, তাই দ্বারা ঈমানের সত্যতা যাচাই হয়।

২. গুনাহ মোচন ও আত্মার পরিশুদ্ধির জন্য:
রাসূল ﷺ বলেন,
“মুমিন পুরুষ ও নারীকে আল্লাহ তার নিজের, সন্তান বা সম্পদের মাধ্যমে পরীক্ষা করেন, এমনকি মৃত্যুর সময় তার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না।”
(তিরমিজি)

৩. সত্যিকার মুমিন ও মুনাফিক আলাদা করার জন্য:
পরীক্ষা প্রকাশ করে কার ঈমান দৃঢ় আর কারটা স্বার্থসংশ্লিষ্ট।

৪. ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা দেওয়ার জন্য:
কষ্টে ধৈর্য, সুখে কৃতজ্ঞতা—এই দুটোই ঈমানের পরিপূর্ণতা।

৫. মর্যাদা বৃদ্ধি করার জন্য:
নবীদের জীবনেই ছিল সর্বোচ্চ পরীক্ষা, আর তাতে ছিল সর্বোচ্চ মর্যাদা।
রাসূল ﷺ বলেন,

“সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয় নবীদেরকে, তারপর তাদের নিকটবর্তীকে।”
(তিরমিজি)

৬. অন্তর পরিশুদ্ধ করার জন্য:
আল্লাহ বলেন,
“আল্লাহ মুমিনদেরকে এমন অবস্থায় রাখবেন না, যতক্ষণ না তিনি মন্দকে ভাল থেকে আলাদা করে দেন।”
(সূরা আলে ইমরান: ১৭৯)

৭. বান্দাকে তাঁর দিকে ফিরিয়ে আনার জন্য:

“আমি তাদেরকে অবশ্যই বড় শাস্তির আগে দুনিয়ার ক্ষুদ্র শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসে।”
(সূরা আস-সাজদাহ: ২১)

৮. বান্দার প্রকৃত শক্তি প্রকাশের জন্য:
পরীক্ষা না হলে মানুষ নিজের ধৈর্য ও ঈমানের গভীরতা জানতে পারে না।

৯. জান্নাতের যোগ্য বানানোর জন্য:
“তোমরা কি ধারণা কর যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনও তোমাদের মধ্য থেকে যারা জিহাদ করেছে ও ধৈর্য ধরেছে তাদের প্রকাশ করেননি?”
(সূরা আলে ইমরান: ১৪২)

১০. কিয়ামতের দিনের সাক্ষী রাখার জন্য:

“আমি তোমাদের পরীক্ষা করবো মন্দ ও ভালো দ্বারা, আর তোমাদের আমার দিকেই ফিরতে হবে।”
(সূরা আল-আম্বিয়া: ৩৫)

সংক্ষেপে:
আল্লাহর পরীক্ষা —
➤ ঈমান যাচাইয়ের উপায়,
➤ গুনাহ মোচনের মাধ্যম,
➤ ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা,
➤ মর্যাদা বৃদ্ধির সোপান,
➤ জান্নাতের যোগ্যতা অর্জনের পথ।

আল্লাহর পরীক্ষা কখনো শাস্তি নয়; বরং তা এক ভালোবাসা ও উন্নতির সুযোগ।

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন...
01/10/2025

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।
একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
ছুটিতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন কোর্স শুরু করছেন? — মুখ বন্ধ রাখুন।
চাকরিতে পদোন্নতি হবে? — মুখ বন্ধ রাখুন।

জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয়, প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে। মনে হয়, সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। কিন্তু সত্যি বলতে কী, সব সময় তা হয় না। বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল।

আমাদের স্বপ্ন আসলে একেকটা বীজ। এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই, সুরক্ষা চাই। কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই, তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা বলে—যত বেশি স্বপ্ন শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায়।

আমরা যাদের "বন্ধু" বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়। কেউ কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না। তাই তারা হাসিমুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে। এটা তিক্ত হলেও সত্যি।

আমরা ভেবে নিই, অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু বাস্তবতা হলো, পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে। ভাই, বোন, আত্মীয় কেউ কেউ চাইতে পারে যে আপনি তাদের ছাড়িয়ে না যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে।

অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার। কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা। মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায়, তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। সনাতন হিন্দু ধর্ম , ইসলাম ধর্ম ও অন্য প্রায় সব ধর্মেই বদনজরের উল্লেখ আছে। অর্থাৎ, এটা কোনো কাল্পনিক ভয় নয়।

নীরবতা দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলে। তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না।

আপনার ভাগ্যে যা আছে, ঈশ্বরের লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন।

মনে রাখবেন, স্বপ্নকে আগেভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা। হিংসা, ঈর্ষা আর বদনজর সত্যিই আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে। তাই যখনই জীবন আপনাকে কোনো বড় সুখবর দেবে—নতুন বাড়ি, গাড়ি, বিয়ে বা পদোন্নতি—তখন আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন। সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কী করেছেন।

- সংগৃহীত

একবার তাবলিগের শবগুজারিতে গিয়েছিলাম। সেখানে দেখলাম সুদান থেকে আসা বিশাল মর্যাদাশালী আলেম, শাইখুল হাদীস উস্তাদ সাদুদ্দিন ...
20/09/2025

একবার তাবলিগের শবগুজারিতে গিয়েছিলাম। সেখানে দেখলাম সুদান থেকে আসা বিশাল মর্যাদাশালী আলেম, শাইখুল হাদীস উস্তাদ সাদুদ্দিন আল-মানসুর হাফি. মারকাজ মসজিদ চত্বরে বসে আছেন। সামনে এক তাবলিগি মুরুব্বি গভীর আবেগ নিয়ে বয়ান করছেন।

বিস্ময়ের বিষয় হলো—আমি জানি, ঐ মুরুব্বির সহি-জঈফ হাদিসের জ্ঞান খুব বেশি নয়। অনেক জায়গাতেই হয়তো ভুল থাকতে পারে। কিন্তু সেই শাইখুল হাদীস কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে, কোনো তর্কে না জড়িয়ে, মাথা নত করে মনোযোগ সহকারে বয়ান শুনে যাচ্ছিলেন।

এ দৃশ্য আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। আমি ভাবলাম—একজন আলেম, যিনি হাদীসের সমুদ্র, যার কাছে অসংখ্য ইলমের খনি জমা, তিনি চাইলে মুহূর্তেই ভুল ধরিয়ে দিতে পারতেন। অথচ তিনি চুপচাপ বসে আছেন, বিনয়ের সাথে শুনছেন।

কেন?

কারণ এটাই জ্ঞানের আসল সৌন্দর্য।
এটাই আলেমদের চরিত্রের মাহাত্ম্য।
এটাই আমাদের জন্য শিক্ষার বড় দরজা।

আজ আমরা ছোট্ট কিছু জানলেই অন্যকে তুচ্ছ ভাবি। অথচ বড় আলেমরা জানেন যেখানে ভুলও আছে, সেখান থেকেও শিক্ষা নেওয়ার জায়গা আছে। মুরুব্বির বয়ান হয়তো সহি-জঈফের মানদণ্ডে দুর্বল, কিন্তু তা মানুষের ঈমান জাগ্রত করতে পারে, তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারে। তাই বড় আলেমরা হিকমাহর সাথে শোনেন, বুঝেন, প্রয়োজনে পরে সংশোধন করেন।

সেদিন আমি শিখলাম:
বড় হওয়ার মানে জ্ঞান দেখানো নয়, বিনয় দেখানো।
বড় হওয়ার মানে প্রতিক্রিয়া নয়, ধৈর্য।
বড় হওয়ার মানে ভুলের মধ্যেও ভালো দিক খুঁজে বের করা।

আল্লাহ আমাদের এমন বিনয়ী, ধৈর্যশীল এবং হিকমাহপূর্ণ চরিত্র দান করুন।

১। বিনা কারনে পাঁচ ওয়াক্ত নামাজ ত্যাগ করা যাবে না। ২। ফরজ রোজা ও নফল রোজা রাখতে হবে। ৩। সব সময় পর্দায় থাকতে হবেও মাথা...
15/08/2025

১। বিনা কারনে পাঁচ ওয়াক্ত নামাজ ত্যাগ করা যাবে না। ২। ফরজ রোজা ও নফল রোজা রাখতে হবে। ৩। সব সময় পর্দায় থাকতে হবেও মাথা থেকে কখনো যেন কাপড় না পড়ে । ৪। পর পরুষের সামনে যাওয়া বা তাদের সাথে কথা বলা যাবে না। ৫। উচ্চস্বরে কথা বলা বা হাসাহাসি করা যাবে না। ৬। আমার সকল কথা মেনে চলতে হবে। ৭। কারো গীবত শুনা বা বলা যাবে না। ৮। আমি চাইলে মোবাইল ব্যবহার করতে পারবে না হলে পারবে না। ৯ । কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। ১০। ফজর নামাজের পর সূরা ইয়াছিন ও রাতে সূরা মূলক ও মাগরিব এর পর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে হবে। ১১। সময় পাইলে ইসলামিক বই পড়তে হবে, কুরআন ও হাদিস এবং বিভিন্ন দোয়া ও আমলের বই পড়তে হবে। ১২। অন্য কারো মোবইলে নিজের ছবি তুলা যাবে না। ১৩। গান, ছবি, নাটক, সিরিয়াল দেখা যাবে না। বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে, ইসলামিক আলোচনা ও ওয়াজ শোনতে হবে। ১৪। সবার সাথে ভালো ব্যবহার ও মেহমানদের আপ্পায়ন করতে হবে। হে আমার রব আপনি আমার প্রার্থনা কবুল করেন। আমাকে এবং সকল অবিবাহিত ভাই বোনকে উত্তম ও দ্বীনদার জীবনসঙ্গী দান করেন। (আমিন)

আযান সবাই শুনতে পারে,  কিন্তু আযানের ডাক কয়জন শুনতে পারে না? প্রতিদিন পাঁচ ওয়াক্তে নিয়মিত ভেসে ওঠে  এক ধ্বনি, "আল্লাহু ...
06/08/2025

আযান সবাই শুনতে পারে, কিন্তু আযানের ডাক কয়জন শুনতে পারে না? প্রতিদিন পাঁচ ওয়াক্তে নিয়মিত ভেসে ওঠে এক ধ্বনি, "আল্লাহু আকবার..." শহরের ব্যস্ত সড়ক থামে না, বাণিজ্যের দর-কষাকষি কমে না, কারো ঘুম ভাঙে না। তবুও আযান বারবার ধ্বনিত হয়। এ কি শুধুই রীতির ধারাবাহিকতা? নাকি এক অমর স্মারক, তোমার অস্তিত্বের মূল সুর, এই ক্ষণভঙ্গুর জীবনের চিরন্তন পথ? শোনে সবাই- কানে শব্দ পৌঁছায়, কিন্তু আত্মা ঘুমিয়ে থাকে। মুখ ফিরিয়ে নেয় তারা, যাদের হৃদয় পাথরের শহরে বন্দী, যাদের অন্তরে শুধু শব্দ গুঞ্জে, অর্থ হারায়। আযান কানে নয়, হৃদয়ে বাজে। এ শুধু আহ্বান নয়, এক চিরন্তন আমন্ত্রণ; শক্তির দম্ভ নয়, নম্রতার পথে, চাতুর্য নয়, সিজদার আলিঙ্গনে, অহংকার নয়, কৃতজ্ঞতার গভীরে। হাইয়া আলাস সলাহ"- এই ডাকে সময়ের সীমা নেই, আছে জীবনের অর্থ খুঁজে পাওয়ার আহ্বান। "হাইয়া আলাল ফালাহ" -সাফল্য যা ভাবো, তার চেয়ে বড়, এক পরিপূর্ণ শান্তির টান। কিন্তু শুনতে হলে থামতে হবে, ভেতরের কোলাহল নিঃশব্দ করতে হবে। নফসের তাণ্ডব শান্ত করতে হবে। আত্মাকে জাগাতে হবে; এক নির্মল, দীপ্তময় ডাক শোনার জন্য, যা প্রতিদিন আকাশ থেকে নেমে আসে। কেননা শব্দ তো সবাই শুনে, কিন্তু ডাক কেবল সেই শোনে, যার অন্তর জীবিত। যার অন্তরে আল্লাহর ভালোবাসা ও জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় আছে"। #ইসলামিকহিস্টোরি #ইসলামিকলেখা #ইসলামিকস্ট্যাটাস #আখিরাতকেআগেচিন্তা #ইসলামিকউপদেশ

Address

Mymensingh
Mymensingh
TRISHAL

Website

Alerts

Be the first to know and let us send you an email when RS ZONE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share