
21/09/2025
ফাইভার অ্যাকাউন্ট খুললেই অর্ডার আসবে? ডলার ঝরবে? সত্যি কি এতটা সহজ!
আজকাল অনেকেই ভাবে,
“একটা Fiverr account খুললেই অর্ডার আসতে থাকবে, আর Freelancing এ ডলার ঝরে পড়বে নিজের হাতে!”
কিন্তু বাস্তবতা কি আসলেই এমন?
👉 Skill development ছাড়া কি কখনও কিছু সম্ভব?
👉 আপনি কি এমন একজন রাইডারকে দেখেছেন, যে সাইকেল চালাতে না শিখেই কাজ শুরু করেছে?
ফ্রিল্যান্সিং হলো একটা প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম।
এখানে টিকে থাকতে হলে
✅ Digital skills লাগবে
✅ ধৈর্য্য লাগবে
✅ নিজের কাজের প্রতি একাগ্রতা ও নিয়মিত অনুশীলন লাগবে
Fiverr freelancing হোক বা যেকোনো মার্কেটপ্লেস—
অর্ডার তখনই আসবে, যখন আপনি ক্লায়েন্টের দরকার মতো সার্ভিস দিতে পারবেন এবং সেটাকে প্রফেশনালি উপস্থাপন করতে জানবেন।
🎯 কাজ শিখুন
🎯 Freelancing skills আপডেট করুন
🎯 আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যান
সফলতা তখনই আসবে, যখন আপনি সেটার যোগ্য হবেন।