09/07/2025
📜 পুলিশের হাতে ধরা পড়ার চেয়ে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতিই শ্রেয় ভেবেছিলেন মাস্টারদা সূর্য সেনের অনুগামী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার।
মৃত্যুর আগের রাতে, প্রীতিলতা তাঁর মায়ের উদ্দেশ্যে শেষ চিঠিটি লিখেছিলেন।
মাস্টারদা সূর্য সেন তাঁর মৃত্যুর পর চিঠিটি প্রীতিলতার মায়ের হাতে পৌঁছে দেন।
এটাই সেই হৃদয়বিদারক শেষ চিঠি—
মাগো,
তুমি আমায় ডাকছিলে? আমার যেন মনে হলো তুমি আমার শিয়রে বসে কেবলি আমার নাম ধরে ডাকছো, আর তোমার অশ্রু-জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে। মা, সত্যিই কি তুমি এত কাঁদছো? আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না — তুমি আমায় ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেলে।
স্বপ্নে একবার তোমায় দেখতে চেয়েছিলাম — তুমি তোমার আদরের মেয়ের আবদার রক্ষা করতে এসেছিলে! কিন্তু মা, আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না। দুচোখ মেলে কেবল তোমার অশ্রুজলই দেখলাম। তোমার চোখের জল মোছাতে এতটুকু চেষ্টা করলাম না।
মা, আমায় তুমি ক্ষমা করো—তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেজেছে। তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছা নয়। আমি স্বদেশ-জননীর চোখের জল মোছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি। তুমি আমায় আশীর্বাদ কর, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না।
একটিবার তোমায় দেখে যেতে পারলাম না! সেজন্য আমার হৃদয়কে ভুল বুঝো না তুমি। তোমার কথা আমি এক মুহূর্তের জন্যও ভুলিনি মা। প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি।
✅ এই চিঠি শুধু মায়ের প্রতি ভালোবাসা নয়,
এটা আত্মত্যাগ, দেশপ্রেম আর বিশ্বাসের চরম নিদর্শন।
আজও ইতিহাসে এই চিঠি অনন্য হয়ে আছে!
শ্রদ্ধা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার 🙏🇧🇩
#বিপ্লবী #স্বাধীনতারইতিহাস #বাংলারবীরকন্যা #স্বাধীনতাযুদ্ধ #দেশপ্রেম