JIMU - জিমু

JIMU - জিমু একদিন জীবনের খাতায় লেখা হবে;
শূন্যতার মুক্তি হলে মহাশূন্যে বিলীন হয়ে।

20/06/2025

Life is beautiful without 12 bathari girls 😌☺️

19/06/2025

Bad friends always come to your side in bad times.

19/06/2025

কি আশ্চর্য!
তোমাকে প্রেমে বাধা যায়না,
ধরতে গেলেই ঘাসফড়িংয়ের মতো উড়ে পালাও।
অভিমানে তোমকে সাজা দেওয়া যায়না। মাঝেমধ্যে
তোমার উপরে ভীষণ রাগ হয়, অথচ
রাগ করলে মনে হয় ক্ষতি হয়ে গেলো কি যেনো।
কি রকম আশ্চর্য অনুভুতি!
যতবার প্রতিজ্ঞা করি যে মুছে দিবো তোমাকে
গড়ে তোলবো প্রতিরোধ তোমার বিরুদ্ধে,
ততই তোমার চিন্তারা গনহত্যা চালায়
আমার মগজে, মননে, অস্তিত্বে।
কি ভীষণ স্বৈরাচারী তুমি, কি প্রবল প্রতাপ তোমার!
আর তোমাকে ঘিরে কি আশ্চর্য অনুভুতি।

19/06/2025

তারা সামান্য হেসে নিক, শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে।
[সূরা আত তাওবা : ৮২

19/06/2025

ধরুন আপনার সম্পর্ক বিচ্ছেদের পরে আপনি সব মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে যাচ্ছেন,কিন্তু আপনার এক্স এর কাজ কর্মের জন্য আপনার পরিচিত মানুষ রা আপনাকে খোটা দিচ্ছে - মজা নিয়ে যাচ্ছে।

তাই জীবনে একটা চরিত্রহীন এবং ব্যাক্তিত্বহীন এক্স থাকা অভিশাপসরুপ,
বিচ্ছেদের অনেক দিন পরেও মানুষ আপনাকে কথা শুনিয়ে মজা নিবে।

18/06/2025

“ঘৃণা অনেক ভারী একটা শব্দ। এই পৃথিবীতে আমি সহজে কাউকে ঘৃণা করি না। কিন্তু ভীষণ অন্যায় করে, স্বেচ্ছায় কষ্ট দিয়ে যারা দিনশেষে ভিকটিম সেজে সবার সহমর্মিতা কুড়ায় - আমি তাদের মন থেকে ঘৃণা করি।"

নিশ্চয়'ই নারীদের ছলনা খুব'ই মারাত্মক ।       ( সূরা ইউসুফ আয়াত ২৮)
17/06/2025

নিশ্চয়'ই নারীদের ছলনা খুব'ই মারাত্মক ।

( সূরা ইউসুফ আয়াত ২৮)

Address

Netrokona, Barhatta
Mymensingh
2440

Alerts

Be the first to know and let us send you an email when JIMU - জিমু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share