Little Big Thoughts

Little Big Thoughts Little Big Thoughts::::::Big ideas in small doses. Sharp takes, deep thoughts, no fluff.Thought hits that don’t hold back. Small words, big punches.

Think fast, think deep. Micro thoughts with macro impact.💜❤️

21/09/2025
আমি সিংগেল বলা আপুটাও..আজ পূর্ণতা পেলো 🙂
23/08/2025

আমি সিংগেল বলা আপুটাও..আজ পূর্ণতা পেলো 🙂

22/08/2025

চোখ বন্ধ করে School বানান টা লিখবা!
আমি লিখছি schopl

দেখি কার টা সঠিক হয়, No চিটিং!

22/08/2025

Congratulations 🥂

22/08/2025

আগে জানতাম মানুষের ২ টা রুপ ভেতরে একটা বাহিরে একটা, এখন দেখি ৩ টা,ফেসবুকেও একটা 🙂

18/08/2025

“শেষ ফোন কল”
অর্পিতার মা রাতে ফোন দিয়েছিলেন, “বাবু, খেয়েছো?” অর্পিতা ব্যস্ত ছিল, বলল, “পরে কথা বলব।” পরের দিন খবর এল—মা হার্ট অ্যাটাকে মারা গেছেন। এখন অর্পিতা প্রতিদিন ফোন লিস্টে সেই শেষ কলটা দেখেন, কিন্তু জানেন—ফোনটা আর কেউ ধরবে না।

17/08/2025

মানুষ শান্তি পায় কই জানেন? খোঁজ পাইলে আমারে একটু বইলেন। একমুঠো শান্তির খুব অভাব! 🖤

16/08/2025

অপেক্ষার জানালা”
মুনিরার ঘরের জানালাটা সবসময় খোলা থাকে, বৃষ্টি হলেও। কারণ বিদেশে যাওয়ার পাঁচ বছর আগে তার হাসবেন্ট বলেছিল, “আমি যখন ফিরব, এই জানালা দিয়েই তোমাকে ডাকব।” মুনিরা এখনো অপেক্ষা করে—হয়তো একদিন সত্যিই সেই ডাক আসবে।🙂

15/08/2025

Someone: সুখী মানুষকে ইংলিশে কি বলে?

Me: single 😀😎
Someone:🙄🙄

মায়ের কম্বল”শীতের রাতে রুবেল বিছানায় শুয়ে বুঝতে পারছিল, কম্বলটা গায়ে নিলেই গরম হয়ে যায়। পরে মনে পড়ল, মা গত শীতে নিজের কম...
15/08/2025

মায়ের কম্বল”
শীতের রাতে রুবেল বিছানায় শুয়ে বুঝতে পারছিল, কম্বলটা গায়ে নিলেই গরম হয়ে যায়। পরে মনে পড়ল, মা গত শীতে নিজের কম্বল কেটে দুই ভাগ করেছিলেন—এক ভাগ নিজের জন্য, আরেক ভাগ রুবেলের জন্য। কিন্তু এবার শীতে মা নেই, শুধু তাঁর দেয়া উষ্ণতার শেষ টুকরোটা আছে।

14/08/2025

বাবার পুরনো ঘড়ি”

ইমরান ছোটবেলা থেকেই দেখত—বাবার হাতে একটা পুরনো সোনালি রঙের ঘড়ি। ঘড়িটার কাঁচে আঁচড়, কিন্তু বাবার কাছে এটা যেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস।

ইমরান জিজ্ঞেস করেছিল একদিন—
— “এটা এত পুরনো, তুমি বদলে ফেলো না কেন?”
বাবা হেসে বলেছিল, “যেদিন তুমি জন্মালে, আমি এই ঘড়ি কিনেছিলাম। তাই এটা বদলাতে পারি না।”

সময়ের সাথে ইমরান বড় হল, শহরে চাকরি পেল। গ্রামে থাকা বাবা মাঝে মাঝে ফোন করত, কিন্তু ব্যস্ততার অজুহাতে ইমরান অনেক সময় ধরত না।

একদিন রাতে ফোন এলো—বাবা আর নেই। সব কাজ শেষ করে ইমরান ঘরে ঢুকল, বিছানার পাশে একটা বাক্সে বাবার ঘড়িটা রাখা। ঘড়ির পেছনে খোদাই করা—
“সময় যতই বদলাক, বাবার ভালোবাসা বদলাবে না।”

ইমরান ঘড়িটা হাতে নিল, কাঁটা থেমে আছে ১১:৪৫-এ—সম্ভবত সেই সময়েই বাবা পৃথিবী ছেড়েছিলেন।🥺

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Little Big Thoughts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share