It’s Shahin

It’s Shahin স্রোতের অনুকূলে খড়কুটো সবই ভাসে, প্রতিকূলে চলে দেখো কে চলে সাথে�

27/11/2025

এতো গোনাহ নিয়ে কেমনে কবরে যাবো…
ভাবলে শরীর কাঁপে, চোখ ভিজে যায়।
তবুও দরজা বন্ধ হয়নি—
আল্লাহর রহমত এখনো ডাকে, “ফিরে আসো।”
আজই শুরু করি তাওবা,
হয়তো এটাই জীবনের শেষ সুযোগ।🤍

25/11/2025

৩৬৫ দিনে খোদার একটা বছরে যুবক তুমি এক ওয়াক্ত ফজরের নামাজ পড়লা না, কেন ভাইয়া।💔🥺👇


24/11/2025

عَنْ هَانِئٍ مَوْلَى عُثْمَانَ قَالَ: كَانَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ، فَقِيلَ لَهُ: تَذْكُرُ الْجَنَّةَ وَالنَّارَ فَلَا تَبْكِي، وَتَبْكِي مِنْ هَذَا؟ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ:
الْقَبْرُ أَوَّلُ مَنَازِلِ الْآخِرَةِ، فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ.

হযরত উসমান (রা.) কবরের পাশে দাঁড়ালে এত কান্না করতেন যে তাঁর দাড়ি ভিজে যেত। তাঁকে বলা হলো, আপনি জান্নাত-জাহান্নামের কথা শুনে কান্না করেন না, কিন্তু কবর দেখেই কাঁদেন কেন?
তিনি বললেন, রাসূল ﷺ বলেছেন:

"কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি কেউ কবর থেকেই নাজাত পায়, তবে তার পরের সবকিছু সহজ হবে। আর যদি কবরেই নাজাত না পায়, তবে তার পরের সবকিছু আরও কঠিন হবে।"
(তিরমিজি শরীফ)

আমি একদিন মরে যাবো,
আমার জন্য কবর খোঁড়া হবে,
সেই নিঃসঙ্গ ঘরেই শুরু হবে আমার আসল হিসাব...

✍️ লেখক: শাহীন আলম 🌸

23/11/2025

এখন ঘুমানোর আগে একমাত্র ভয় 'ঘুমে থাকা অবস্থায় আবার ভূমিকম্প হলে কি হবে??!'

আশেপাশে যা দেখলাম, ভূমিকম্প চলে যাওয়ার পর থেকে 'মনের ভয়' ই মানুষ কে তাড়িয়ে বেড়াচ্ছে। অনেকেই গতোকালের পরে এখনো স্বাভাবিক হতে পারে নাই,তারপর আজকে আবার ভূমিকম্প! মৃত্যু যেইভাবে লেখা আছে,সেভাবেই হবে এটা জেনেও অনেকে ৭-৮ দিনের জন্য গ্রামে চলে যেতে চাচ্ছে যাতে মন টা একটু শান্ত হয়! এই ভূমিকম্প মানুষের মনে মারাত্মক ভয় ঢুকিয়ে দিয়েছে, রাতে শান্তিতে ঘুমাতে পারতেছে না!
আল্লাহ হেফাজত করার মালিক ❤️

20/11/2025

মা-বাবা আছে? থাকলে কদর করো, নিজের জান্নাত বানাও!

18/11/2025

জালিমের ওপর আল্লাহর বিচার নেমে আসুক—আজ আল্লামা Mamunul Haque সাহেবের সেই দোয়ার কথা মনে পড়ে যায়, মনে আছে এভাবেই একদিন মহান রব্বুল আলামীনের দরবারে কাকুতি-মিনতি করে এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার জন্য বদদোয়া করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন কিন্তু ছাড় দেন ছেড়ে দেন না

17/11/2025

ভুলে চাপ লেগে পোস্ট হয়ে গেলো🥲

17/11/2025

আল্লাহ হু আকবার!

17/11/2025

-আমরা এমন এক নবীর উম্মত,,,
যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ও আমাদের কথা ভেবে কেঁদেছেন।💔😭👇

16/11/2025

:রাসূল ﷺ বলেছেন তুমি এমন
একজনকে জীবনসঙ্গী করো, যে তোমাকে দুনিয়া থেকে ভালোবাসতে বাসতে জান্নাত
পর্যন্ত নিয়ে যাবে।"🖤🌸

Address

Mymensingh
Mymensingh
2261

Alerts

Be the first to know and let us send you an email when It’s Shahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share